বীকন ফার্মাসিউটিক্যালসে ওয়াক-ইন
ইন্টারভিউতে নিয়োগ
পদ: ক্রনিক কেয়ার
কো-অর্ডিনেটর (সেলস)
প্রতিষ্ঠান পরিচিতি: বীকন
ফার্মাসিউটিক্যালস পিএলসি একটি দূরদর্শী ও আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ
উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি US FDA, UK MHRA, TGA Australia এবং WHO
cGMP–সহ বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করে পরিচালিত। বিদ্যমান ক্রনিক
কেয়ার সেলস টিমকে আরও শক্তিশালী করতে আমরা উদ্যমী, স্মার্ট ও
মেধাবী জনবল নিয়োগ দিতে আগ্রহী।
প্রধান দায়িত্বসমূহ
- চিকিৎসকদের নিকট ডায়াবেটিস ও হৃদ্রোগ সম্পর্কিত
ওষুধের কার্যকর প্রচার ও উপস্থাপন
- নির্ধারিত মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন
- কেমিস্ট শপ থেকে অর্ডার সংগ্রহ ও ফলো-আপ কার্যক্রম
পরিচালনা
যোগ্যতা ও শর্তাবলি
- যেকোনো বিষয়ে স্নাতক পাস (এসএসসি পর্যন্ত বিজ্ঞান
বিভাগ আবশ্যক)
- এম.ফার্ম বা বি.এসসি ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন
- বয়স সর্বোচ্চ ৩২ বছর
- বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করতে আগ্রহী হতে হবে
বেতন ও সুযোগ-সুবিধা
- শিল্পখাতের মধ্যে আকর্ষণীয় বেতন কাঠামো ও টিএ/ডিএ
সুবিধা
- লাভজনক ইনসেনটিভ পলিসি
- প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি
- গ্রুপ ইন্স্যুরেন্স
- হাসপাতাল ও ওষুধ সহায়তা
- উৎসব ভাতা ও লাভ বোনাস
- মোটরসাইকেল ও মোবাইল ফোন সুবিধা
- বিদেশ ভ্রমণের সুযোগ
- দ্রুত ক্যারিয়ার উন্নয়নের সম্ভাবনাসহ চমৎকার পেশাগত
পরিবেশ
ওয়াক-ইন ইন্টারভিউ সংক্রান্ত তথ্য
আগ্রহী পুরুষ প্রার্থীদের জীবনবৃত্তান্ত (Resume)সহ সকাল
৯:০০টা থেকে ১২:০০টার মধ্যে নির্ধারিত স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ
করা হচ্ছে।
ইন্টারভিউ স্থান (ঢাকা):
সারা টাওয়ার, ১১/এ, লেভেল–৩
টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা
ইন্টারভিউ তারিখ:
২৮ ডিসেম্বর ২০২৫ – ১ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান:
বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি
যোগাযোগ (প্রয়োজনে):
০১৭০৮১৪৬০৯৬
(সকাল ৯:০০টা – বিকাল ৫:০০টা)
নিয়োগ
বিজ্ঞপ্তি:
বীকন ফার্মাসিউটিক্যালস
পিএলসি- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি
আবেদন প্রক্রিয়া: ওয়াক-ইন ইন্টারভিউ
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
Beacon Pharmaceuticals job circular 2026, Beacon Pharma
job Bangladesh, Chronic Care Coordinator job, pharmaceutical sales job
Bangladesh, medical sales representative job, pharma marketing job BD, chronic
care sales job, antidiabetic medicine sales job, cardiovascular drug promotion
job, graduate pharma job, science background job Bangladesh, MPharm job
vacancy, BSc pharma job, walk in interview pharma job, Dhaka pharmaceutical
job, Motijheel job circular, private company job Bangladesh, latest pharma job circular
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)
Post a Comment
0 Comments