CARE Bangladesh-এর নিয়োগ বিজ্ঞপ্তিটি
পদবী: ল্যাব
টেকনিশিয়ান – পানি মান বিশ্লেষণ
প্রকল্পের নাম: WASH সেক্টর
পদসংখ্যা: ০১ জন
কর্মস্থল: CARE Bangladesh, উখিয়া
ফিল্ড অফিস
চুক্তির মেয়াদ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬
পর্যন্ত
I. চাকরির
সারসংক্ষেপ:
CARE সম্পর্কে
সংক্ষেপে: CARE একটি আন্তর্জাতিক মানবিক ও উন্নয়নমূলক
সংস্থা, যা সারা বিশ্বে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর
জীবনমান উন্নয়নে কাজ করে। প্রতি বছর CARE ১০০টিরও বেশি দেশে
লক্ষ লক্ষ মানুষের কাছে সহায়তা ও সেবা পৌঁছে দেয়। CARE-এ কাজ
করা মানে একটি বৈশ্বিক আন্দোলনের অংশ হওয়া — যেখানে মানুষ একসঙ্গে কাজ করে সমাজে
টেকসই পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে।
CARE-এ কাজ
করার অভিজ্ঞতা: CARE একটি মিশন-চালিত মানবিক প্রতিষ্ঠান,
যেখানে প্রতিদিন শেখার সুযোগ রয়েছে। এখানে আপনি দক্ষ সহকর্মীদের
সঙ্গে কাজ করার, নতুন ধারণা প্রয়োগ করার এবং মানুষের জীবনে
ইতিবাচক প্রভাব ফেলার সুযোগ পাবেন। CARE সকলের জন্য একটি
নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
পদের উদ্দেশ্য ও
ভূমিকা:
“ল্যাব
টেকনিশিয়ান – পানি মান বিশ্লেষণ” পদে নিয়োজিত ব্যক্তি মাঠ পর্যায়ে পানীয় জলের গুণগত মান নিশ্চিত করা, উৎপাদন বোরহোল ও নেটওয়ার্কের নিয়মিত পানি
পর্যবেক্ষণ পরিচালনা এবং পানি বিশ্লেষণ ব্যবস্থা উন্নয়নের দায়িত্বে থাকবেন। এছাড়া
মাঠ পর্যায়ে পানি নমুনা সংগ্রহ, তথ্য সংরক্ষণ, যন্ত্রপাতি ক্যালিব্রেশন এবং ই-কোলাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
বিশেষ দ্রষ্টব্য: নির্বাচিত প্রার্থীকে উখিয়ার মরিচ্চা এলাকায় CARE WASH Water Quality Testing Laboratory-তে
অবস্থান করতে হবে এবং টিমের সঙ্গে থেকে মাঠ পর্যায়ের দায়িত্ব পালন করতে হবে।
II. দায়িত্ব ও
করণীয়:
🔹 ১. প্রোগ্রামভিত্তিক পানীয় জলের মান পরীক্ষা (সময়: ৪০%)
- সকল টিউবওয়েল (TW) ও পাইপ নেটওয়ার্কের পানীয় জলের মান
পরীক্ষা করা।
- পরীক্ষার মান WHO ও WASH সেক্টরের
নির্ধারিত মান অনুযায়ী নিশ্চিত করা।
- প্রতিদিন প্রায়
৫০টি নমুনায় E.coli পরীক্ষা
সম্পন্ন করা।
- রাসায়নিক, জৈবিক ও ভৌত উপাদানের বিশ্লেষণ
সম্পন্ন করা।
🔹 ২. নমুনা সংগ্রহ ও পরীক্ষণ পদ্ধতি বাস্তবায়ন (সময়: ১৫%)
- নমুনা সংগ্রহের
সময় নিরাপদ পদ্ধতি নিশ্চিত করা ও পর্যবেক্ষণ টুল তৈরি করা।
- পরিবার পর্যায়ে
সংরক্ষিত পানির মান পরীক্ষা করে স্বাস্থ্য সচেতনতা মূল্যায়ন করা।
- EPA অনুমোদিত
কিট ব্যবহার করে রাসায়নিক উপাদানের পরীক্ষা করা।
- যন্ত্রের
ক্যালিব্রেশন নিশ্চিত করা।
🔹 ৩. কর্মীদের সক্ষমতা বৃদ্ধি ও পরিবেশ ব্যবস্থাপনা (সময়: ২০%)
- পানি নমুনা
সংগ্রহ ও পরীক্ষার পদ্ধতি নিয়ে কর্মীদের প্রশিক্ষণ প্রদান।
- মাঠ পর্যায়ের
কার্যক্রমের জন্য টুলস ও নির্দেশিকা সরবরাহ।
- বর্জ্যপানি
ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে পরামর্শ দেওয়া।
- যন্ত্রপাতি
ব্যবহারের বিষয়ে অভ্যন্তরীণ টিমকে প্রশিক্ষণ প্রদান।
🔹 ৪. বিশ্লেষণ, প্রতিবেদন ও তথ্য শেয়ারিং (সময়: ১৫%)
- পরীক্ষার ফলাফল
বিশ্লেষণ করে হাইজিন প্রমোশন টিমের সঙ্গে সমন্বয় করা।
- মাসিক রিপোর্ট, কার্যক্রম পরিকল্পনা ও কভারেজ
প্রতিবেদন প্রস্তুত করা।
- বর্জ্যপানির
নমুনা সংগ্রহ করে BOD, COD, FC ইত্যাদি পরীক্ষা করা।
- স্বতন্ত্রভাবে
ল্যাব পরিচালনা করার সক্ষমতা প্রদর্শন করা।
🔹 ৫. সমন্বয় ও যোগাযোগ (সময়: ৫%)
- CARE WASH টিম, UNICEF ও অন্যান্য অংশীদারদের সঙ্গে
নিয়মিত সমন্বয় রক্ষা করা।
- মাঠ পর্যায়ে
স্বেচ্ছাসেবক ও কর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা।
- রিপোর্ট ও কাজ
সময়মতো সম্পন্ন করা।
🔹 ৬. নিরাপত্তা ও নৈতিক দায়িত্ব (সময়: ৫%)
- CARE Bangladesh-এর নিরাপত্তা নীতি অনুসরণ করা ও রিপোর্টিং বজায় রাখা।
- যৌন হয়রানি, শোষণ ও অনৈতিক আচরণের বিরুদ্ধে CARE-এর জিরো টলারেন্স নীতি মেনে চলা।
- শিশু ও দুর্বল
ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করা।
III. রিপোর্টিং:
টেকনিক্যাল ম্যানেজার
– WASH
IV. কর্মস্থল:
CARE Bangladesh, উখিয়া ফিল্ড অফিস, কক্সবাজার রিজিওনাল অফিসের
আওতাধীন।
V. যোগ্যতা ও
অভিজ্ঞতা:
- মাইক্রোবায়োলজি
বা কেমিস্ট্রিতে স্নাতক ডিগ্রি।
- পানি মান
পরীক্ষাগারে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা।
- পানি পরীক্ষার
যন্ত্র পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
- জরুরি
পরিস্থিতিতে (Emergency Context) কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
- ল্যাব উন্নয়ন ও
প্রযুক্তিগত সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা।
- QGIS বা ArcGIS
সফটওয়্যার জানা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
- দলীয় কাজে
নেতৃত্বদানের মনোভাব এবং CARE-এর
মিশন ও ভিশনের প্রতি প্রতিশ্রুতি থাকতে হবে।
বেতন ও সুযোগ:
মাসিক বেতন: ৭০,৮৩৫ টাকা
(আলোচনাযোগ্য)
আবেদনের নিয়ম:
উপরের যোগ্যতা
পূরণকারী প্রার্থীরা ১৫ নভেম্বর, ২০২৫ তারিখের মধ্যে www.bdjobs.com ওয়েবসাইটের
মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিশেষ নির্দেশনা:
- CARE Bangladesh একটি সমান সুযোগের নিয়োগদাতা (Equal Opportunity
Employer)।
- ফোনকল বা
ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে প্রভাব খাটানোর চেষ্টা করলে প্রার্থী বাতিল বলে
গণ্য হবে।
- প্রতিবন্ধী
প্রার্থীরা যোগ্য হলে সাক্ষাৎকারের নিশ্চয়তা পাবেন।
- নিয়োগ
প্রক্রিয়ায় কোনো অর্থ প্রদান করতে হয় না; অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে
গণ্য হবে।
- CARE যৌন
হয়রানি, বৈষম্য, নির্যাতন ও
অনৈতিক আচরণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে।
- CARE Inter-Agency
Misconduct Disclosure Scheme-এর আওতায় কাজ করে; তাই পূর্ববর্তী নিয়োগকর্তাদের নৈতিকতার তথ্য যাচাই করা হবে।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
CARE Bangladesh - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে
হবে।
সূত্র: CARE Bangladesh, bdjobs
আবেদন প্রক্রিয়া: https://hotjobs.bdjobs.com/jobs/care/care1711.html
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
CARE Bangladesh job circular, CARE Bangladesh career, NGO
job circular 2025, NGO jobs in Bangladesh, CARE Bangladesh new job, CARE BD job
apply, NGO career opportunity Bangladesh, development organization job
Bangladesh, international NGO job circular, CARE Bangladesh vacancy, recent NGO
job circular, CARE Bangladesh employment, CARE Bangladesh recruitment, NGO jobs
Dhaka, CARE Bangladesh job portal, CARE Bangladesh application process, CARE
Bangladesh salary structure, CARE job opportunity 2025, CARE foundation jobs,
career at CARE Bangladesh
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)
.png)

Post a Comment
0 Comments