Type Here to Get Search Results !

Svantex Asia Ltd. এ সিনিয়র মার্চেন্ডাইজার নিয়োগ

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN 0



Svantex Asia Ltd. এ সিনিয়র মার্চেন্ডাইজার নিয়োগ

 

নিয়োগ বিজ্ঞপ্তি: সিনিয়র মার্চেন্ডাইজার (নিট বিভাগ)

প্রতিষ্ঠান: Svantex Asia Ltd.
অবস্থান: বারিধারা ডিওএইচএস, ঢাকা
ওয়েবসাইট:
www.svantexasia.com

 

প্রতিষ্ঠান পরিচিতি:

Svantex Asia Ltd. একটি সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক এজেন্সি, যা ২০০৭ সালে টেক্সটাইল ও পোশাক শিল্পে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি নিখুঁত কাজ ও ক্রেতার চাহিদা পূরণে সর্বোচ্চ মনোযোগ দেয়। এর প্রধান কার্যালয় সুইডেনে এবং বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ অফিস রয়েছে।

 

পদের নাম: সিনিয়র মার্চেন্ডাইজার (নিট বিভাগ)

পদের সংখ্যা: ১টি
কর্মস্থল: অফিসে (ঢাকা)
চাকরির ধরন: পূর্ণকালীন
আবেদনের শেষ তারিখ: ১৪ নভেম্বর ২০২৫

 

মূল দায়িত্বসমূহ:

  • ক্রয়কারী হাউস ও কারখানায় নিয়মিত অর্ডার ব্যবস্থাপনা।
  • মার্কেটিং ও মার্চেন্ডাইজিং সংক্রান্ত নীতিমালা প্রণয়ন।
  • অধীনস্থ কর্মীদের তত্ত্বাবধান, সমন্বয় ও নির্দেশনা প্রদান।
  • নমুনা পণ্যের কনজাম্পশন ও কস্টিং প্রস্তুত করা।
  • ক্রেতা ও সরবরাহকারীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা।
  • কাপড়, এক্সেসরিজ ইত্যাদি সোর্সিংয়ের দায়িত্ব পালন।
  • ক্রয়াদেশ ও কস্ট প্যাকেজ পর্যালোচনা।
  • ডেলিভারির অগ্রগতি পর্যবেক্ষণ এবং নমুনা জমা দেওয়ার ব্যবস্থাপনা।

 

যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি অথবা মার্চেন্ডাইজিং-এ এমবিএ/বিবিএ।
  • কমপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা, বিশেষত ক্রয়কারী হাউস ব্যবসায়।
  • ইংরেজিতে চমৎকার যোগাযোগ দক্ষতা।
  • সরবরাহকারীদের মূল্য, মান, উৎপাদন ক্ষমতা ও সময়সীমা সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান।
  • টেকনিক্যাল প্রোডাকশন ও মার্চেন্ডাইজিং-এ বাস্তব অভিজ্ঞতা।
  • ছোট-বড় পরিমাণে নিট পোশাক (টপ, বটম, গার্লস, বয়েজ, লেডিস, মেন্স) উন্নয়নে দক্ষতা।
  • আন্তর্জাতিক ক্রয়কারী বা ট্রেডিং হাউস ও লিয়াজোঁ অফিসে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

 

প্রতিষ্ঠান যা অফার করছে:

  • প্রতিযোগিতামূলক বেতন ও সুবিধা।
  • পেশাগত উন্নয়ন ও ক্যারিয়ার গ্রোথের সুযোগ।
  • উদ্ভাবনী ও সহযোগিতামূলক কর্মপরিবেশ।

বেতন: আলোচনা সাপেক্ষে

 

অন্যান্য সুবিধাসমূহ:

  • মোবাইল বিল প্রদান
  • সপ্তাহে ২ দিন ছুটি
  • প্রভিডেন্ট ফান্ড
  • সম্পূর্ণ ভর্তুকিসহ লাঞ্চ ও স্ন্যাকস সুবিধা
  • বার্ষিক বেতন পর্যালোচনা
  • বছরে ২টি উৎসব ভাতা
  • কোম্পানির নীতিমালা অনুযায়ী অতিরিক্ত সুবিধা

 

আবেদনের পদ্ধতি:

আগ্রহী প্রার্থীরা সিভি ও কভার লেটার পাঠাতে পারেন নিচের ঠিকানায় —
ইমেইল:
hr@svantexasia.com
Subject Line: Application for Senior Merchandiser, Knit – [আপনার নাম]

 

প্রতিষ্ঠানের ঠিকানা:

Svantex Asia Ltd.
বাড়ি নং: ৫২৫ (পঞ্চম তলা), লেন: ১০, বারিধারা ডিওএইচএস, বারিধারা, ঢাকা।
ব্যবসার ধরন: সুইডিশ ট্রেডিং হাউস

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


Svantex Asia Ltd.- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: Svantex Asia Ltd.

 

আবেদন প্রক্রিয়া: ইমেইল: hr@svantexasia.com

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

Svantex Asia job circular, Svantex Asia Ltd job circular 2025, Senior Merchandiser job in Dhaka, Knit Merchandiser job Bangladesh, Merchandiser job circular 2025, Garments job circular Bangladesh, Buying house job circular 2025, Textile engineering job in Bangladesh, Merchandising job in Dhaka, Garments sector job 2025, Senior Merchandiser knit job, Trading house job Bangladesh, Svantex job application, Garments job vacancy in Dhaka, Knit production job circular 2025, Merchandiser career opportunity, Bangladesh apparel job news, latest garments job circular, Buying house career opportunity 2025, Svantex Asia career.

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments