Type Here to Get Search Results !

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে পদে নিয়োগ বিজ্ঞপ্তি

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN, AB 0



আল-আরাফাহ ইসলামী ব্যাংকে পদে নিয়োগ বিজ্ঞপ্তি

 

যোগ দিন আমাদের টিমে – Officer-Cash (On Probation) পদে নিয়োগ

 

শিক্ষাগত যোগ্যতা

  • যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৪ বছর মেয়াদের ব্যাচেলর ডিগ্রি
  • কোন পরীক্ষায় ৩য় বিভাগ/ক্লাস গ্রহণযোগ্য নয়।
  • এসএসসি ও এইচএসসি: ন্যূনতম GPA ৩.০০/৫.০০
  • স্নাতক: ন্যূনতম CGPA ২.৫০/৪.০০
  • অভিজ্ঞতা: আবশ্যক নয়
  • বয়স: বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে সর্বোচ্চ ৩২ বছর

 

অতিরিক্ত যোগ্যতা

  • কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
  • ভাল মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা
  • MS Office সহ অন্যান্য কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহারে পারদর্শিতা।
  • স্মার্ট, টিম প্লেয়ার, উদ্যমী এবং can-do mindset সহ।
  • চাপের মধ্যে কাজ করার ক্ষমতা ও সকারেটিভ মানসিকতা

 

কাজের দায়িত্বসমূহ

  • নগদ, চেক ও বিল রশিদ প্রাপ্তি ও প্রদানের কার্যক্রম পরিচালনা, সারি ব্যবস্থাপনা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কেশ কাউন্টারের পরিচ্ছন্নতা রক্ষা।
  • দ্রুত এবং সঠিক নগদ লেনদেন সম্পাদন।
  • গ্রাহক-কেন্দ্রিক সেবা প্রদান, কোর্টিয়াস ইন্টারঅ্যাকশন এবং সমস্যার সমাধান নিশ্চিত করা।
  • এটিএম-এ নগদ লোড করা এবং প্রতিদিন নগদ মিল/রিলিকেশন সম্পাদন।
  • কেশ ও ভল্ট পরিচালনায় সহায়তা, কেশ টিলস ব্যালান্সিং এবং ভল্ট চাবি ব্যবস্থাপনা।
  • BFIU নির্দেশিকা অনুযায়ী CTR STR প্রস্তুত করা।
  • জাল নোট, প্রতারণামূলক লেনদেন ও মানি লন্ডারিং এর প্রতি সতর্ক থাকা।
  • বাংলাদেশ ব্যাংক এবং AIB PLC-এর ইন্টারনাল কন্ট্রোল ও কমপ্লায়েন্স নিয়মাবলী অনুসরণ।
  • KPI লক্ষ্য অর্জন যেমন: ডিপোজিট বৃদ্ধি, অ্যাকাউন্ট খোলা, ক্রেডিট কার্ড, লোন ইত্যাদি।
  • কেশ কাউন্টারে যথাযথ ফর্ম ও ব্রোশিওর বজায় রাখা।
  • গ্রাহক ও ব্যাংকের তথ্যের গোপনীয়তা বজায় রাখা।
  • ব্যাংকের পণ্য ও সেবা সম্পর্কে গ্রাহককে পরামর্শ এবং প্রোমোট করা।

 

আবেদন প্রক্রিয়া

  • আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন: https://career.al-arafahbank.com
  • শেষ তারিখ: ১৫ জানুয়ারি, ২০২৬
  • সমান সুযোগ প্রদানকারী প্রতিষ্ঠান।

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি

 

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন: https://career.al-arafahbank.com

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।

 

Al-Arafah Islami Bank job circular 2026, Officer-Cash job Al-Arafah Bank, banking job Bangladesh, Al-Arafah Islami Bank career opportunity, cash officer vacancy 2026, bank officer job circular, entry-level banking job, probationary officer job, Al-Arafah Bank employment, SSC HSC graduation required banking job, banking job for freshers, Al-Arafah Bank recruitment, bank teller job Bangladesh, officer cash job 2026, career in banking Bangladesh

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments