বিজ্ঞাপন ও প্রকাশনা সংস্থায় গ্রাফিক
ডিজাইনার এবং ইন্টার্ন পদে নিয়োগ
নিমফিয়া—একটি সুপরিচিত
বিজ্ঞাপন ও প্রকাশনা সংস্থা, যা গত ২৬ বছর ধরে করপোরেট
কমিউনিকেশনের মূলধারায় পেশাদার সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি তার সম্মানিত
ক্লায়েন্টদের সর্বোচ্চ মান বজায় রেখে সমন্বিত সৃজনশীল সেবা প্রদান করে থাকে।
ব্যবসার পরিসর বাড়ানো ও করপোরেট কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গ্রাফিক
ডিজাইনার এবং ইন্টার্ন পদে নিয়োগের পরিকল্পনা করছে।
গ্রাফিক ডিজাইনার (Graphic Designer)
যোগ্যতা:
- ন্যূনতম ৫ বছরের পেশাগত অভিজ্ঞতা
- যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি; BFA/MFA ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন
- Adobe Creative Suite ও আধুনিক ডিজাইন সফটওয়্যারের ভালো
দক্ষতা
- দলগত কাজে দক্ষ এবং যোগাযোগে সাবলীল
- চাপের মধ্যে ও সীমিত সময়ে কাজ সম্পন্ন করার সক্ষমতা
- কাজের প্রতি আগ্রহী এবং সৃজনশীল চিন্তাধারার অধিকারী
বেতন ও সুযোগ-সুবিধা:
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।
যেভাবে আবেদন করবেন:
যোগ্য মনে হলে আপনার রিজিউমে, ওয়ার্ক
পোর্টফোলিও, সাম্প্রতিক ছবি
এবং প্রত্যাশিত বেতন উল্লেখ করে আবেদন পাঠান:
career.nymphea@gmail.com
আবেদনের শেষ তারিখ: ১৮ ডিসেম্বর ২০২৫
ইন্টার্নশিপ (Internship Opportunity)
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য
শর্ত:
- ফাইন্যান্স, ইকোনমিক্স, ইংরেজি
বা ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতক
- নান্দনিক বোধ (Aesthetic Sense) এবং প্রাসঙ্গিক
প্রজেক্ট অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
মূল কাজের ক্ষেত্র:
- আর্থিক প্রতিবেদন (Financial Reporting)
- গবেষণা (Research)
বেতন ও অন্যান্য সুবিধা:
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
সময়সীমা ও সুযোগ:
- ইন্টার্নশিপ মেয়াদ: ৩ মাস (অস্থায়ী পদ)
- সফলভাবে ৩ মাস সম্পন্ন হলে প্রার্থীদের MTO (Management Trainee
Officer) হিসেবে স্থায়ী নিয়োগের সুযোগ থাকতে পারে।
- নতুন গ্রাজুয়েটদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা
হচ্ছে।
আবেদনের নিয়ম:
আপডেটেড সিভি ও কভার লেটার পাঠাতে হবে:
career.nymphea@gmail.com
আবেদনের শেষ তারিখ: ১৮ ডিসেম্বর ২০২৫
নিয়োগ
বিজ্ঞপ্তি:
নিমফিয়া-প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: নিমফিয়া
আবেদন প্রক্রিয়া: career.nymphea@gmail.com
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
nymphea job circular, nymphea graphic designer job,
graphic designer job in dhaka, bd graphic designer vacancy, advertising agency
job circular bd, publishing house job circular, creative agency job bd, intern
job circular bd, internship opportunities in dhaka, mto job circular bd,
finance intern job bd, economics intern job, english graduate internship
bangladesh, creative job circular december 2025, বিজ্ঞাপন
সংস্থায় চাকরি, গ্রাফিক ডিজাইনার নিয়োগ ২০২৫, ইন্টার্ন নিয়োগ বিজ্ঞপ্তি, করপোরেট কমিউনিকেশন
চাকরি, dhaka job circular today, bd jobs graphic design
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments