আমেরিকান ইন্টারন্যাশনাল
ইউনিভার্সিটির নিয়োগ বিজ্ঞপ্তি
আমেরিকান ইন্টারন্যাশনাল
ইউনিভার্সিটি–বাংলাদেশ (AIUB)
নিয়োগ বিজ্ঞপ্তি
পদ: গ্রাফিক ডিজাইনার
প্রধান দায়িত্বসমূহ
- নির্ধারিত চাহিদা অনুযায়ী ডিজাইন কনসেপ্ট তৈরি করা এবং
গ্রাফিক্স,
লেআউট ও ডিজাইন ড্রাফট প্রস্তুত করা
- বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড গাইডলাইন অনুসরণ করে সকল
ডিজাইন কার্যক্রম সম্পন্ন করা
- বিভিন্ন স্টেকহোল্ডারের জন্য সৃজনশীল ধারণা, কনসেপ্ট
ও ডিজাইন সল্যুশন তৈরি এবং তাদের মতামত অনুযায়ী চূড়ান্তকরণ
- ডিজাইন প্রুফ যাচাই ও সংশোধন কার্যক্রম পরিচালনা
- প্রোডাকশন স্পেসিফিকেশন ও নির্ধারিত সময়সীমা অনুযায়ী
ভেন্ডরের সঙ্গে সমন্বয় করা
- থিমভিত্তিক আর্টওয়ার্ক তৈরি এবং প্রয়োজনে ডিজিটাল
প্ল্যাটফর্মে রূপান্তর
- অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারের জন্য সব ধরনের
গ্রাফিক্স প্রস্তুত করা (ব্যানার, মার্চেন্ডাইজ, পোস্ট,
পোস্টার, লিফলেট, বুকলেট
ইত্যাদি)
- লেআউট ডিজাইন, ডিজাইন ড্রাফট তৈরি, মার্চেন্ডাইজ আইডিয়া প্রদান এবং বাজেট বিষয়ে প্রাথমিক আলোচনায়
অংশগ্রহণ
- ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন
ও শিল্পখাতভিত্তিক পিআর প্যাকেজ ডিজাইন ও শ্রেণিবিন্যাস
- স্কুল শপসহ সকল মার্চেন্ডাইজের ডিজাইন ও মাননিয়ন্ত্রণ
তদারকি
শিক্ষাগত যোগ্যতা
- গ্রাফিক ডিজাইন, ভিজ্যুয়াল আর্টস অথবা সংশ্লিষ্ট বিষয়ে
স্নাতক ডিগ্রি
- দক্ষ শিল্পী ও মানসম্মত পোর্টফোলিও থাকলে শিক্ষাগত
যোগ্যতায় শিথিলতা দেওয়া হতে পারে
দক্ষতা ও যোগ্যতা
- দলগতভাবে এবং এককভাবে কাজ করার সক্ষমতা
- ডিজিটাল ও প্রিন্ট ডিজাইন এবং প্রোডাকশন প্রক্রিয়া
সম্পর্কে সুস্পষ্ট ধারণা
- বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে
পারদর্শিতা
- দ্রুতগতির কর্মপরিবেশে চাপের মধ্যে সময়সীমা মেনে কাজ
করার মানসিকতা
- উন্নত মানের ফটো এডিটিং দক্ষতা
- উচ্চমানের ডিজিটাল ও প্রিন্ট লেআউট ডিজাইনে দক্ষতা
- Adobe Creative Suite (Premiere Pro, After Effects, Photoshop,
Illustrator, InDesign) ও সংশ্লিষ্ট সফটওয়্যারে পারদর্শিতা
- ব্র্যান্ডিং, প্রিন্ট, ডিজিটাল
মিডিয়া ও প্রোমোশনাল কনটেন্টসহ বৈচিত্র্যময় কাজের শক্তিশালী পোর্টফোলিও
- Adobe After Effects, Cinema 4D ও Maya–তে মৌলিক অ্যানিমেশন জ্ঞান থাকলে অগ্রাধিকার
- লেআউট কম্পোজিশন, টাইপোগ্রাফি, রঙের
ব্যবহার ও ইলাস্ট্রেশনে দৃঢ় নান্দনিক দক্ষতা
- বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং ও যোগাযোগ লক্ষ্য অনুযায়ী
সমন্বিত ও আকর্ষণীয় ডিজাইন তৈরির সক্ষমতা
অভিজ্ঞতা
- কমপক্ষে ৩–৫ বছরের পেশাগত গ্রাফিক ডিজাইন অভিজ্ঞতা
- বিজ্ঞাপন সংস্থা, মার্কেটিং প্রতিষ্ঠান বা শিক্ষা
প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
বেতন ও অন্যান্য সুবিধা
- বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নীতিমালা অনুযায়ী বেতন ও
সুযোগ-সুবিধা প্রদান করা হবে
চাকরির ধরন
- পূর্ণকালীন (Full-time)
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সাম্প্রতিক ছবি সংযুক্ত করে
হালনাগাদ জীবনবৃত্তান্ত ই-মেইলের মাধ্যমে পাঠাতে অনুরোধ করা হচ্ছে।
ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
📧 ই-মেইল: career@aiub.edu
আবেদনের শেষ তারিখ: ০৩ জানুয়ারি ২০২৬
যোগাযোগ ও ঠিকানা
ওয়েবসাইট: www.aiub.edu
ঠিকানা: ৪০৮/১, কুরাতলী, খিলক্ষেত, ঢাকা–১২২৯, বাংলাদেশ
ই-মেইল: info@aiub.edu
নিয়োগ
বিজ্ঞপ্তি:
আমেরিকান ইন্টারন্যাশনাল
ইউনিভার্সিটি–বাংলাদেশ (AIUB)- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (AIUB)
আবেদন প্রক্রিয়া: ই-মেইল: career@aiub.edu
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
AIUB job circular 2026, AIUB graphic designer job,
American International University Bangladesh job, university graphic designer
vacancy, graphic designer job in Dhaka, private university job Bangladesh,
creative designer job BD, visual designer job Bangladesh, Adobe Photoshop
Illustrator job, After Effects graphic designer job, print and digital design
job, branding designer job, marketing design job BD, educational institution
job Bangladesh, full time designer job, experienced graphic designer job, 3 to 5
years experience job, latest private job circular
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments