এসইও এক্সপার্ট নিয়োগ বিজ্ঞপ্তি
Care Guide
পদ: এসইও এক্সপার্ট (লোকাল ও অফ-পেজ)
কর্মস্থল: অন-সাইট
শিফট: নাইট শিফট
বেতন
অভিজ্ঞতা অনুযায়ী (সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত)
পদসংখ্যা
একাধিক
কর্মস্থল
মহাখালী, গুলশান রোড, ঢাকা
অফিস সময়
রাত ৭টা থেকে ভোর ৪টা পর্যন্ত
(সোমবার থেকে শুক্রবার)
আমাদের সম্পর্কে
Care Guide BD একটি দ্রুত বর্ধনশীল
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যা মানসম্মত হোম কেয়ার সেবা
প্রদান করে আসছে এবং যুক্তরাষ্ট্রভিত্তিক বাজারে শক্ত অবস্থান গড়ে তুলেছে। আমরা
পেশাদারিত্ব, দক্ষতা উন্নয়ন এবং সহায়ক কর্মপরিবেশকে সর্বোচ্চ
গুরুত্ব দিয়ে থাকি।
আমাদের হোম কেয়ার কার্যক্রমকে আরও শক্তিশালী করতে
Care Guide BD একটি দক্ষ ও অভিজ্ঞ SEO Expert নিয়োগ দিতে
আগ্রহী।
প্রধান দায়িত্বসমূহ
- অন-পেজ, অফ-পেজ ও টেকনিক্যাল SEO কৌশল পরিকল্পনা ও বাস্তবায়ন
- কীওয়ার্ড রিসার্চ, প্রতিযোগী বিশ্লেষণ ও SEO
অডিট পরিচালনা
- Google Analytics ও Search Console ব্যবহার
করে SEO পারফরম্যান্স পর্যবেক্ষণ ও রিপোর্ট তৈরি
- Core Web Vitals উন্নয়ন, স্কিমা
মার্কআপ ও E-E-A-T নীতিমালা অনুসরণ নিশ্চিত করা
- কনটেন্ট ও ডেভেলপমেন্ট টিমের সঙ্গে সমন্বয় করে SEO অপ্টিমাইজেশন
বাস্তবায়ন
যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা
কম্পিউটার সায়েন্স অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (BSc) ডিগ্রি
অভিজ্ঞতা
- SEO বিষয়ে ন্যূনতম ৩ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা
- আন্তর্জাতিক বা যুক্তরাষ্ট্রভিত্তিক SEO প্রজেক্টে
কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
- পূর্বের কাজের পোর্টফোলিও জমা দেওয়া আবশ্যক
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
সুবিধাসমূহ
- প্রতিযোগিতামূলক বেতন
- যাতায়াত ভাতা
- বছরে ৩ (তিন)টি উৎসব বোনাস
- পারফরম্যান্স বোনাস
- সাপ্তাহিক ছুটি: শনিবার ও রবিবার
- বার্ষিক বেতন পর্যালোচনা
- ক্যারিয়ার উন্নয়ন ও পেশাগত প্রশিক্ষণের সুযোগ
- বন্ধুত্বপূর্ণ ও সহায়ক কর্মপরিবেশ
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) পাঠাতে হবে নিচের ই-মেইল ঠিকানায়:
অথবা
ওয়েবসাইটের ক্যারিয়ার পেজে ভিজিট করুন:
👉 https://careguidebd.com/career/
আবেদনের শেষ তারিখ
২৬ জানুয়ারি ২০২৬
নিয়োগ
বিজ্ঞপ্তি:
Care Guide- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: Care Guide, bdjobs
আবেদন প্রক্রিয়া: hr@careguidebd.com
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
SEO Expert job in Bangladesh, SEO job Dhaka night shift,
Care Guide BD job circular, SEO expert vacancy Dhaka, local SEO expert job, off
page SEO job Bangladesh, on site SEO job Dhaka, night shift digital marketing
job, US based SEO project job, SEO specialist job Bangladesh, healthcare
company SEO job, Mohakhali Gulshan job circular, SEO job salary 50000,
experienced SEO expert job, technical SEO job Bangladesh, Google Analytics SEO
job, Search Console expert job, digital marketing job Dhaka, latest SEO job
circular 2026, private company SEO job Bangladesh
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন
প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব
নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু
প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত
সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো
ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন
প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে
সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন
প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক
লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ
ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী
ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন
যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে
দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও
শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments