বেক্সিমকো ফার্মার বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি
Here’s to Life
ওয়াক-ইন ইন্টারভিউ
পদের নাম: মেডিকেল প্রমোশন
এক্সিকিউটিভ (MPE)
যোগ্যতা ও শর্তাবলি
- ন্যূনতম স্নাতক ডিগ্রি (এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ
থাকতে হবে)
- এসএসসি, এইচএসসি ও স্নাতক—সব পর্যায়ে ন্যূনতম
GPA ২.৫০ থাকতে হবে
- কোনো পর্যায়ে ৩য় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়
- বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে
- সর্বোচ্চ বয়স: ৩৩ বছর
প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত
সুযোগ-সুবিধা
- আকর্ষণীয় বেতন কাঠামো
- ত্রৈমাসিক পারফরম্যান্সভিত্তিক ইনসেনটিভ
- দুইটি উৎসব বোনাস ও একটি শীতকালীন বোনাস
- প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও মুনাফা
অংশগ্রহণ সুবিধা (WPPF)
- গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স ও সিটি অ্যালাউন্স
- স্বল্পমূল্যে মোটরসাইকেল সুবিধা
- টিএ/ডিএ, মোটরসাইকেল ও মোবাইল বিল ভাতা
- বিদেশ সফর ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সুযোগ
- পারফরম্যান্সভিত্তিক দ্রুত ক্যারিয়ার অগ্রগতি
- সুস্থ ও পেশাদার কর্মপরিবেশ
ওয়াক-ইন ইন্টারভিউয়ের স্থান ও সময়সূচি
বগুড়া
তারিখ ও সময়: ১১ জানুয়ারি ২০২৬ (রবিবার), সকাল ৯টা – ১১টা
স্থান: পর্যটন মোটেল, শেরপুর রোড, বগুড়া
খুলনা
তারিখ ও সময়: ১১ জানুয়ারি ২০২৬ (রবিবার), সকাল ৯টা – ১১টা
স্থান: সিটি ইন লিমিটেড, বি-১, মজিদ সরণী, কেডিএ এভিনিউ,
খুলনা
পাবনা
তারিখ ও সময়: ১১ জানুয়ারি ২০২৬ (রবিবার), সকাল ৯টা – ১১টা
স্থান: কাশ্মেরী ফুড গার্ডেন, ৬ষ্ঠ তলা, লতিফ টাওয়ার, ট্রাফিক
মোড়, পাবনা
নোয়াখালী
তারিখ ও সময়: ১২ জানুয়ারি ২০২৬ (সোমবার), সকাল ৯টা – ১১টা
স্থান: নাইস গেস্ট হাউস, ১৫৬ উজ্জ্বলপুর, মাইজদী কোর্ট শওকত আলী সড়ক,
নোয়াখালী
ঢাকা
দিন–১: ১০ জানুয়ারি ২০২৬ (শনিবার), সকাল ৯টা – ১১টা
দিন–২: ১৫ জানুয়ারি ২০২৬
(বৃহস্পতিবার), সকাল ৯টা – ১১টা
স্থান: বেক্সিমকো ফার্মা সেলস ট্রেনিং
সেন্টার,
মিরপুর ডিওএইচএস কালচারাল সেন্টার (৭ম তলা),
রোড–০৯, মেইন রোড, মিরপুর
ডিওএইচএস, পল্লবী, ঢাকা–১২১৬
প্রয়োজনীয় কাগজপত্র
ইন্টারভিউতে অংশগ্রহণের সময় অবশ্যই সঙ্গে আনতে
হবে—
- হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV)
- পাসপোর্ট সাইজের ছবি ২ কপি
প্রতিষ্ঠানের স্বীকৃতি
- যুক্তরাষ্ট্রের FDA অনুমোদিত ফার্মাসিউটিক্যাল কোম্পানি
- PIC/S ও WHO কর্তৃক সার্টিফায়েড
নিয়োগ
বিজ্ঞপ্তি:
বেক্সিমকো ফার্মা- প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: বেক্সিমকো ফার্মা
- আবেদন
প্রক্রিয়া: ওয়াক-ইন ইন্টারভিউ
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে
আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য
সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
Beximco Pharma job circular 2026, Beximco Pharma walk in
interview, Medical Promotion Executive job Bangladesh, MPE job circular 2026,
pharma sales job Bangladesh, pharmaceutical job circular BD, medical
representative job Bangladesh, Beximco Pharma career, science graduate pharma
job, sales promotion executive pharma, Bogura pharma job, Khulna pharma job,
Pabna pharma job, Noakhali pharma job, Dhaka pharma job
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments