Type Here to Get Search Results !

ওএসএল ফার্মায় ওয়াক-ইন ইন্টারভিউ

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN, AB 0



ওএসএল ফার্মাওয়াক-ইন ইন্টারভিউ

ওএসএল ফার্মা লিমিটেড

(Oath of Safe Life)

পদবী: মেডিকেল প্রোমোশন অফিসার (MPO)

 

ওএসএল ফার্মা লিমিটেড বাংলাদেশের একটি দ্রুত বিকাশমান ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পণ্যের পরিসরে রয়েছে— ইলেক্ট্রোলাইট, ইলেক্ট্রোলাইট ও নিউট্রিয়েন্ট, প্যারেন্টেরাল নিউট্রিশন, ইরিগেশন সল্যুশন, অসমোটিক ডিউরেটিক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-আলসারেন্ট, NSAIDs ও কম্বিনেশন, অ্যান্টি-মাইগ্রেন, অ্যান্টি-অ্যাজমাটিক, অ্যান্টিহিস্টামিন, অ্যানালজেসিক ও অ্যান্টিপাইরেটিক, ভিটামিন ও সাপ্লিমেন্ট, অ্যান্টি-গ্লকোমা, আর্টিফিশিয়াল টিয়ার, স্টেরয়েড এবং ডিসপোজেবল মেডিকেল ডিভাইস।

 

পণ্য ও বাজার সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি মেডিকেল প্রোমোশন অফিসার (MPO) পদে যোগ্য ও আগ্রহী প্রার্থী নিয়োগ দিচ্ছে।

 

আবেদন করার পূর্বশর্ত

  • যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (SSC/HSC পর্যায়ে বিজ্ঞান বিভাগ থাকলে অগ্রাধিকার)
  • আত্মপ্রণোদিত, পরিশ্রমী ও লক্ষ্যনিষ্ঠ
  • বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলা ও লেখায় দক্ষ
  • বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা
  • বয়সসীমা: সর্বোচ্চ ৩৩ বছর

 

প্রধান দায়িত্বসমূহ

দেশের বিভিন্ন স্থানের চিকিৎসক ও মেডিকেল পেশাজীবীদের সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে—

  • প্রতিষ্ঠানের পণ্যের তথ্য কার্যকরভাবে উপস্থাপন ও বিনিময় করা
  • প্রেসক্রিপশন তৈরিতে সহায়তা করা
  • নির্ধারিত বিক্রয় ও প্রেসক্রিপশন লক্ষ্যমাত্রা অর্জন করা

 

প্রয়োজনীয় কাগজপত্র

  • মানবসম্পদ বিভাগ বরাবর আবেদনপত্র (হাতের লেখা)
  • পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV)
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (৩ কপি)
  • সকল শিক্ষাগত সনদ ও নম্বরপত্রের ফটোকপি
  • জাতীয় পরিচয়পত্র (NID)
  • জন্ম সনদ
  • ওয়ার্ড কমিশনার/চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদ

 

সুযোগ-সুবিধা

  • পেশাদার ও সহায়ক কর্মপরিবেশ
  • মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা
  • আকর্ষণীয় বেতন ও সুবিধা
  • কর্মদক্ষতার ভিত্তিতে দ্রুত ক্যারিয়ার অগ্রগতির সুযোগ

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি উপস্থিত হয়ে ওয়াক-ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

 

ওয়াক-ইন ইন্টারভিউ সূচি

তারিখ: শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
সময়: সকাল ১০:০০টা – দুপুর ১:০০টা

ঢাকা

৩৭, সেগুনবাগিচা, ঢাকা
(কেন্দ্রীয় শিশু কাঁচার মেলা সংলগ্ন)

বরিশাল

কাজল মঞ্জিল, ১৪৬/১ জর্ডান রোড
(বরিশাল জেলা স্কুলের বিপরীতে)

চট্টগ্রাম

১৮/এ (৫ম তলা), মেহেদীবাগ
(চট্টেশ্বরী মোড় সংলগ্ন)

ময়মনসিংহ

বাড়ি নং-৫৭/৩/১, নিহারিকা (১ম তলা)
গনসর মোড়, মাসকান্দা

খুলনা

বাড়ি নং-১৯৪ (৫ম তলা)
রোড নং-৯, সোনাডাঙ্গা আবাসিক এলাকা
(খালাশি মাদ্রাসা সংলগ্ন)

সিলেট

৬৯ শুভেচ্ছা হাউজিং এস্টেট রোড
বাড়ি নং-৯১২, আম্বরখানা

রাজশাহী

হোল্ডিং নং-০১, চাঁদনদ্বীপ
পুরাতন রাজপাড়া থানা মোড়
(জেলা নির্বাচন অফিসের নিকটবর্তী)

রংপুর

বাড়ি নং-০০২৩/০২, আর.কে. রোড
(টেক্সটাইল মোড়), সাতঘাড়া, রংপুর-৫৪০০

 

ওএসএল ফার্মা লিমিটেড
৩৭, সেগুনবাগিচা
ঢাকা-১০০০, বাংলাদেশ

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 

ওএসএল ফার্মা লিমিটেড- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: ওএসএল ফার্মা লিমিটেড

 

  • আবেদন প্রক্রিয়া:  ওয়াক-ইন ইন্টারভিউ

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।

 

OSL Pharma job circular 2026, OSL Pharma walk in interview, Medical Promotion Officer job Bangladesh, MPO job circular 2026, pharmaceutical company job Bangladesh, pharma sales job BD, MPO walk in interview Bangladesh, OSL Pharma Limited career, medical representative job Bangladesh, pharma job in Dhaka, pharma job Barishal Chattogram Khulna, sales and marketing pharma job, graduate job pharma company, Bangladesh pharmaceutical job 2026

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments