বিসিএসআইআর রিসার্চ ফেলো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প
গবেষণা পরিষদ (বিসিএসআইআর)
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকার
ঠিকানা: ড. কুদরাত-এ-খুদা সড়ক, ধানমন্ডি,
ঢাকা-১২০৫
ওয়েবসাইট: www.bcsir.gov.bd
তারিখ: ২৭ অক্টোবর ২০২৫
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প
গবেষণা পরিষদে (বিসিএসআইআর) বিভিন্ন ক্যাটাগরির রিসার্চ ফেলোশিপে নিয়োগের
জন্য বাংলাদেশের যোগ্য নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।
আবেদন করতে হবে এই
লিংকে: https://grant.most.gov.bd/en/services/bcsir/research-fellowship
🧪 ১. বিসিএসআইআর পোস্ট ডক্টরাল ফেলোশিপ
বিষয়: কেমিস্ট্রি, ভূতত্ত্ব,
ম্যাটেরিয়াল সাইন্স, মেটালার্জিক্যাল
ইঞ্জিনিয়ারিং, পদার্থবিদ্যা
পদসংখ্যা: ০৩টি
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে
পিএইচডি ডিগ্রি (শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/সমমান গ্রহণযোগ্য নয়)
বয়সসীমা: নির্দিষ্ট নয়
মাসিক ভাতা: ৫৫,০০০
টাকা
🌿 ২. ড. কুদরাত-এ-খুদা ডক্টরাল ফেলোশিপ
বিষয়: বোটানী, জুলজি,
কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, ফার্মেসি, মাইক্রোবায়োলজি, এগ্রিকালচার
কেমিস্ট্রি
পদসংখ্যা: ০৫টি
শিক্ষাগত যোগ্যতা: পিএইচডি প্রোগ্রামে
নিবন্ধনকৃত হতে হবে (তৃতীয় শ্রেণি/সমমান গ্রহণযোগ্য নয়)
বয়সসীমা: ০১.১১.২০২৫ তারিখে সর্বোচ্চ
৪০ বছর
মাসিক ভাতা: ৪০,০০০
টাকা
💻 ৩. প্রফেসর নুরুল আফসার খান পোস্ট গ্রাজুয়েট ফেলোশিপ
বিষয়: কম্পিউটার সাইন্স, ইইই, লেদার টেকনোলজি, ফিজিক্স,
কেমিস্ট্রি, গ্লাস টেকনোলজি, বায়োটেকনোলজি, নিউট্রিশন ও ফুড সাইন্স, রোবোটিক্স ইত্যাদি
পদসংখ্যা: ১২টি
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে
এমফিল/এমএস ডিগ্রি (তৃতীয় শ্রেণি/সমমান গ্রহণযোগ্য নয়)
বয়সসীমা: ০১.১১.২০২৫ তারিখে সর্বোচ্চ
৩৫ বছর
মাসিক ভাতা: ৩৫,০০০
টাকা
⚗️ ৪. প্রফেসর
মফিজ উদ্দিন আহমেদ স্মৃতি ফেলোশিপ
বিষয়: পলিমার সাইন্স, ফার্মেসি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, সয়েল সাইন্স, বায়োটেকনোলজি,
লেদার টেকনোলজি, মেটেরিয়াল সাইন্স ইত্যাদি
পদসংখ্যা: ১৪টি
শিক্ষাগত যোগ্যতা: থিসিস গ্রুপে
মাস্টার্স ডিগ্রিধারী (তৃতীয় শ্রেণি/সমমান গ্রহণযোগ্য নয়)
বয়সসীমা: ০১.১১.২০২৫ তারিখে সর্বোচ্চ
৩২ বছর
মাসিক ভাতা: ৩৫,০০০
টাকা
🧫 ৫. ড. আব্দুল্লাহ আল-মূতি শরফুদ্দিন স্মৃতি ফেলোশিপ
বিষয়: মেটেরিয়াল সাইন্স, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, এগ্রিকালচার সাইন্স, ফার্মাকোলজি ও টক্সিকোলজি,
এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল
ইঞ্জিনিয়ারিং, ফিসারিজ, পাবলিক হেলথ,
রোবোটিক্স, সয়েল সাইন্স ইত্যাদি
পদসংখ্যা: ২০টি
শিক্ষাগত যোগ্যতা: থিসিস গ্রুপে মাস্টার্স ডিগ্রি (তৃতীয় শ্রেণি/সমমান
গ্রহণযোগ্য নয়)
বয়সসীমা: ০১.১১.২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর
মাসিক ভাতা: ৩৫,০০০ টাকা
অতিরিক্ত তথ্য
- শূন্য পদের
সংখ্যা বৃদ্ধি পেতে পারে।
- ফেলোশিপ
প্রাথমিকভাবে এক বছরের জন্য প্রদান করা হবে; গবেষণার অগ্রগতি সন্তোষজনক হলে মেয়াদ
বাড়ানো যাবে, সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত।
- বিদেশি
প্রার্থীরাও পোস্ট ডক্টরাল ফেলোশিপে আবেদন করতে পারবেন, তবে আবেদন করতে হবে বিসিএসআইআরের
নির্ধারিত পদ্ধতিতে।
- সকল আবেদন
অবশ্যই অনলাইনে জমা দিতে হবে এবং সাথে সংযুক্ত করতে হবে:
- পাসপোর্ট
সাইজের ছবি
- শিক্ষাগত
যোগ্যতার সনদপত্র ও নম্বরপত্র
- জাতীয়
পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ
- গবেষণা
প্রস্তাবনা ও তত্ত্বাবধায়কের স্বাক্ষর (প্রযোজ্য ক্ষেত্রে)
আবেদন লিংক: https://grant.most.gov.bd/en/services/bcsir/research-fellowship
সংস্থা: বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (BCSIR)
মন্ত্রণালয়: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
নিয়োগ
বিজ্ঞপ্তি:
বিসিএসআইআর -প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত
যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: বিসিএসআইআর
আবেদন প্রক্রিয়া: https://grant.most.gov.bd/en/services/bcsir/research-fellowship
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে,
তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে
যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির
ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
বিসিএসআইআর ফেলোশিপ নিয়োগ ২০২৫, বিসিএসআইআর
রিসার্চ ফেলো নিয়োগ, bcsir fellowship circular 2025, বাংলাদেশ
বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ চাকরি, বিজ্ঞান ও প্রযুক্তি
মন্ত্রণালয় ফেলোশিপ, research fellowship bangladesh, পোস্ট
ডক্টরাল ফেলোশিপ বাংলাদেশ, doctoral fellowship 2025, postgraduate
fellowship circular, govt research fellowship bangladesh, bcsir research
circular, bcsir post doctoral program, ড. কুদরাত-এ-খুদা ফেলোশিপ,
বিজ্ঞান গবেষণা চাকরির খবর, government research job 2025,
fellowship program in bangladesh, most fellowship 2025, bcsir new job circular,
bcsir application link, বিসিএসআইআর অনলাইন আবেদন
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)



Post a Comment
0 Comments