পাবনা জেলা পরিষদে নিয়োগ
বিজ্ঞপ্তি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জারি করা
অনুমোদন স্মারকের ভিত্তিতে জেলা পরিষদ, পাবনা–এর সাংগঠনিক
কাঠামোভুক্ত শূন্য পদসমূহে “জাতীয় বেতন স্কেল–২০১৫” এবং জেলা পরিষদ চাকরি বিধিমালা,
১৯৯০ অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিকট
থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। নিম্নে পদের বিবরণ ও শর্তাবলি উল্লেখ করা হলো—
পদের বিবরণ
১. হিসাব রক্ষক
- পদসংখ্যা: ০১ (একটি)
- বেতনক্রম: গ্রেড–১৩ (১১,০০০–২৬,৫৯০ টাকা)
- বয়সসীমা: ১৮–৩২ বছর
- যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে
স্নাতক ডিগ্রি এবং প্রাতিষ্ঠানিক কাজে অভিজ্ঞতা।
২. সাঁটলিপিকার
- পদসংখ্যা: ০১ (একটি)
- বেতনক্রম: গ্রেড–১৩ (১১,০০০–২৬,৫৯০ টাকা)
- বয়সসীমা: ১৮–৩২ বছর
- যোগ্যতা:
- এইচএসসি বা সমমান
- ইংরেজিতে দ্রুতলিপি: প্রতি মিনিটে ১০০ শব্দ
- ইংরেজিতে টাইপিং: প্রতি মিনিটে ৫০ শব্দ
- বাংলায় দ্রুতলিপি: প্রতি মিনিটে ৭০ শব্দ
- বাংলায় টাইপিং: প্রতি মিনিটে ৩৫ শব্দ
- কম্পিউটার ব্যবহারে দক্ষতা
- বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও যোগ্যতা
শিথিলযোগ্য
৩. পরিবহন চালক
- পদসংখ্যা: ০১ (একটি)
- বেতনক্রম: গ্রেড–১৬ (৯,৩০০–২২,৪৯০ টাকা)
- বয়সসীমা: ১৮–৩২ বছর
- যোগ্যতা: হালকা যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে; বাংলা ও
ইংরেজি শব্দ পড়ার সক্ষমতা থাকতে হবে।
৪. ডুপ্লিকেটিং মেশিন অপারেটর
কাম-দপ্তরী
- পদসংখ্যা: ০১ (একটি)
- বেতনক্রম: গ্রেড–১৮ (৮,৮০০–২১,৩১০ টাকা)
- বয়সসীমা: ১৮–৩২ বছর
- যোগ্যতা: এসএসসি বা সমমান এবং সংশ্লিষ্ট মেশিন
পরিচালনায় অভিজ্ঞতা।
৫. অফিস সহায়ক
- পদসংখ্যা: ০১ (একটি)
- বেতনক্রম: গ্রেড–২০ (৮,২৫০–২০,০১০ টাকা)
- বয়সসীমা: ১৮–৩২ বছর
- যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে সর্বনিম্ন ২য় বিভাগ বা
সমমানের GPA
সহ এসএসসি/সমমান।
শর্তাবলি
১. আবেদনকারী জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।
২. নির্ধারিত আবেদন ফর্ম হাতে লিখে ডাকযোগে প্রধান নির্বাহী
কর্মকর্তা, জেলা পরিষদ, পাবনা বরাবর
১১/০১/২০২৬ তারিখ অফিস সময়ের মধ্যে পৌঁছাতে হবে। সরাসরি আবেদন গ্রহণযোগ্য নয়।
- আবেদন ফর্ম পাওয়া যাবে:
৩. বয়সসীমা: ১১/০১/২০২৬ তারিখে ১৮–৩২ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
৪. আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী সব তথ্য প্রদান
করতে হবে।
৫. সরকারি নীতিমালা অনুসারে মুক্তিযোদ্ধা, শহীদ
মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, প্রতিবন্ধী,
ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের কোটা প্রযোজ্য।
৬. আবেদনপত্রের সাথে জমা দিতে হবে—
- শিক্ষাগত ও
অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি
- ১ম শ্রেণীর
গেজেটেড কর্মকর্তার সত্যায়িত ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি
- জাতীয় পরিচয়পত্র
ও জন্মনিবন্ধনের সত্যায়িত কপি
- ইউনিয়ন
পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদ
- প্রার্থীর
ঠিকানাসহ ১০ টাকার ডাকটিকিটযুক্ত ফেরত খাম
- ১ম শ্রেণীর
গেজেটেড কর্মকর্তার সত্যায়িত চারিত্রিক সনদ
- পরীক্ষার ফি:
- পদের ক্রমিক
১–৩: ১০০ টাকা
- পদের ক্রমিক
৪–৫: ৫০ টাকা
- পে–অর্ডার/ব্যাংক
ড্রাফট (অফেরতযোগ্য), অনুকূলে: প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, পাবনা
৭. অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ বা দেরিতে পাওয়া আবেদন বাতিল বলে গণ্য হবে।
৮. চাকরিরতদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৯. একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।
১০. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন TA/DA প্রদান
করা হবে না।
১১. লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার
মাধ্যমে নিয়োগ সম্পন্ন হবে।
১২. নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী; সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে বিধি অনুযায়ী
স্থায়ী করা হবে।
১৩. ভুল তথ্য প্রদান বা তথ্য গোপন করলে নিয়োগ বাতিল এবং প্রয়োজনীয়
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৪. চাকরির শর্ত, বেতন–ভাতা ও অন্যান্য সুবিধা
১৯৯০ সালের জেলা পরিষদ চাকরি বিধিমালা অনুযায়ী হবে।
১৫. মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদ দেখাতে হবে।
১৬. তদবির অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
১৭. নিয়োগকারী কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী যেকোনো সিদ্ধান্ত গ্রহণ বা
নিয়োগ বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
জেলা পরিষদ, পাবনা-প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: জেলা পরিষদ, পাবনা,
আবেদন
প্রক্রিয়া: সরাসরি/ডাকযোগে
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
পাবনা জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি, পাবনা জেলা
পরিষদ চাকরি ২০২৫, পাবনা জেলা পরিষদে নতুন চাকরি, পাবনা জেলা পরিষদ সরকারি চাকরি, পাবনা জেলা চাকরি
সার্কুলার, জেলা পরিষদ নিয়োগ ২০২৫, Pabna Zila
Parishad job circular, Pabna Zila Parishad new job, সরকারি চাকরি
পাবনা, Pabna job circular today, bd govt job circular, bd job news
pabna, নতুন সরকারি চাকরি ২০২৫, bd jobs today, zila
parishad pabna job notice, জেলা পরিষদ চাকরির বিজ্ঞপ্তি, পাবনা সরকারি চাকরি আপডেট, পাবনা জেলা পরিষদ নিয়োগ
শর্তাবলি, bd govt jobs 2025, পাবনা নিয়োগ সার্কুলার pdf
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments