অপসোনিন ফার্মার নিয়োগ
বিজ্ঞপ্তি
অপসোনিন ফার্মা লিমিটেড
ওয়াক-ইন ইন্টারভিউ
স্বাস্থ্যসেবায় নতুন ভাবনা: অপসোনিন
ফার্মা লিমিটেড দেশ ও বিদেশে স্বাস্থ্যসেবা খাতে সুদীর্ঘ সুনাম অর্জনকারী একটি
শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। রোগী ও গ্রাহকের চাহিদা অনুযায়ী
মানসম্মত ওষুধ উৎপাদন ও বিপণনে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
বর্তমান ব্যবসা সম্প্রসারণ ও পণ্যের বৈচিত্র্য বৃদ্ধির লক্ষ্যে নিম্নোক্ত পদে জনবল
নিয়োগ দেওয়া হবে।
পদ: মেডিকেল প্রোমোশন অফিসার
(MPO)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৩ বছর
প্রধান দায়িত্বসমূহ
- দেশের চিকিৎসক ও স্বাস্থ্যসেবা পেশাজীবীদের সঙ্গে
নিয়মিত পেশাগত যোগাযোগ রক্ষা
- ওষুধ সম্পর্কিত তথ্য সঠিকভাবে উপস্থাপন করে
প্রেসক্রিপশন জেনারেশনে ভূমিকা রাখা
- নির্ধারিত বিক্রয় ও প্রেসক্রিপশন লক্ষ্যমাত্রা অর্জন
আবেদনকারীর যোগ্যতা
- যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (এইচএসসি পর্যায়ে বিজ্ঞান
বিভাগ থাকলে অগ্রাধিকার)
- আত্মপ্রণোদিত, পরিশ্রমী ও দায়িত্বশীল হতে হবে
- বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় কথোপকথন ও লেখালেখিতে দক্ষতা
- বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা
- বয়স ৩৩ বছরের মধ্যে হতে হবে
বেতন ও সুযোগ-সুবিধা
- পেশাগতভাবে উন্নত ও বন্ধুসুলভ কর্মপরিবেশ
- মানসম্মত ও নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা
- আকর্ষণীয় বেতন ও বোনাস
- টিএ/ডিএ ও মোবাইল ভাতা
- কোম্পানির সহায়তায় মোটরসাইকেল ঋণ সুবিধা
- কর্মদক্ষতার ভিত্তিতে বিক্রয় ইনসেনটিভ
- সেরা কর্মীদের জন্য বার্ষিক ইনসেনটিভ ট্যুর
- প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা
প্রয়োজনীয় কাগজপত্র
- মানবসম্পদ বিভাগ বরাবর হাতে লেখা আবেদনপত্র
- পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (Resume)
- সাম্প্রতিক ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- শিক্ষাগত সনদ ও নম্বরপত্রের ফটোকপি
- জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ
- ওয়ার্ড কমিশনার/চেয়ারম্যান প্রদত্ত চারিত্রিক সনদ
ওয়াক-ইন ইন্টারভিউ সংক্রান্ত
তথ্য
যোগ্য প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত হয়ে
ওয়াক-ইন ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে।
ইন্টারভিউ তারিখ ও সময়:
শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
সকাল ৯:৩০টা
ইন্টারভিউ স্থানসমূহ
ঢাকা
অপসোনিন ভবন, ৩০ নিউ ইস্কাটন রোড, ঢাকা–১০০০
ময়মনসিংহ
বাড়ি নং ৬০, মাসকান্দা রোড (গনসার মোড়),
ময়মনসিংহ–২২০০
সিলেট
বাড়ি নং ৬৯, শুভেচ্ছা হাউজিং এস্টেট রোড,
আম্বরখানা, সিলেট–৩১০০
কুমিল্লা
বাড়ি নং ২৩২, শহীদ শামসুল হক সড়ক, ঝাউতলা, কুমিল্লা–৩৫০০
চট্টগ্রাম
বাড়ি নং ৩৪, মেহেদীবাগ রোড, মেহেদীবাগ, চট্টগ্রাম–৪০০০
বরিশাল
বাড়ি নং ২১৩ (নতুন–২২১), ব্লক–এ, ক্লাব রোড, বরিশাল–৮২০০
খুলনা
বাড়ি নং ২৪৩, হাজী ইসমাইল রোড, শেখপাড়া, খুলনা–৯১০০
রংপুর
বাড়ি নং ০০২৩/০২, আর. কে. রোড (টেক্সটাইল মোড়),
সাতঘরা, রংপুর–৫৪০০
রাজশাহী
বাড়ি নং ২২৬/২২৭, টিভি সেন্টারের সামনে,
কাজিহাটা, রাজশাহী–৬০০০
বগুড়া
হোল্ডিং নং ১৩৭৫/১, তেলিপুকুর, হরিগাড়ি, বগুড়া সদর, বগুড়া
যোগাযোগ
মানবসম্পদ বিভাগ
অপসোনিন ফার্মা লিমিটেড
অপসোনিন ভবন, ৩০ নিউ ইস্কাটন রোড
ঢাকা–১০০০, বাংলাদেশ
ওয়েবসাইট: www.opsonin-pharma.com
নিয়োগ
বিজ্ঞপ্তি:
অপসোনিন ফার্মা লিমিটেড - প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: অপসোনিন ফার্মা লিমিটেড
আবেদন প্রক্রিয়া: ওয়াক-ইন ইন্টারভিউ
সংক্রান্ত তথ্য
যোগ্য প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত হয়ে
ওয়াক-ইন ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে।
ইন্টারভিউ তারিখ ও সময়:
শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
সকাল ৯:৩০টা
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
Opsonin Pharma job circular 2026, Opsonin Pharma MPO job,
Medical Promotion Officer job Bangladesh, pharma sales job BD, pharmaceutical
company job Bangladesh, MPO walk in interview 2026, medical sales
representative job BD, science background job Bangladesh, graduate pharma job,
latest pharma job circular, Opsonin Pharma walk in interview, Dhaka pharma job,
Chattogram pharma job, Rajshahi pharma job, Rangpur pharma job, Khulna pharma
job, Bogura pharma job, Mymensingh pharma job, private job Bangladesh
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)
.png)

Post a Comment
0 Comments