কাতারে বাংলাদেশ এমএইচএম স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ, দোহা,
কাতার তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্ব দিতে যোগ্য ও অভিজ্ঞ
শিক্ষাবিদদের আবেদন আহ্বান করছে। প্রধান শিক্ষক (Principal /
Head of Institution) পদে নিয়োগ প্রার্থীদের দায়িত্ব হবে
স্কুলের একাডেমিক উৎকর্ষ, কার্যনির্বাহী ব্যবস্থাপনা এবং
কৌশলগত উন্নয়ন নিশ্চিত করা।
প্রতিষ্ঠানটি কিশোর-বয়সী শিক্ষার্থীদের জন্য কেজ-১২
শিক্ষা প্রদান করে, যা বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB)
অনুযায়ী ইংরেজি মাধ্যমের ক্লাসে পরিচালিত হয়। বিদ্যালয়টি কিন্ডারগার্টেন
থেকে ক্লাস XII পর্যন্ত শিক্ষাদান
করে এবং শিক্ষার্থীদের SSC ও HSC পরীক্ষার জন্য প্রস্তুত করে।
বর্তমানে বিদ্যালয়ে প্রায় ১,৮১৪
শিক্ষার্থী অধ্যয়নরত (মর্নিং শিফটে ১,৩৬১ এবং ইভিনিং শিফটে ৪৫৩),
৭৭ জন শিক্ষক ও ৮ জন প্রশাসনিক কর্মী কাজ
করছেন। প্রতিষ্ঠানটির তিনটি স্কুল ভবন রয়েছে, যেখানে ল্যাব,
লাইব্রেরি, ক্যান্টিন, ক্রীড়া
ক্ষেত্র এবং ২০টি পরিবহন যানসহ বিস্তৃত সুবিধা রয়েছে।
পদ: প্রধান শিক্ষক (Principal)
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ স্নাতকোত্তর
ডিগ্রি।
- M.Ed / NTRCA সার্টিফিকেট বা স্বীকৃত প্রফেশনাল শিক্ষা
প্রশিক্ষণ থাকলে অতিরিক্ত সুবিধা।
- কোম্প্রিহেনসিভ অভিজ্ঞতা: উচ্চ মাধ্যমিক/কলেজ
পর্যায়ে কমপক্ষে ১৫ বছরের শিক্ষাদান অভিজ্ঞতা, যার মধ্যে কমপক্ষে ৫ বছর
প্রধান শিক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা (বাংলাদেশ বা বিদেশের স্বীকৃত
প্রতিষ্ঠান)।
- বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB)–এর
ব্যাপক জ্ঞান এবং NCTB শিক্ষাক্রম বাস্তবায়নের অভিজ্ঞতা।
- ইংরেজিতে সাবলীল যোগাযোগ দক্ষতা (লিখিত ও মৌখিক)।
- স্কুল প্রশাসন, শিক্ষকমন্ডলী তত্ত্বাবধান, একাডেমিক পরিকল্পনা এবং স্টেকহোল্ডার ম্যানেজমেন্টে নেতৃত্ব
প্রদর্শনের প্রমাণিত সক্ষমতা।
- বয়স: ন্যূনতম ৪৫ বছর।
বেতন ও সুবিধা:
- প্রতিযোগিতামূলক মাসিক বেতন সহ হাউস রেন্ট
ভাতা।
- প্রোবেশন পর্যায় শেষে এয়ারফেয়ার।
- পরিবহন ও মোবাইল ভাতা।
- কাতার আইডি (RP) এবং হেলথ কার্ড প্রদান ও
নবায়ন বিদ্যালয় নীতি অনুযায়ী।
- বার্ষিক ছুটি, গ্র্যাচুইটি এবং অন্যান্য
সুবিধা বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী।
- অন্যান্য সুবিধা: স্কুলে দুইটি সন্তানের শিক্ষা
বিনামূল্যে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা নিম্নলিখিত কাগজপত্র জমা
দেবেন:
- জীবনবৃত্তান্ত (CV) ও কভার লেটার, যেখানে প্রার্থীর বিদ্যালয় পরিচালনার দর্শন, মিশন ও পরিকল্পনা উল্লেখ থাকবে।
(পাওয়ারপয়েন্ট ফরম্যাটে উপস্থাপন করা বাঞ্ছনীয়)
- সকল শিক্ষাগত সনদের ফটোকপি
- বৈধ পরিচয়পত্রের কপি
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:
ই-মেইল (প্রাধান্যপূর্ণ): bdscdq@gmail.com
পোস্টাল ঠিকানা: P.O. Box No. 2080, Doha –
Qatar
আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি, ২০২৬
শুধুমাত্র শর্টলিস্ট হওয়া প্রার্থীদের
ইন্টারভিউয়ের জন্য যোগাযোগ করা হবে।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
বাংলাদেশ এমএইচএম স্কুল
অ্যান্ড কলেজ, দোহা, কাতার- প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ, দোহা,
কাতার
আবেদন প্রক্রিয়া: ই-মেইল (প্রাধান্যপূর্ণ): bdscdq@gmail.com
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
Bangladesh MHM School Doha job circular, Principal job
Qatar 2026, Head of Institution job, Bangladesh curriculum school Doha, NCTB
English medium school job, school leadership job abroad, Principal vacancy
2026, teaching leadership job Qatar, K-12 school job Qatar, educational
management job, SSC HSC school job abroad, experienced school Principal job,
Qatar school career opportunity, senior school administrator job, international
school job Qatar
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন
প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব
নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু
প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত
সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো
ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন
প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে
সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন
প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক
লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ
ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী
ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন
যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে
দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও
শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments