ডেমিয়েন ফাউন্ডেশন এর নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি
ডেমিয়েন ফাউন্ডেশন (DF) একটি
বেলজিয়ান আন্তর্জাতিক এনজিও, যা বাংলাদেশ সরকারের সঙ্গে
সমন্বয়ে দেশের বিভিন্ন জেলায় যক্ষ্মা (TB) ও কুষ্ঠরোগ (Leprosy)
নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন করছে। বাংলাদেশে
প্রান্তিক স্বাস্থ্যকেন্দ্রসমূহে যক্ষ্মা নির্ণয় কার্যক্রম (NPOC for TB
Diagnosis in Peripheral Facilities of Bangladesh) প্রকল্পের
আওতায় নিম্নোক্ত পদে জনবল নিয়োগ দেওয়া হবে—
পদের নাম: মেডিকেল
টেকনোলজিস্ট (ল্যাব)
পদসংখ্যা: ০৭টি
কর্মস্থল জেলা: টাঙ্গাইল, ময়মনসিংহ ও
জামালপুর (ডেমিয়েন ফাউন্ডেশনের কার্যক্রমাধীন এলাকা)
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিকেল টেকনোলজি
(ল্যাব) বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের বাস্তব
কাজের অভিজ্ঞতা আবশ্যক। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমান থাকলে
আবেদনযোগ্য বলে বিবেচিত হবেন না।
বয়সসীমা
সর্বোচ্চ ৪০ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের
ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
কর্মস্থল
ডেমিয়েন ফাউন্ডেশন অথবা সরকারি স্বাস্থ্য
প্রতিষ্ঠানের আওতাধীন জেলা/উপজেলা/ইউনিয়ন পর্যায়ের প্রান্তিক ল্যাব বা
স্বাস্থ্যকেন্দ্র (টাঙ্গাইল, ময়মনসিংহ ও জামালপুর জেলায় অবস্থিত)।
প্রধান দায়িত্বসমূহ
- সমন্বিত যক্ষ্মা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সেবা জোরদারে
সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে সহায়তা প্রদান
- নির্ধারিত পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা
সংগ্রহ
- অনুমোদিত এসওপি ও জাতীয় নির্দেশিকা অনুসরণ করে Pluslife Minidock MTB, মাইক্রোস্কপি, GeneXpert ও Truenat ব্যবহারের মাধ্যমে স্পুটাম, সোয়াব ও অন্যান্য
নমুনা সঠিকভাবে সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ
- ল্যাব সেবার জন্য প্রয়োজনীয় মাসিক/বার্ষিক লজিস্টিক
চাহিদা পরিকল্পনা ও প্রস্তুত করা
- প্রয়োজনে ল্যাবরেটরিতে অন্যান্য কর্মীদের সহায়তা
প্রদান
- মাঠ পর্যায়ে আউটরিচ সেন্টার পরিচালনায় অংশগ্রহণ
- রোগী পরিদর্শন, কন্টাক্ট ট্রেসিং ও সক্রিয় নজরদারিসহ
যক্ষ্মা নিয়ন্ত্রণ সংক্রান্ত অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ
- যথাযথ রেকর্ড, রিপোর্ট ও রেজিস্টার সংরক্ষণ
- প্রকল্পের প্রয়োজনে অর্পিত অন্যান্য দায়িত্ব পালন
বেতন ও সুযোগ-সুবিধা
ডেমিয়েন ফাউন্ডেশনের নিয়ম ও নীতিমালা অনুযায়ী
প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি
উপরোক্ত শর্ত পূরণকারী আগ্রহী প্রার্থীদের
নিম্নোক্ত কাগজপত্রের সফট কপি ই-মেইলের মাধ্যমে পাঠাতে অনুরোধ করা হচ্ছে—
- পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV)
- পাসপোর্ট সাইজের ছবি
- সকল শিক্ষাগত সনদের স্ক্যান কপি
- জাতীয় পরিচয়পত্র (NID) এর স্ক্যান কপি
📧 ই-মেইল: recruitment@damienfoundation-bd.com
✉️ ই-মেইলের বিষয়: Position: MT
Lab (NPOC)
আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২৬
বিশেষ নির্দেশনা
- ডেমিয়েন ফাউন্ডেশন লিঙ্গ, বর্ণ,
প্রতিবন্ধকতা ও ধর্ম নির্বিশেষে সমান সুযোগ প্রদানকারী
প্রতিষ্ঠান।
- যক্ষ্মা ও কুষ্ঠরোগে আক্রান্ত যোগ্য প্রার্থীদের
অগ্রাধিকার দেওয়া হবে।
- নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
- কোনো ধরনের ব্যক্তিগত প্রভাব বিস্তারের চেষ্টা
প্রার্থিতার অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
ডেমিয়েন ফাউন্ডেশন (DF)- প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: ডেমিয়েন ফাউন্ডেশন (DF)
- আবেদন
প্রক্রিয়া: ই-মেইল: recruitment@damienfoundation-bd.com
✉️ ই-মেইলের বিষয়: Position: MT Lab (NPOC)
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে
আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য
সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
Damien Foundation job circular 2026, Damien Foundation
NGO job Bangladesh, Medical Technologist Lab job Bangladesh, MT Lab job
circular 2026, TB project job Bangladesh, NGO health job BD, laboratory
technologist job Bangladesh, diploma medical technology lab job, TB diagnosis
project job, GeneXpert lab job Bangladesh, Truenat lab job BD, Tangail lab job,
Mymensingh lab job, Jamalpur lab job, NGO medical job Bangladesh
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments