Type Here to Get Search Results !

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

0



রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ


বিভিন্ন বিভাগে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে নিয়োগ


প্রতিষ্ঠান: রাজশাহী বিশ্ববিদ্যালয়
বিজ্ঞপ্তি নং: ০৫/২০২৫
প্রকাশের তারিখ: ২৪ জুলাই ২০২৫
ওয়েবসাইট: www.ru.ac.bd


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে স্থায়ী ভিত্তিতে শিক্ষক নিয়োগের জন্য বাংলাদেশের যোগ্যতাসম্পন্ন নাগরিকদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীগণ নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।



🧾 পদ ও বিভাগভিত্তিক শূন্যপদ তালিকা:

ক্র.

বিভাগের নাম

পদের নাম

পদসংখ্যা

অতিরিক্ত যোগ্যতা/শর্ত

অর্থনীতি

প্রভাষক

৩টি

-

পদার্থবিজ্ঞান

সহকারী অধ্যাপক (মেডিক্যাল ফিজিক্স)

১টি

বিদেশি বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি; মেডিক্যাল ফিজিসিস্ট হিসেবে কাজ/শিক্ষাদান অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য

পরিসংখ্যান

সহকারী অধ্যাপক/প্রভাষক

৪টি

-

জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি

প্রভাষক

৩টি

-

আরবি

প্রভাষক

৮টি

বিদেশি বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকলে অগ্রাধিকার

সংগীত

ক. সহকারী অধ্যাপক (রবীন্দ্র সংগীত) খ. প্রভাষক (লোক সংগীত)

২টি

-

ভূগোল ও পরিবেশবিদ্যা

প্রভাষক

৫টি

-

ফাইন্যান্স

প্রভাষক

৫টি

-

ব্যাংকিং ও ইন্স্যুরেন্স

প্রভাষক

৫টি

-

 

বেতনক্রম:

  • সহকারী অধ্যাপক: গ্রেড ৬, স্কেল: ৩৫,৫০০ – ৬৭,০১০ টাকা
  • প্রভাষক: গ্রেড ৯, স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী এবং অন্যান্য প্রচলিত ভাতা প্রযোজ্য)

 

আবেদনের নিয়মাবলি:

  • আবেদন করতে হবে অনলাইনে: job.ru.ac.bd
  • অনলাইনে আবেদন সম্পন্ন করে ছয় (৬) সেট প্রিন্ট কপি পাঠাতে হবে
  • আবেদনপত্র পৌঁছাতে হবে: ১৭ আগস্ট ২০২৫, বিকাল ৫:০০ টার মধ্যে
  • বিস্তারিত যোগ্যতা, আবেদন ফি ও অন্যান্য তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে: www.ru.ac.bd

 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)
রাজশাহী বিশ্ববিদ্যালয়
Email: registrar@ru.ac.bd

 

বিশেষ দ্রষ্টব্য: পূর্বে যারা আবেদন করেছেন, তাঁদের আবেদন বিদ্যমান নীতিমালার আলোকে যাচাই-বাছাই করা হবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় -নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: রাজশাহী বিশ্ববিদ্যালয়, The Daily Naya Diganta(Friday, July 25, 2025)

 

আবেদন করুন: registrar@ru.ac.bd

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়

উৎপত্তি ও ইতিহাস (Origin & History)

রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশে দ্বিতীয় প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়, যা ৬ জুলাই ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়প্রথমত ১৬১ শিক্ষার্থী ও ২০ জন অধ্যাপকের নিয়ে ছয়টি বিভাগ—বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, অর্থনীতি এবং আইন—থেকে শুরু হয় যা পরবর্তীতে ১৯৬৪ সালে পরিপূর্ণ ক্যাম্পাসে স্থানান্তরিত হয়শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে ও মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কোম্পানির ভূমিকা ছিল—বিশেষ করে ১৯৬৯ সালের শামসুজ্জোহা অধ্যাপক হত্যাকাণ্ড এবং ১৯৭১ মুক্তিযুদ্ধের সময় এটি পাকিস্তানি সেনাবাহিনীর অধীনে ছিল

 

প্রতিষ্ঠানের আইন ও প্রশাসনিক কাঠামো (Legal Framework & Governance)

১৯৫৩ সালে পাশ হওয়া ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন’ অনুসারে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং উপাচার্য পদে অনূর্ধ্বতন শিক্ষকদের নিয়োগ করা হয়; প্রথম উপাচার্য ছিলেন ইত্রাত হোসাইন জুবারিস্বাধীনতার পর ১৯৭৩ সালের সংশোধিত আইন বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসন প্রদান করেবর্তমান উপাচার্য ড. সালেহ হাসান নকীব, যিনি ২০২৪ সাল থেকে দায়িত্ব পালন করছেন

 

সদর দপ্তর, ক্যাম্পাস ও ভৌগোলিক অবস্থা (Headquarters & Campus)

রাজশাহী বিশ্ববিদ্যালয় মটিহার (Motihar), রাজশাহী শহরের প্রায় ৭৫০ একর পরিবেষ্টিত সবুজ পরিবেশে অবস্থিত, যা পদ্মা নদীর কাছাকাছিক্যাম্পাসে ১৩টি একাডেমিক ভবন, ১৭টি ছাত্র হল (৬টি মেয়েদের জন্য) এবং আন্তর্জাতিক গবেষকদের জন্য আবাসন রয়েছে

 

কার্যক্রম ও বৈশিষ্ট্য (Activities & Features)

বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১২টি অনুষদ ও ৫৮টি বিভাগ রয়েছে, যেখানে প্রায় ৩৮,০০০ শিক্ষার্থী এবং ১,২০০ শিক্ষকমণ্ডলী অধ্যায়ন করেনএতে রয়েছে বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম—বাংলাদেশের প্রথম গবেষণা ভিত্তিক সংগ্রহশালা, যা ১৯১০ সালে প্রতিষ্ঠিত এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয় ২০২৪ সালে আর্কিওলজি বিভাগ চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেটি ইতিহাস, সংস্কৃতি ও পুরাতত্ত্ব গবেষণায় নতুন দিগন্ত খুলবে

 

ভবিষ্যৎ পরিকল্পনা (Future Plans)

বিশ্ববিদ্যালয়ের ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত একটি উন্নয়ন মাষ্টার প্ল্যান প্রণীত হয়েছে, যা বর্তমানে বাস্তবায়নাধীননতুন বিভাগ চালু, গবেষণা সম্প্রসারণ, ব্যবস্থা উন্নয়ন, প্রযুক্তিভিত্তিক শিক্ষার প্রসার এবং আধুনিক অবকাঠামো নির্মাণ–এসব প্রকল্প পরিকল্পনাতে অন্তর্ভুক্ত।

 

যোগাযোগের ঠিকানা ও তথ্য (Contact Information)

Registration Building
Shahid Syed Nazrul Islam Administration Building,
University of Rajshahi, Rajshahi‑6205, Bangladesh
📞 টেলিফোন: (+88 02) 588865011 | ফ্যাক্স: 02588866364
📧 ই–মেইল: registrar@ru.ac.bd

ICT Center (West Block, 4th Science Building)
📞 অফিস: 02588864104 | অভিযোগ: 02588864312

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

সার্চ কী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি ২০২৫, রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, RU Job Circular 2025, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে নিয়োগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন পদ্ধতি, RU চাকরির ফরম পূরণ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার অপশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরির যোগ্যতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় অনলাইনে আবেদন, RU চাকরি সংক্রান্ত তথ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন চাকরির খবর, সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, বিশ্ববিদ্যালয়ে সরকারি চাকরি ২০২৫, রাজশাহী বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস বিজ্ঞপ্তি, www.ru.ac.bd job circular, RU Job Apply Online, রাজশাহী বিশ্ববিদ্যালয় নতুন নিয়োগ সংবাদ, RU teacher recruitment 2025, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে নিয়োগ, RU academic job opportunity, রাজশাহী বিশ্ববিদ্যালয় পিএইচডি আবশ্যকতা, বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হতে যা লাগবে

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments