বাংলাদেশ সুগারক্রপ গবেষণা
ইনস্টিটিউট (BSRI)–এর নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই), ঈশ্বরদী,
পাবনা-এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী
ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে
আবেদন আহ্বান করা হচ্ছে। আবেদন করতে হবে টেলিটক নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে।
শূন্য পদসমূহের সংক্ষিপ্ত
বিবরণ
(জাতীয় বেতনস্কেল–২০১৫ অনুযায়ী)
- সহকারী শিক্ষক
(গণিত / ফলিত গণিত)
গ্রেড–১০ | বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা | বয়স: সর্বোচ্চ ৩২ বছর - সহকারী শিক্ষক
(সামাজিক বিজ্ঞান)
গ্রেড–১০ | বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা | পদ: ০১টি | বয়স: সর্বোচ্চ ৩২ বছর - সহকারী শিক্ষক
(ইংরেজি)
গ্রেড–১০ | বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা | পদ: ০২টি | বয়স: সর্বোচ্চ ৩২ বছর
শিক্ষক পদে যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ বি.এড ডিগ্রি, শিক্ষা জীবনের সকল পরীক্ষায়
ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণী, অভিজ্ঞ প্রার্থীরা
অগ্রাধিকার পাবেন।
- নির্মাণ
ওভারশিয়ার
গ্রেড–১১ | বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা | পদ: ০১টি - বৈজ্ঞানিক
সহকারী
গ্রেড–১২ | বেতন: ১১,৩০০–২৭,৩০০ টাকা - ফার্মাসিস্ট
গ্রেড–১২ | বেতন: ১১,৩০০–২৭,৩০০ টাকা | পদ: ০১টি - ক্যাশিয়ার
গ্রেড–১২ | বেতন: ১১,৩০০–২৭,৩০০ টাকা | পদ: ০১টি - মেকানিক
গ্রেড–১৫ | বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা | পদ: ০১টি - ডাটা এন্ট্রি
অপারেটর
গ্রেড–১৬ | বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা | পদ: ০২টি - ইলেকট্রিশিয়ান
গ্রেড–১৬ | বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা - জুনিয়র করণিক
গ্রেড–১৬ | বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা | পদ: ০১টি - স্টোর টেনডেল
গ্রেড–১৬ | বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা | পদ: ০১টি - অফিস
সহকারী–কাম–কম্পিউটার অপারেটর
গ্রেড–১৬ | বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা - ফিটার
গ্রেড–১৭ | বেতন: ৯,০০০–২১,৮০০ টাকা - ল্যাবরেটরি
ফিটার
গ্রেড–১৭ | বেতন: ৯,০০০–২১,৮০০ টাকা - পরীক্ষাগার
পরিচর
গ্রেড–১৯ | বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা - নিরাপত্তা
প্রহরী
গ্রেড–২০ | বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা | পদ: ০৬টি - রন্ধন সহকারী
গ্রেড–২০ | বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা | পদ: ০৩টি - পিয়ন (অফিস
সহায়ক)
গ্রেড–২০ | বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা | পদ: ০৫টি - ড্রেসার
গ্রেড–২০ | বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা | পদ: ০১টি - ম্যাসেঞ্জার
(বার্তা বাহক)
গ্রেড–২০ | বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা | পদ: ০১টি - মালী
গ্রেড–২০ | বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা | পদ: ০১টি
সকল পদের জন্য বয়সসীমা: ০৮/০১/২০২৬ তারিখে
১৮–৩২ বছর।
অনলাইনে আবেদন সংক্রান্ত
গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরুর তারিখ: ০৮ জানুয়ারি ২০২৬, সকাল
১০:০০টা
- আবেদন শেষের তারিখ: ২৮ জানুয়ারি ২০২৬, বিকাল
৫:০০টা
- আবেদন ও ফি জমা দিতে হবে শুধুমাত্র Teletalk Prepaid নম্বর
থেকে
- আবেদন ফি পদভেদে ৫৬ টাকা থেকে ২২৩ টাকা
অনলাইনে আবেদন সম্পন্ন হলেও পরীক্ষার ফি জমা
না দিলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
নির্বাচন পদ্ধতি
- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায়
অংশগ্রহণ করবেন
- সরকারি কোটা সংক্রান্ত সর্বশেষ নীতিমালা অনুসরণ করা
হবে
- কোনো প্রকার তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা
হিসেবে গণ্য হবে
প্রয়োজনীয় কাগজপত্র (মৌখিক
পরীক্ষার সময়)
- শিক্ষাগত সনদ ও ট্রান্সক্রিপ্ট
- জাতীয় পরিচয়পত্র / জন্মনিবন্ধন
- নাগরিকত্ব সনদ
- চারিত্রিক সনদ
- অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
- অনলাইন আবেদনপত্র ও প্রবেশপত্র
যোগাযোগ ও তথ্যসূত্র
- অফিসিয়াল ওয়েবসাইট: www.bsri.gov.bd
- টেলিটক জব পোর্টাল: http://alljobs.teletalk.com.bd
- সমস্যা হলে: টেলিটক ১২১ নম্বর বা alljobs.query@teletalk.com.bd
ঘোষণাপত্র
আবেদনকারীকে ঘোষণা দিতে হবে যে, প্রদত্ত সকল
তথ্য সত্য ও নির্ভুল। কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে যে কোনো পর্যায়ে আবেদন বাতিল
ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা
ইনস্টিটিউট (BSRI)- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (BSRI)- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (BSRI)- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (BSRI)
- আবেদন
প্রক্রিয়া: https://bsri.teletalk.com.bd
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে
আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য
সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
BSRI job circular 2026, Bangladesh Sugarcrop Research
Institute job, BSRI recruitment notice, BSRI Teletalk job application,
government research institute job Bangladesh, পাবনা সরকারি চাকরি,
sugarcrop research institute job BD, assistant teacher job BSRI, scientific
assistant job Bangladesh, data entry operator government job, security guard
job BSRI, peon job government institute, latest government job circular 2026
Bangladesh
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


.webp)

.webp)
Post a Comment
0 Comments