Type Here to Get Search Results !

ওরিয়ন ফার্মায় ওয়াক-ইন ইন্টারভিউ বিজ্ঞপ্তি

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN, AB 0



ওরিয়ন ফার্মাওয়াক-ইন ইন্টারভিউ বিজ্ঞপ্তি

 

ওরিয়ন ফার্মা লিমিটেড

উদ্দেশ্য: উৎকর্ষের খোঁজে

ওয়াক-ইন ইন্টারভিউ

পদ: মেডিকেল প্রোমোশন অফিসার / সিনিয়র মেডিকেল প্রোমোশন অফিসার
ইন্টারভিউ তারিখ: ০৩, ০৪ ও ০৫ জানুয়ারি, ২০২৬
সময়: সকাল ১০টা – বিকেল ৪টা
ঢাকা ইন্টারভিউ স্থান: Orion House, 153-154 Tejgaon Industrial Area, Dhaka – 1208

 

চাকরির ধরন

  • স্থায়ী (Permanent)
  • পূর্ণ সময় (Full Time)

 

অন্যান্য ইন্টারভিউ স্থান ও যোগাযোগ

  • নারায়ণগঞ্জ: ABID PARIBAR, 231 Police Line, North Masdair, মোবাইল: 01713443088
  • কুমিল্লা: Bismillah House, Dharmapur West Chowmohoni, Dharmapur, মোবাইল: 01714038754
  • মাইজদী (নোয়াখালি): Mawlana Noman Siddiqui Holding # 262, Naw Jail Khana Road, মোবাইল: 01713040475
  • চট্টগ্রাম: 1005/10, East Nasirabad Safdor Ali Colony, CDA Avenue, মোবাইল: 01730069205
  • ময়মনসিংহ: Al Helal Holding #94/B, D.B. Road, Shehora, মোবাইল: 01714047425
  • টাঙ্গাইল: Zobaida Monjil, Hasinabagh, House #15/417 Biswas Betka, Dhaka Road, মোবাইল: 01730000326
  • সিলেট: House #44, Holding #801, Payra Darshan Deori, Darga Mohalla, মোবাইল: 01711438019
  • মৌলভীবাজার: Ahmed Vila Holding #361/1, Ward #03, WAPDA Road, মোবাইল: 01713240347
  • খুলনা: 95, Gagan Babu Road, মোবাইল: 01701216810
  • ফরিদপুর: House #50-23 A, Alauddin Khan Road, Alipur, মোবাইল: 01711405112
  • বরিশাল: 966-Politechnic Road, Alekanda, মোবাইল: 01711405110
  • কুষ্টিয়া: House Extension A-18 (Housing Model Primary School-এর সামনে), Housing Estate, মোবাইল: 01713062138
  • বগুড়া: Orchid Palace, Holding #1470, Staff Quarter Road (East Side of Madrasha), মোবাইল: 01714047433
  • রাজশাহী: Holding #285/2, Upashahar, Housing Estate, Sector #02, P.O: Rajshahi Senanibash-6202, P.S: Boalia, মোবাইল: 01714162798
  • রংপুর: Alima Nezab House #159, PTI Road, Kotki Para, Dhap, মোবাইল: 01714000164
  • দিনাজপুর: Rana Plaza, Block-7/A, House #34, Holding #1812, New Town, মোবাইল: 01897646983
  • কক্সবাজার: Atik Uddin Chowdhury Bhabon, 2nd Floor, North Rumaliar Chora, Main Road, মোবাইল: 01713060665
  • যশোর: Holding #113, Puraton Koshba, Ghushpara, Dhaka Road, মোবাইল: 01714042251
  • পাবনা: Sneha Tower, Holding #1250, Thanapara (Pabna Sadar Thana-এর পাশে), Shalgaria, মোবাইল: 01714038753
  • ফেনী: Feni Tower, SSK Road, Feni Sadar, মোবাইল: 01897646999

 

প্রতিষ্ঠান সম্পর্কে

Orion Pharma Ltd. বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি। প্রতিষ্ঠানটি মানব স্বাস্থ্যসেবায় মানসম্মত ঔষধ উৎপাদনে নিবেদিত।

 

প্রয়োজনীয় যোগ্যতা

  • স্নাতক বা B.Sc ডিগ্রি যেকোনো শাখা থেকে
  • বয়স: ৩১ বছর (নবীন প্রার্থী), ৩৬ বছর (অভিজ্ঞ প্রার্থী)
  • বাংলাদেশে যে কোনো স্থানে কাজ করতে ইচ্ছুক
  • মোটরসাইকেল চালনার দক্ষতা (অগ্রাধিকার)

 

দায়িত্বসমূহ

  • চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করে মেডিকেল প্রোডাক্ট প্রচার করা
  • ফার্মেসি এবং ওষুধ বিক্রেতার সঙ্গে সম্পর্ক স্থাপন ও অর্ডার নিশ্চিত করা
  • প্রেসক্রিপশন সংগ্রহ এবং বিক্রয় লক্ষ্য অর্জন করা

 

সুবিধাসমূহ

  • নবীনদের জন্য ৪৫ দিনের প্রশিক্ষণ
  • অভিজ্ঞদের জন্য ১৫ দিনের প্রশিক্ষণ
  • প্রশিক্ষণ ভাতা
  • প্রতিযোগিতামূলক বেতন, TA/DA
  • আকর্ষণীয় সেলস ইনসেনটিভ
  • উৎসব বোনাস
  • প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি
  • ছুটির নগদীকরণ
  • বার্ষিক পারফরম্যান্স বোনাস
  • বার্ষিক বেতন সমীক্ষা
  • মোটরসাইকেল ভাতা

 

আবেদন প্রক্রিয়া

ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় নথি:

  • সর্বশেষ CV
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (২টি)
  • শিক্ষাগত সার্টিফিকেট
  • জাতীয় পরিচয়পত্র (NID)
  • অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)

নির্বাচিত প্রার্থীরা সম্পূর্ণ প্রশিক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন। নিয়োগপত্র প্রার্থীর বাসার স্থান থেকে কমপক্ষে ৫০ কিমি দূরে হতে পারে।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন: Orion Group Careers

সমতা ভিত্তিক কর্মসংস্থান ও সুযোগের নিশ্চয়তা প্রদান করা হবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 

ওরিয়ন ফার্মা লিমিটেড- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: ওরিয়ন ফার্মা লিমিটেড

 

আবেদন প্রক্রিয়া: যদি আপনি মনে করেন আপনি আমাদের খুঁজে চলা প্রার্থী, তবে আপনার আবেদন Orion Group Careers মাধ্যমে জমা দিন।

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।

 

Orion Pharma Ltd চাকরি, Orion Pharma চাকরির সুযোগ 2026, মেডিকেল প্রোমোশন অফিসার নিয়োগ, SMPO ওয়াক-ইন ইন্টারভিউ, Orion Pharma ঢাকা ইন্টারভিউ, ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরি বাংলাদেশ, নবীনদের জন্য মেডিকেল চাকরি, সিনিয়র মেডিকেল প্রোমোশন অফিসার নিয়োগ, ফার্মাসিউটিক্যাল সেলস জব, Orion Pharma Ltd ভ্যাক্যান্সি, ওয়াক-ইন ইন্টারভিউ সূচি, ফার্মাসি জব 2026, Orion Pharma Ltd শিক্ষাগত যোগ্যতা, বাংলাদেশের মেডিকেল প্রোমোশন চাকরি, ওরিয়ন ফার্মা ফুল টাইম চাকরি, মেডিকেল সেলস জব প্রিপেয়ারেশন, নতুন ফার্মা কোম্পানি নিয়োগ, Orion Pharma Ltd সুবিধাসমূহ, মেডিকেল প্রোমোশন অফিসার বেনিফিট, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির চাকরি বাংলাদেশ, ওয়াক-ইন ইন্টারভিউ ডকুমেন্টস, Orion Pharma Ltd আবেদন প্রক্রিয়া, ফার্মাসিউটিক্যাল সেলস টার্গেট, মেডিকেল প্রোডাক্ট প্রোমোশন জব, ফার্মা জব 2026, নবীনদের জন্য ট্রেইনিং, সেলস ইনসেনটিভ সহ চাকরি, Orion Pharma Ltd ঢাকা টেলিফোন, ফার্মাসিউটিক্যাল কর্পোরেট জব, বাংলাদেশে ফার্মাসি কোম্পানি চাকরি।

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments