Type Here to Get Search Results !

এসকেএফ ফার্মাসিউটিক্যালসে ফার্মাসিস্ট বিজ্ঞপ্তি

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN, AB 0



এসকেএফ ফার্মাসিউটিক্যালসে ফার্মাসিস্ট বিজ্ঞপ্তি

 

এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড

চাকরির সুযোগ: ফার্মাসিস্ট (প্রোডাকশন)

এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের অন্যতম দ্রুতবর্ধনশীল ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি গর্বের সঙ্গে ঘোষণা করে যে, এটি বাংলাদেশে প্রথম এমন ফার্মাসিউটিক্যাল কোম্পানি যা US FDA, UK MHRA, EU GMP, TGA অস্ট্রেলিয়া, ব্রাজিল ANVISA, দক্ষিণ আফ্রিকা SAHPRA VMD UKএর অনুমোদন পেয়েছে।

 

পদের নাম

ফার্মাসিস্ট – প্রোডাকশন

 

প্রধান দায়িত্ব

  • সি.জি.এম.পি (cGMP) মেনে প্রোডাকশন কার্যক্রম পরিকল্পনা, বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ করা।

 

শিক্ষাগত যোগ্যতা

  • শীর্ষস্থানীয় কোনো প্রতিষ্ঠান থেকে B. Pharm / M. Pharm ডিগ্রি থাকতে হবে।

 

অভিজ্ঞতা

  • সংশ্লিষ্ট পদে ১-২ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়, বিশেষ করে সম্মানিত ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে।
  • নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

 

কাজের স্থান

  • টঙ্গি / রূপগঞ্জ / সালনা প্ল্যান্ট

 

সুবিধাসমূহ

  • শিল্পে শীর্ষস্থানীয় আকর্ষণীয় বেতন।
  • সাপোর্টিভ পরিবেশ, বিশ্বমানের প্রশিক্ষণ ও আন্তর্জাতিক এক্সপোজার।
  • চমৎকার কর্মসংস্কৃতি, দলগত মনোভাব ও পারফরম্যান্স স্বীকৃতি।
  • দ্রুত কেরিয়ার অগ্রগতি এবং ব্যক্তিগত উন্নয়নের সুযোগ।

 

আবেদন প্রক্রিয়া

যদি আপনি মনে করেন আপনি আমাদের খুঁজে চলা প্রার্থী, তবে আপনার আবেদন https://skfbd.com/career মাধ্যমে জমা দিন।

আবেদনের শেষ তারিখ: ৪ জানুয়ারি, ২০২৬

 

প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য

 

প্রধান আন্তর্জাতিক অনুমোদনসমূহ:

  • US FDA: United States Food and Drug Administration
  • MHRA: Medicines and Healthcare products Regulatory Agency, UK
  • GMP: Good Manufacturing Practice
  • ANVISA: Brazilian Health Regulatory Agency
  • TGA: Therapeutic Goods Administration, Australia
  • SAHPRA: South African Health Products Regulatory Authority
  • VMD: Veterinary Medicines Directorate, UK

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড

 

আবেদন প্রক্রিয়া: যদি আপনি মনে করেন আপনি আমাদের খুঁজে চলা প্রার্থী, তবে আপনার আবেদন https://skfbd.com/career মাধ্যমে জমা দিন।

 

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।

 

Eskayef Pharmaceuticals চাকরি, ফার্মাসিস্ট নিয়োগ, প্রোডাকশন ফার্মাসিস্ট, টঙ্গি চাকরি, রূপগঞ্জ চাকরি, সালনা প্ল্যান্ট চাকরি, ফার্মাসিউটিক্যালস চাকরি বাংলাদেশ, নতুন চাকরি ২০২৬, B.Pharm M.Pharm চাকরি, ফার্মাসিস্ট পদে আবেদন, নবীন ফার্মাসিস্ট নিয়োগ, আন্তর্জাতিক অনুমোদিত ফার্মাসিউটিক্যাল কোম্পানি

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments