নিপ্রো জেএমআই ফার্মায় মেডিকেল ইনফরমেশন অফিসার হিসেবে ক্যারিয়ার
নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড
(জাপান–বাংলাদেশ যৌথ উদ্যোগ)
নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড বাংলাদেশে পরিচালিত
একটি জাপান–বাংলাদেশ যৌথ উদ্যোগে গঠিত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। নিপ্রো
কর্পোরেশন, জাপানের দিকনির্দেশনায় আমরা আধুনিক বিজ্ঞানভিত্তিক জ্ঞান ও গবেষণাকে কাজে
লাগিয়ে মানবসেবায় নিয়োজিত।
আমাদের বিশ্বাস, দক্ষ ও প্রতিশ্রুতিবদ্ধ জনবলই
প্রতিষ্ঠানের মূল শক্তি। তাই কর্মীদের প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নকে আমরা সর্বোচ্চ
অগ্রাধিকার দিয়ে থাকি, যাতে তারা শিল্পখাতের সেরাদের মধ্যে
নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।
বর্তমানে আমাদের মার্কেটিং বিভাগে মেডিকেল
ইনফরমেশন অফিসার (MIO) পদে উদ্যমী ও সদ্য স্নাতক প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
দায়িত্ব ও কাজের পরিধি
- চিকিৎসকদের কাছে বৈজ্ঞানিক ও পণ্যের তথ্য উপস্থাপন করা
এবং প্রেসক্রিপশন তৈরিতে সহায়তা করা
- নির্ধারিত বিক্রয় লক্ষ্য অর্জনের জন্য কেমিস্ট ও
ফার্মেসি থেকে অর্ডার সংগ্রহ করা
প্রার্থীর যোগ্যতা
- যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি (এইচএসসি
পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা থাকলে অগ্রাধিকার)
- বয়স সর্বোচ্চ ৩২ বছর
- বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা
সাক্ষাৎকারের সময় সঙ্গে আনতে
হবে
- নিজের হাতে লেখা আবেদনপত্র ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত
- সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি
- জাতীয় পরিচয়পত্র ও সকল শিক্ষাগত সনদের ফটোকপি
- যাচাইয়ের জন্য মূল শিক্ষাগত সনদ ও জাতীয় পরিচয়পত্র
সুযোগ–সুবিধা
- শিল্পখাতের তুলনায় আকর্ষণীয় বেতন
- ভ্রমণ ও দৈনিক ভাতা (TA/DA)
- প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা
- কর্মদক্ষতা অনুযায়ী প্রণোদনা
- গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স
- ছুটির অর্থমূল্য প্রদান (লিভ এনক্যাশমেন্ট)
- উৎসব ভাতা
- লাভ বোনাস
- বিদেশ ভ্রমণের সুযোগ
- অভিভাবক সহায়তা ভাতা
- মোটরসাইকেল সুবিধা
- অন্যান্য আর্থিক সুবিধা
ওয়াক-ইন-ইন্টারভিউ
আগ্রহী প্রার্থীদের ৪ ও ৫ জানুয়ারি ২০২৬, প্রতিদিন
সকাল ১০:৩০টা থেকে দুপুর ২:৩০টা পর্যন্ত কর্পোরেট অফিসে উপস্থিত থাকার জন্য
অনুরোধ করা হচ্ছে।
নির্বাচিত প্রার্থীদের ৬ জানুয়ারি ২০২৬ থেকে
কর্পোরেট অফিসে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে।
কর্পোরেট অফিসের ঠিকানা
ইউনিক হাইটস, লেভেল–৬
১১۷, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ
রমনা, ঢাকা–১২১৭
ফোন: ৮৮-০২-৫৫১৩৮৭২৬–৮
ফ্যাক্স: ৮৮-০২-৫৫১৩৮৭২৫
ওয়েবসাইট: www.niprojmipharma.com
নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড
বাংলাদেশের প্রথম জাপানি যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ফার্মাসিউটিক্যাল
প্রতিষ্ঠান
নিয়োগ
বিজ্ঞপ্তি:
নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড- প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড
আবেদন প্রক্রিয়া: ওয়াক-ইন ইন্টারভিউ
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
NIPRO JMI Pharma job circular 2026, NIPRO JMI Pharma
Medical Information Officer job, Medical Information Officer job in Bangladesh,
MIO job circular 2026, pharmaceutical company job in Bangladesh, Japan
Bangladesh joint venture pharma job, NIPRO JMI Pharma walk in interview, fresh
graduate pharma job Bangladesh, marketing job in pharmaceutical company,
medical representative job Bangladesh, pharma sales job circular, NIPRO JMI
Pharma career opportunity, medical promotion officer job Bangladesh, science
background job Bangladesh, private pharmaceutical job circular 2026
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)




Post a Comment
0 Comments