যোগ দিন স্কয়ার ফার্মাসিউটিক্যালসে – ওয়াক-ইন ইন্টারভিউ
স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Square Pharmaceuticals PLC) বাংলাদেশের
ফার্মাসিউটিক্যাল মার্কেটে ৪১ বছরেরও বেশি সময় ধরে নেতৃত্ব দিচ্ছে। প্রতিষ্ঠানটি
বিভিন্ন আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত এবং
দেশের অন্যতম শীর্ষ ও সর্বাধিক পরিচিত ফার্মাসিউটিক্যাল কোম্পানি।
বর্তমানে প্রতিষ্ঠানটি অনুসন্ধান করছে স্মার্ট, উদ্যমী এবং
পরিশ্রমী ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য, যারা যোগ দিতে আগ্রহী মেডিকেল প্রোমোশন
অফিসার (MPO) পদে।
পদ: মেডিকেল প্রোমোশন অফিসার
যোগ্যতা ও শর্তাবলী:
- লিঙ্গ: পুরুষ ও নারী উভয়ই আবেদন করতে পারবেন
- বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট (কেবল
বিজ্ঞান সংক্রান্ত বিষয় থাকতে হবে HSC পর্যায় পর্যন্ত)
- ইংরেজি ও বাংলা ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা
- ফার্মাসিউটিক্যাল সেলসের ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে
ইচ্ছুক
- হেলথকেয়ার প্রফেশনালদের সাথে সম্পর্ক গড়ার দক্ষতা ও
পরিশ্রম করার মানসিকতা
- বাংলাদেশে যেকোনো স্থানে কাজ করার ইচ্ছা
দায়িত্বসমূহ:
- মেডিকেল প্রফেশনালদের কাছে প্রোডাক্ট সম্পর্কিত তথ্য
সঠিক ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া
- প্রেস্ক্রিপশন সংগ্রহ এবং কেমিস্ট শপ থেকে অর্ডার
সংগ্রহ করে সেলস লক্ষ্য পূরণ করা
স্কোয়ার প্রদান করছে:
- শিল্পের সর্বোচ্চ বেতন ও সুবিধা
- প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইন্সুরেন্স
- সেলস ইনসেনটিভ, বিদেশি ভ্রমণ, বোনাস,
প্রফিট শেয়ার, পারফরমেন্স বেসড পে
- বাংলাদেশ ও বিদেশে ক্যারিয়ারের উন্নয়ন ও প্রগতিশীল
পদক্ষেপ
ওয়াক-ইন ইন্টারভিউ:
প্রয়োজনীয় নথি:
- আপডেটেড রেজুমে
- দুই কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ রঙিন ছবি
- জাতীয় পরিচয়পত্র (মূল ও ফটোকপি)
- সকল শিক্ষাগত সনদপত্র ও মার্কশীট (মূল ও ফটোকপি)
ইন্টারভিউ তারিখ ও স্থান:
- ০৩ জানুয়ারি ২০২৬ (শনিবার), ৮:৩০
এ.এম. – ১২:০০ পি.এম.
- ঢাকা: স্কোয়ার সেন্টার, ৪৮
মোহাখালি সি/এ, ঢাকা-১২১২
- ময়মনসিংহ: সাহেব কোয়ার্টার, হোল্ডিং-৫/এ/৪
& ৫/এ/৫, কাঁচিঝুলি, ময়মনসিংহ-২২০০
- ০৩ & ০৪ জানুয়ারি ২০২৬ (শনিবার ও
রবিবার), ৮:৩০ এ.এম. – ১২:০০ পি.এম.
- রাজশাহী: হোল্ডিং # ১২৫/৭, মুতুরডাঙ্গা (কয়রদারা ক্রিস্টিয়ান পাড়া), পিও:
ক্যান্টনমেন্ট, পি.এস: বোয়ালিয়া, সোপুরা, রাজশাহী-৬২০২
- রংপুর: ৭৫, সাউথ গুপ্তা পাড়া, কমিনি কুটির সাব পোস্ট অফিস, রংপুর-৫৪০০
- ১০ জানুয়ারি ২০২৬ (শনিবার), ৮:৩০
এ.এম. – ১২:০০ পি.এম.
- বরিশাল: ১৪০৬, রাজকুমার গোশ লেন, সি & বি রোড, হাটেম
আলী কলেজ, চৌমাথা, বরিশাল-৮২০০
- বগুড়া: হোরিগরি মোরে, তেলিপুকুর ছোট বেলাইল,
হোল্ডিং নং: ১৫৯৪, ওয়ার্ড নং: ১৪,
বগুড়া সদর, বগুড়া-৫৮০০
- চট্টগ্রাম: হাউস # ৩৫/সি, বায়েজিদ বস্তামি রোড, নাসিরাবাদ
ইন্ডাস্ট্রিয়াল এরিয়া (টেক্সটাইল মোর), চট্টগ্রাম-৪০০০
- কুমিল্লা: ৩৬৩, শিশুমঙ্গল রোড, কাঁদিরপার, কুমিল্লা-৩৫০০
- ঢাকাঃ স্কোয়ার সেন্টার, ৪৮
মোহাখালি সি/এ, ঢাকা-১২১২
- যশোর: নারায়ণ রোড, জুমজুমপুর, যশোর-৭৪০০
গুরুত্বপূর্ণ নোট:
- স্কোয়ার কোন প্রার্থীর কাছ থেকে কোনো অবস্থাতেই অর্থ
নেয় না।
- নির্বাচিত প্রার্থীরা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা
বৃদ্ধি করবেন এবং পোস্টিং হবে কমপক্ষে ৫০ কিমি দূরত্বে প্রার্থী নিবাস স্থান
থেকে।
ওয়েবসাইট: www.squarepharma.com.bd
যোগাযোগ করুন এবং স্কোয়ার
ফার্মাসিউটিক্যালসের বিজয়ী দলে যোগ দিন!
- প্রতিষ্ঠান সমান সুযোগ ভিত্তিক নিয়োগ প্রদান করে।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
স্কয়ার ফার্মাসিউটিক্যালস
লিমিটেড-
প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড
আবেদন প্রক্রিয়া: ওয়াক-ইন ইন্টারভিউ
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস চাকরি, মেডিকেল
প্রোমোশন অফিসার চাকরি ২০২৬, ফার্মাসিউটিক্যালস জব বাংলাদেশ,
ফ্রেশ গ্র্যাজুয়েট জব বাংলাদেশ, ওয়াক-ইন
ইন্টারভিউ ঢাকা, ফার্মা কোম্পানি জব, এসএমপিও
চাকরি, মেডিকেল সেলস জব, স্কয়ার
ফার্মা ক্যারিয়ার, ফার্মাসিউটিক্যালস সেলস টিম, জব অ্যাপ্লিকেশন ফার্মাসিউটিক্যাল, বাংলাদেশ জব নিউজ,
ফার্মা জব রিক্রুটমেন্ট, স্কয়ার ফার্মা
ইন্টারভিউ শিডিউল, ২০২৬ ফার্মা জব, হেলথকেয়ার
সেলস জব বাংলাদেশ, মেডিকেল প্রোডাক্ট প্রোমোশন, ক্যারিয়ার ইন ফার্মাসিউটিক্যালস, ফার্মা জব
রিক্রুটমেন্ট ঢাকা, স্কয়ার ফার্মা ট্রেনিং, জব ইনসেনটিভ ফার্মাসিউটিক্যাল, ফার্মাসিউটিক্যালস জব
লেটেস্ট, বাংলাদেশ জব আপডেট, ওয়াক-ইন
ইন্টারভিউ ফর ফ্রেশার, ফার্মা সেলস ক্যারিয়ার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস জব ওপেনিং, ফার্মাসিউটিক্যালস
জব অ্যান্ড বেনিফিট, মেডিকেল প্রোমোশন অফিসার শর্তাবলী,
ফার্মা জব ২০২৬।
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)

.png)
.png)

Post a Comment
0 Comments