জরুরি সেলস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি
দেশের স্বনামধন্য গ্রুপ অব কোম্পানি Z Group–এর
অঙ্গপ্রতিষ্ঠান Green Dot Ltd. এর বিক্রয় কার্যক্রম
সম্প্রসারণ, টিম উন্নয়ন ও সার্বিক ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে
জরুরি ভিত্তিতে বিপুল সংখ্যক সেলস অফিসার (SO) নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা কোম্পানির উৎপাদিত আন্তর্জাতিক
মানের ওয়াটার পিউরিফায়ার, ওয়াটার ট্যাংক, পাইপ, ওয়াটার পাম্পসহ অন্যান্য পণ্য বিক্রয় ও বিপণন কার্যক্রমে দায়িত্ব পালন করবেন।
🔹 পদের নাম
সেলস অফিসার (SO)
🔹 শিক্ষাগত
যোগ্যতা
- লেভেল–০১: এইচএসসি পাস (ন্যূনতম দ্বিতীয় বিভাগ), অভিজ্ঞ
বা অনভিজ্ঞ
- লেভেল–০২: স্নাতক (ডিগ্রি/অনার্স) পাস (ন্যূনতম
দ্বিতীয় বিভাগ), অভিজ্ঞ বা অনভিজ্ঞ
🔹 প্রয়োজনীয়
কাগজপত্র
- সদ্য তোলা ২ কপি রঙিন ছবি সংযুক্ত জীবনবৃত্তান্ত
- সকল শিক্ষাগত সনদের মূল কপি ও ফটোকপি
- এসএসসি/এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড
- জাতীয় পরিচয়পত্রের মূল কপি (যাচাই সাপেক্ষে ফেরতযোগ্য)
ও ফটোকপি
- পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
🔹 অন্যান্য
যোগ্যতা
- বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর
- ন্যূনতম উচ্চতা: ৫ ফুট ২ ইঞ্চি
- শারীরিকভাবে সুস্থ, সুঠাম গঠন ও কর্মক্ষম হতে
হবে
🔹 চাকরির
শর্তাবলি
- অধ্যয়নরত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই
- নিজ জেলা ব্যতীত বাংলাদেশের যেকোনো জেলায় পোস্টিং
দেওয়া হবে
- নিজ জেলার বাইরে কাজ করার মানসিকতা থাকতে হবে
- নিয়মিত ভ্রমণ/ট্যুরে কাজ করার আগ্রহ থাকতে হবে
- নিয়োগপ্রাপ্তির পর কমপক্ষে ৩ বছর চাকরি করার মানসিক
প্রস্তুতি থাকতে হবে
🔹 সুযোগ–সুবিধাসমূহ
- সর্বসাকুল্যে মাসিক বেতন: ২১,০০০ – ২৩,০০০ টাকা (টিএ/ডিএসহ)
- কোম্পানির নীতিমালা অনুযায়ী টিএ/ডিএ প্রদান
- বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে আকর্ষণীয় সেলস
ইনসেনটিভ
- বছরে ২টি ঈদ বোনাস ও বৈশাখী বোনাস
- মোবাইল বিল সুবিধা (কোম্পানি নীতিমালা অনুযায়ী)
- প্রভিডেন্ট ফান্ড ও প্রফিট শেয়ার
- যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ
- বার্ষিক ছুটি নগদায়নের সুবিধা
- কর্মমূল্যায়নের ভিত্তিতে ৬ মাস পর চাকরি স্থায়ীকরণ
- অন্যান্য সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী
🔹 বিশেষ
নির্দেশনা
বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করতে আগ্রহী, চ্যালেঞ্জ
গ্রহণে প্রস্তুত, পরিশ্রমী, শারীরিকভাবে
সক্ষম, স্মার্ট ও সুন্দর বাচনভঙ্গীসম্পন্ন পুরুষ
প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে জরুরি ভিত্তিতে
আবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
📧 আবেদন পাঠানোর
মাধ্যম
- ই-মেইল: hr@greendotbd.com
- হোয়াটসঅ্যাপ: +880 1810-033543
📞 জরুরি যোগাযোগ
01810-033323
🏢 অফিস ঠিকানা
৬ষ্ঠ তলা, বাড়ি নং–B104,
রোড নং–৪, মহাখালী ডিওএইচএস,
ঢাকা–১২০৬
নিয়োগ
বিজ্ঞপ্তি:
গ্রিন ডট লিমিটেড (Z Group)- প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: গ্রিন ডট লিমিটেড (Z Group)
আবেদন প্রক্রিয়া: ই-মেইল: hr@greendotbd.com
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
Green Dot Ltd job circular 2025, Z Group job circular,
Green Dot sales officer job, sales officer job Bangladesh, marketing sales job
BD, HSC pass job Bangladesh, graduate sales job Bangladesh, water purifier
sales job, sales and marketing job BD, private company job circular 2025, Dhaka
sales job, nationwide sales job Bangladesh, field sales job BD, latest sales
job circular Bangladesh
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন
প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব
নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু
প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত
সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো
ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন
প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে
সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন
প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক
লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ
ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী
ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন
যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে
দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও
শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments