ই-জোন এইচআরএম লিমিটেডে নিয়োগ
বিজ্ঞপ্তি
ই-জোন এইচআরএম লিমিটেড (E-Zone HRM Limited) একটি পেশাদার
ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান, যা মানবসম্পদ ও
প্রাতিষ্ঠানিক সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানসমূহকে টেকসই
লাভজনকতা অর্জনে সহায়তা করে। প্রতিষ্ঠানটি আয় বৃদ্ধির পাশাপাশি ব্যয়
নিয়ন্ত্রণে সহায়ক, উদ্ভাবনী ও মূল্যসংযোজিত সেবা প্রদান
করে থাকে।
ই-জোন এইচআরএম লিমিটেডের সাথে বিশ্ব স্বাস্থ্য
সংস্থা (World Health Organization – WHO)-এর একটি আনুষ্ঠানিক চুক্তি রয়েছে, যার আওতায় তৃতীয় পক্ষের মাধ্যমে আউটসোর্সিং সেবা প্রদান করা হয়।
এই প্রেক্ষিতে, তৃতীয় পক্ষের চুক্তিভিত্তিক
নিয়োগের আওতায় নিম্নোক্ত পদে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আবেদন আহ্বান
করা হচ্ছে—
পদবী: ডাটা কাম জিআইএস
অ্যাসিস্ট্যান্ট
(Data cum GIS Assistant)
- কর্মস্থল: ঢাকা (EPI/MIS/WHO)
- চুক্তির মেয়াদ: ৩০ জুন ২০২৬ পর্যন্ত
(তহবিল প্রাপ্যতার ওপর ভিত্তি করে মেয়াদ বাড়তে পারে)
- পদের সংখ্যা: ০১টি
- চুক্তির ধরন: ই-জোন এইচআরএম
লিমিটেডের সাথে বিশেষ চুক্তিভিত্তিক নিয়োগ
- কাজ শুরুর সময়: অবিলম্বে
- রিপোর্ট করবেন: ডাটা ম্যানেজারের নিকট
ক. প্রধান দায়িত্বসমূহ
WHO টিম লিড (IVD)–এর
দিকনির্দেশনা ও ডাটা ম্যানেজারের সরাসরি তত্ত্বাবধানে নির্বাচিত প্রার্থীকে EPI
প্রোগ্রামের সহায়তায় নিম্নোক্ত কাজগুলো সম্পাদন করতে হবে—
- ভিপিডি (VPDs), AEFI ও অ্যাকটিভ সার্ভেইলেন্স
সম্পর্কিত তথ্য কাগজভিত্তিক ও সফট কপি উভয় আকারে সংগ্রহ, সংরক্ষণ ও হালনাগাদ করা।
- প্রয়োজনীয় সার্ভেইলেন্স ও অন্যান্য অ্যাডহক ডাটা
কাস্টমাইজড সফটওয়্যার এবং DHIS2 সিস্টেমে যথাসময়ে ডাটা এন্ট্রি করা ও
ডাটাবেস ব্যাকআপ নিশ্চিত করা।
- ডাটাবেসে থাকা তথ্যের ত্রুটি (যেমন—ডুপ্লিকেট, ফরম্যাট
বা এন্ট্রি সংক্রান্ত ভুল) শনাক্ত ও সংশোধনে সহায়তা করা।
- ভুল রিপোর্ট, অসম্পূর্ণ তথ্য ও দেরিতে জমা দেওয়া
রিপোর্টের জন্য ট্র্যাকিং সিস্টেম রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট নেটওয়ার্ককে
ফিডব্যাক প্রদান করা।
- EPI ও MIS কার্যক্রমের জন্য GIS
ভিত্তিক ম্যাপিং প্রস্তুত করতে
সহায়তা করা।
- বিভিন্ন রিপোর্টিং টুলে ডাটা স্থানান্তর, ম্যাপ/রিপোর্ট
প্রস্তুতকরণ এবং বাংলা ও ইংরেজি ভাষায় প্রয়োজনীয় পত্রাচার খসড়া তৈরিতে
সহায়তা করা।
- তত্ত্বাবধায়ক কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন
করা।
খ. যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা:
- ভূগোল, কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান, সামাজিক বিজ্ঞান অথবা সংশ্লিষ্ট
বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা:
- স্বাস্থ্য খাতে ডাটা এন্ট্রি ও ডাটা ব্যবস্থাপনায়
কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
কম্পিউটার দক্ষতা:
- MS Office (Word, Excel, PowerPoint) ব্যবহারে দক্ষতা।
- কম্পিউটার, ট্যাবসহ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে
অভিজ্ঞতা।
গ. সম্মানী (Consultancy Fee)
- মাসিক বেতন: ৪৬,২৮৯ টাকা
(BDT)
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
জাতিসংঘ সংস্থাসমূহ একটি বহুসাংস্কৃতিক, নিরাপদ ও
সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এখানে যৌন নিপীড়ন, হয়রানি ও বৈষম্যের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হয়।
নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে রেফারেন্স ও ব্যাকগ্রাউন্ড যাচাই প্রক্রিয়া
প্রযোজ্য হবে।
- আবেদন লিংক: https://ezjobsbd.com/job/277
- আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট ২০২৫
অনুগ্রহ করে ফোনে যোগাযোগ করবেন না। শুধুমাত্র
সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে। সকল আবেদন মেধার
ভিত্তিতে ও কঠোর গোপনীয়তার সাথে মূল্যায়ন করা হবে।
যোগ্য প্রার্থীদের জন্য কম্পিউটারভিত্তিক
লিখিত পরীক্ষা/প্রেজেন্টেশন এবং সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
এই নিয়োগ বিজ্ঞপ্তিটি শুধুমাত্র বাংলাদেশি
নাগরিকদের (সকল লিঙ্গ) জন্য প্রযোজ্য। যোগ্য নারী প্রার্থীদের আবেদন করতে
বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
ই-জোন এইচআরএম লিমিটেড- প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: ই-জোন এইচআরএম লিমিটেড
- আবেদন
প্রক্রিয়া: https://ezjobsbd.com/job/277
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে
আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য
সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
Data cum GIS Assistant job in Bangladesh, WHO job
Bangladesh 2025, E-Zone HRM Limited job circular, NGO job in Dhaka, health
project data assistant job, GIS assistant job Bangladesh, EPI MIS job
Bangladesh, WHO outsourcing job Bangladesh, data entry health program job,
DHIS2 data job Bangladesh, GIS mapping job Dhaka, UN agency third party job
Bangladesh, public health data management job, contract job WHO Bangladesh, NGO
data management job circular
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments