রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালসে বহু মেডিক্যাল
ইনফরমেশন অফিসার নিয়োগ
রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের
দ্রুত সম্প্রসারণশীল ও শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম।
আন্তর্জাতিক মানদণ্ড অনুসৃত GMP (Good Manufacturing Practices) নীতিমালা
মেনে উচ্চমানের ওষুধ উৎপাদনের জন্য প্রতিষ্ঠানটির রয়েছে সুদৃঢ় সুনাম। তাদের স্পেশালটি
প্রোডাক্টস ডিভিশন বিশ্বখ্যাত গবেষণা-ভিত্তিক বায়ো-ফার্মাসিউটিক্যাল
কোম্পানিগুলোর সহযোগিতায় পরিচালিত হয়।
এই ডিভিশনটি সম্প্রসারণ পর্যায়ে থাকায় যোগ্য ও
কর্মঠ তরুণ প্রার্থীদের Medical Information Officer (MIO) হিসেবে নিয়োগের মাধ্যমে টিমকে আরও
শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের দেশের যেকোনো অঞ্চলে
কর্মস্থল গ্রহণে প্রস্তুত থাকতে হবে এবং চিকিৎসকদের নিকট বিশেষায়িত ওষুধসামগ্রীর
বৈজ্ঞানিক প্রচার ও তথ্য উপস্থাপনের দায়িত্ব পালন করতে হবে।
আবেদনের যোগ্যতা
- MSc অথবা BSc (৪ বছর মেয়াদি)
- ফার্মেসি, বায়োলজি, বোটানি,
জুওলজি বা বায়োটেকনোলজিতে পড়াশোনা করা প্রার্থীরা অগ্রাধিকার
পাবেন
- বাংলা ও ইংরেজিতে দক্ষ যোগাযোগ দক্ষতা
- বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
ওয়াক-ইন ইন্টারভিউ (Walk-in Interview)
📅 ১৫
ডিসেম্বর ২০২৫ (সোমবার)
⏰ সকাল ১০:০০টা থেকে বিকেল ৪:০০টা পর্যন্ত
আমরা যা প্রদান করি:
- আকর্ষণীয় বেতন কাঠামো
- কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড
- গ্র্যাচুইটি
- WPPF সুবিধা
- উৎসব ভাতা
- কোয়ার্টারলি ও হাফ-ইয়ারলি ইনসেনটিভ
- বার্ষিক পুরস্কার ও বিদেশ ভ্রমণের সুযোগ
- চিকিৎসা সুবিধা
- বিবাহ উপহার
- লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স
- গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স
- কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
যেভাবে অংশ নেবেন:
ইন্টারভিউতে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের সাথে
আনতে হবে—
- নিজ হাতে লেখা আবেদনপত্র
- সকল একাডেমিক সনদের আসল কপি
- পূর্ণাঙ্গ সিভি
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
ইন্টারভিউ ঠিকানা
ঢাকা
হাউস ১২, লুতফুন্নেছা লেন, প্রিয়াঙ্কা সিটি, রোড ৩, সেক্টর ১২, উত্তরা,
ঢাকা
📞 01847525653
রংপুর
হাউস ০২, রোড ১০, বুড়িরহাট রোড, ইঞ্জিনিয়ার
পাড়া, ধাপ, রংপুর
📞 01811448398
রাজশাহী
হোল্ডিং ৫৫,
রোড ৪, পদ্মা রেসিডেনশিয়াল এরিয়া, ভদ্রা, রাজশাহী
📞 01811409845
হেড অফিস
Radiant Pharmaceuticals Limited
SKS Tower (৭ম ও ৮ম তলা), ৭ ভিআইপি রোড,
মহাখালী, ঢাকা–১২০৬
📞 +8809606112233
নিয়োগ
বিজ্ঞপ্তি:
রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালস-প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালস
আবেদন প্রক্রিয়া: সরাসরি
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
radiant pharmaceuticals job circular, radiant pharma mio
job, medical information officer job bd, pharmaceutical job circular
bangladesh, pharma job bd 2025, walk in interview bd, bd pharma company jobs,
pharmacy graduate jobs bd, biology jobs bangladesh, zoology job circular bd,
botany job bd, biotechnology job bangladesh, medical promotion job bd,
specialty products division job, bangladesh pharma industry career, dhaka
pharma job vacancy, rangpur job circular, rajshahi job circular, mohakhali
pharmaceutical jobs, bdjobs pharma update, fresher pharma job bangladesh,
science background job circular bd, pharmaceutical career opportunity, mio
recruitment bd, pharma walk in interview 2025, pharmaceutical sales job bd,
health professional promotion job, bd job today, bangladesh job circular
december 2025
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments