Type Here to Get Search Results !

হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN 0



হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি

 

পদবী: ম্যানেজার, গবেষণা ও উন্নয়ন (R&D – Formulations)
কাজের ধরণ: স্থায়ী
বিভাগ: পণ্য উন্নয়ন (Product Development)
কর্মস্থল: প্লান্ট, রাজেন্দ্রপুর, গাজীপুর

 

প্রতিষ্ঠান পরিচিতি:

হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর একটি, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন রেগুলেটরি অথরিটি যেমন— EU-GMP, TGA (অস্ট্রেলিয়া), NPRA (মালয়েশিয়া), MCAZ (জিম্বাবুয়ে), TFDA (তানজানিয়া), NAFDAC (নাইজেরিয়া) প্রভৃতির অনুমোদনপ্রাপ্ত।
প্রতিষ্ঠানটি দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিকে নিম্নলিখিত পদে নিয়োগ দিতে আগ্রহী।

 

দায়িত্ব ও কর্তব্যসমূহ:

  • নতুন পণ্যের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম QbD (Quality by Design) ও অন্যান্য রেগুলেটরি শর্তাবলী অনুযায়ী সংগঠিত ও তত্ত্বাবধান করা।
  • সকল কার্যক্রমে GMP (Good Manufacturing Practice), ডেটা ইন্টেগ্রিটি, সঠিক ডকুমেন্টেশন অনুসরণ নিশ্চিত করা।
  • রেগুলেটরি অডিটের প্রস্তুতির জন্য Corrective and Preventive Actions (CAPA) বাস্তবায়ন করা।
  • বিদ্যমান পণ্যের প্রযুক্তিগত সমস্যা সমাধানে দলের সদস্যদের সাথে সমন্বয় করা।
  • গবেষণা ও উন্নয়ন বিভাগের সকল প্রাসঙ্গিক নথিপত্র পর্যালোচনা ও অনুমোদন প্রদান করা।
  • দলীয় সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং কাজের গুণগত মান বজায় রাখা।
  • বিভাগের সম্পদের কার্যকর ও দক্ষ ব্যবহার নিশ্চিত করা।
  • দলের সদস্যদের জন্য সুস্থ, সহযোগিতামূলক ও ইতিবাচক কর্মপরিবেশ বজায় রাখা।

 

যোগ্যতা:

  • যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে এম. ফার্ম (M.Pharm) ডিগ্রিধারী হতে হবে।
  • ফার্মাসিউটিক্যাল শিল্পে ন্যূনতম ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ফলাফলমুখী ও দায়িত্বশীল প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

 

বেতন ও সুবিধাদি:

  • কোম্পানির নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

 

আবেদনের নিয়ম:

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন অথবা হার্ড কপি সিভি পাঠাতে পারেন নিম্নলিখিত ঠিকানায়।
খামের উপরে অবশ্যই “Manager, R&D (Formulations)” পদবীটি উল্লেখ করতে হবে।

 

ঠিকানা:
মানবসম্পদ বিভাগ (HR Department)
হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড
গাজারিয়াপাড়া, ডাকঘর: মির্জাপুর বাজার
রাজেন্দ্রপুর, গাজীপুর-১৭০৩, বাংলাদেশ।
ফোন: (০২) ৯৬৩২১৭৫-৭৬ (এক্সটেনশন: ১২০১)
ওয়েবসাইট:
www.hplbd.com

 

আবেদনের শেষ তারিখ: ২০ নভেম্বর ২০২৫

 

অতিরিক্ত তথ্য:

  • শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
  • আমরা একটি সমঅধিকার ভিত্তিক নিয়োগদাতা প্রতিষ্ঠাননারী ও পুরুষ উভয়কেই আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
  • যেকোনো প্রকার ব্যক্তিগত যোগাযোগ বা প্রভাব খাটানোর চেষ্টা প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
  • আমরা শুধু একটি চাকরি নয়, একটি দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গঠনের সুযোগ প্রদান করি।

 

প্রধান কার্যালয়:
Nasir Trade Centre (Level 08, 09 & 14)
৮৯, বীর উত্তম সি. আর. দত্ত রোড, ঢাকা-১২০৫

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে  -প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে

 

আবেদন প্রক্রিয়া: ইমেইল: ঠিকানা:
মানবসম্পদ বিভাগ (HR Department)
হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড
গাজারিয়াপাড়া, ডাকঘর: মির্জাপুর বাজার
রাজেন্দ্রপুর, গাজীপুর-১৭০৩, বাংলাদেশ।
ফোন: (০২) ৯৬৩২১৭৫-৭৬ (এক্সটেনশন: ১২০১)
ওয়েবসাইট: www.hplbd.com

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

Healthcare Pharmaceuticals job circular, Healthcare Pharmaceuticals Limited job 2025, Healthcare Pharmaceuticals career, Healthcare Pharma BD job, Healthcare Pharmaceuticals Limited Bangladesh, Healthcare Pharmaceuticals job apply online, Healthcare Pharma job circular today, Healthcare Pharmaceuticals new job notice, Healthcare Pharmaceuticals job vacancy, Healthcare Pharmaceuticals Ltd recruitment 2025, Healthcare Pharmaceuticals job circular BD, Healthcare Pharma career opportunity, Healthcare Pharmaceuticals job news, BD Pharma job circular 2025, Healthcare Pharmaceuticals Limited career opportunity, Healthcare Pharma Bangladesh job, Healthcare Pharmaceuticals employment, Healthcare Pharmaceuticals job circular application form, Healthcare Pharmaceuticals recent jobs, Healthcare Pharmaceuticals job in Dhaka.


ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments