Type Here to Get Search Results !

বাংলাদেশ বিমান বাহিনীতে ক্যারিয়ার গড়ার সুযোগ

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN, AB 0



বাংলাদেশ বিমান বাহিনীতে ক্যারিয়ার গড়ার সুযোগ

 

৯৪তম বিএএফএ (BAFA) কোর্স

বাংলাদেশের আকাশসীমা রক্ষা ও জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বাহিনী হলো বাংলাদেশ বিমান বাহিনীদেশপ্রেম, শৃঙ্খলা ও প্রযুক্তিনির্ভর সামরিক পেশায় নিজেকে গড়ে তুলতে আগ্রহীদের জন্য বিমান বাহিনী নিয়ে এসেছে অফিসার ক্যাডেট হিসেবে যোগদানের সুবর্ণ সুযোগ ৯৪তম বিএএফএ কোর্সের মাধ্যমে যোগ্য তরুণ-তরুণীদের অফিসার হিসেবে গড়ে তোলা হবে।

 

শাখাসমূহ

  • জিডি (পি) – জেনারেল ডিউটি (পাইলট)
  • এটিসি – এয়ার ট্রাফিক কন্ট্রোলার
  • এডিডব্লিউসি – এয়ার ডিফেন্স উইপন কন্ট্রোলার

এটিসি ও এডিডব্লিউসি প্রার্থীদের ক্ষেত্রে প্রশিক্ষণের এক বছর পর শাখা চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে।

 

শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞান বিভাগ (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান)

  • এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৪.৫০
  • পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’

GCE ‘O’ ও ‘A’ Level

  • ‘O’ লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম গ্রেড ‘বি’
  • ‘A’ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম গ্রেড ‘বি’

 

নাগরিকত্ব ও বৈবাহিক অবস্থা

  • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে
  • অবিবাহিত হতে হবে (বিধবা, বিপত্নীক, তালাকপ্রাপ্ত বা বিবাহ বিচ্ছিন্ন গ্রহণযোগ্য নয়)

 

বয়সসীমা

  • বয়স: ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছর
  • নির্ধারিত তারিখ: ২৩ জুন ২০২৬
  • বয়স প্রমাণে কোনো হলফনামা গ্রহণযোগ্য নয়

 

শারীরিক যোগ্যতা

উচ্চতা

  • পুরুষ প্রার্থী: কমপক্ষে ৬৪ ইঞ্চি
  • মহিলা প্রার্থী:
    • জিডি (পি): কমপক্ষে ৬৪ ইঞ্চি
    • অন্যান্য শাখা: কমপক্ষে ৬২ ইঞ্চি

বুকের মাপ

  • পুরুষ: ন্যূনতম ৩২ ইঞ্চি (প্রসারণ ২ ইঞ্চি)
  • মহিলা: ন্যূনতম ২৮ ইঞ্চি (প্রসারণ ২ ইঞ্চি)

ওজন

  • বয়স ও উচ্চতা অনুযায়ী নির্ধারিত

দৃষ্টিশক্তি

  • জিডি (পি): ৬/৬
  • এটিসি ও এডিডব্লিউসি: সর্বোচ্চ ৬/১২ পর্যন্ত

 

অযোগ্যতার শর্তাবলি

নিম্নোক্ত ক্ষেত্রে প্রার্থী অযোগ্য বিবেচিত হবেন—

  • পূর্বে সেনা, নৌ বা বিমান বাহিনী কিংবা অন্য সরকারি চাকরি থেকে বরখাস্ত/অপসারিত হলে
  • আইএসএসবি কর্তৃক দুইবার স্ক্রিনড আউট বা প্রত্যাখ্যাত হলে (একবার স্ক্রিনড আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদনযোগ্য)
  • কোনো ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হলে
  • সিএমবি বা আপিল মেডিকেল বোর্ডে অযোগ্য ঘোষিত হলে
  • ১৮ বছরের আগে LASIK অপারেশন করালে
  • দ্বৈত নাগরিকত্ব বা বিদেশে স্থায়ী বসবাসের অনুমতি থাকলে

 

প্রশিক্ষণ ও কমিশন

  • বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহ
  • বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ৩ বছর প্রশিক্ষণ
  • সফলভাবে প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদে কমিশন প্রদান
  • মোট ৪ বছর মেয়াদি প্রশিক্ষণ ও শিক্ষাকাল শেষে স্নাতক (সম্মান) ডিগ্রি

অর্জিত ডিগ্রি

  • বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP)–এর অধীনে BSc (Honours) in Aeronautics

 

প্রশিক্ষণকালীন বেতন

  • অফিসার ক্যাডেট হিসেবে প্রশিক্ষণকালীন মাসিক ভাতা: ১০,০০০ টাকা
  • কমিশন প্রাপ্তির পর সরকার নির্ধারিত বেতন ও ভাতা

 

বিশেষ সুযোগ-সুবিধা

  • বৈমানিক, এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও এয়ার ডিফেন্স অফিসার হিসেবে ক্যারিয়ার
  • দেশে ও বিদেশে পেশাগত প্রশিক্ষণের সুযোগ
  • মাস্টার্স ও পিএইচডিসহ উচ্চশিক্ষার সুযোগ
  • জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ
  • বিদেশি বাংলাদেশ দূতাবাসে সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব
  • মানসম্মত বাসস্থান ও ভর্তুকি মূল্যে রেশন
  • সন্তানদের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ
  • এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে বিমান/হেলিকপ্টারে যাতায়াত সুবিধা
  • সুদমুক্ত গাড়ি ঋণ ও ডিওএইচএস প্লট (শর্তসাপেক্ষে)
  • নিজ ও পরিবারের সদস্যদের জন্য উন্নত সামরিক চিকিৎসা সুবিধা

 

নির্বাচন পদ্ধতি

  1. প্রাথমিক লিখিত পরীক্ষা (আইকিউ, ইংরেজি, গণিত, পদার্থ)
  2. প্রাথমিক মেডিকেল পরীক্ষা
  3. মৌখিক পরীক্ষা
  4. আইএসএসবি
  5. কেন্দ্রীয় মেডিকেল বোর্ড
  6. চূড়ান্ত নির্বাচন বোর্ড

 

অনলাইনে আবেদন

প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও ডাউনলোড করা যাবে।

অনলাইনে আবেদন সময়সীমা

০১ জানুয়ারি ২০২৬ থেকে ২৫ মার্চ ২০২৬

 

গুরুত্বপূর্ণ সতর্কবার্তা

বিমান বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে কোনো সুপারিশ, দালাল বা আর্থিক লেনদেনের সুযোগ নেইএ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে প্রার্থী স্থায়ীভাবে অযোগ্য বলে গণ্য হবেন।

 

বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান মানে শুধু একটি চাকরি নয়—এটি একটি সম্মানজনক জীবন, নেতৃত্বের সুযোগ এবং দেশের জন্য আত্মনিয়োগ। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের জন্য এটি একটি অসাধারণ ভবিষ্যৎ গড়ার পথ।

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


বাংলাদেশ বিমান বাহিনী- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 




সূত্র: বাংলাদেশ বিমান বাহিনী

 

আবেদন প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে।

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।

 

Bangladesh Air Force officer cadet circular 2026, BAFA 94 course circular, Bangladesh Air Force job circular, join Bangladesh Air Force officer, BAF officer cadet eligibility, Air Force pilot job Bangladesh, GD(P) officer job, ATC officer job Bangladesh, ADWC officer job circular, Bangladesh Air Force online application, joinairforce baf mil bd, Air Force officer training Bangladesh, BAF academy training details, Bangladesh Air Force salary and benefits, Air Force officer age limit, Bangladesh military officer job, defence job circular Bangladesh, Air Force selection process ISSB, Bangladesh Air Force education qualification, latest defence job circular 2026

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments