দ্য স্ট্রাকচারাল
ইঞ্জিনিয়ার্স লিমিটেড কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি
দ্য স্ট্রাকচারাল
ইঞ্জিনিয়ার্স লিমিটেড (SEL)
মূলনীতি: Quality Comes First, Profit is Its Logical Sequence
পদের নাম: অ্যাডমিন ম্যানেজার
(ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট)
পদ সংখ্যা: নির্দিষ্ট নয়
কর্মস্থল: ঢাকা
চাকরির ধরণ: পূর্ণকালীন
মূল দায়িত্বসমূহ
ফ্যাসিলিটি অপারেশনস
ও রক্ষণাবেক্ষণ
- অফিস ভবন, বিদ্যুৎ, পানি,
প্লাম্বিং, HVAC এবং জেনারেটর সিস্টেমের
নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।
- ডাউনটাইম কমানোর
জন্য প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করা।
- ভবন সংস্কার, মেরামত ও সম্প্রসারণ কাজ সমন্বয় করা।
- অফিস প্রাঙ্গণে
নিরাপত্তা, পরিচ্ছন্নতা
ও পরিবেশগত মান বজায় রাখা।
হাউজকিপিং ও অফিস
পরিচ্ছন্নতা
- অভ্যন্তরীণ বা
আউটসোর্সড টিমের মাধ্যমে দৈনিক হাউজকিপিং কার্যক্রম তত্ত্বাবধান করা।
- অফিস, টয়লেট, ক্যান্টিন
ও সাধারণ স্থানের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতার মান নির্ধারণ ও মনিটর করা।
- নিয়মিত
পরিদর্শনের মাধ্যমে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা।
পরিবহন ও যানবাহন
ব্যবস্থাপনা
- কোম্পানির গাড়ি
পরিচালনা, রুট
পরিকল্পনা, ড্রাইভার শিডিউলিং ও জ্বালানি ব্যবস্থাপনা
তদারকি করা।
- যানবাহনের
রেজিস্ট্রেশন, ফিটনেস,
বীমা ও রক্ষণাবেক্ষণ রেকর্ড সংরক্ষণ করা।
- নিরাপত্তা ও খরচ
দক্ষতা বজায় রেখে পরিবহন কার্যক্রম পরিচালনা।
ক্যান্টিন ও খাদ্য
ব্যবস্থাপনা
- ক্যান্টিন
কার্যক্রমের মান, স্বাস্থ্যবিধি
ও মূল্যসাশ্রয় নিশ্চিত করা।
- খাদ্য
সরবরাহকারীদের সাথে চুক্তি, মেনু
পরিকল্পনা ও প্রতিক্রিয়া সংগ্রহ করা।
- খাদ্য নিরাপত্তা
ও কর্মচারীদের কল্যাণ সংক্রান্ত নিয়ম মেনে চলা।
অফিস সামগ্রী ও
ইউটিলিটি ব্যবস্থাপনা
- অফিসের
স্টেশনারি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর ক্রয়, সংরক্ষণ ও বিতরণ তদারকি করা।
- ব্যবহার
পর্যবেক্ষণ ও অপচয় রোধে নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়ন করা।
- বিদ্যুৎ, পানি, ইন্টারনেট,
এসি ও জেনারেটরসহ সব ইউটিলিটি সার্ভিস নিরবচ্ছিন্ন রাখা।
বাজেট ও প্রতিবেদন
- রক্ষণাবেক্ষণ, ইউটিলিটি ও লজিস্টিক খাতে বার্ষিক
বাজেট প্রণয়ন ও ব্যয় নিয়ন্ত্রণ করা।
- মাসিক ব্যয়
বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি ও উন্নয়নমূলক সুপারিশ প্রদান করা।
- ফ্যাসিলিটি
পারফরম্যান্স ও খরচ সাশ্রয় সংক্রান্ত রিপোর্ট প্রস্তুত করা।
শিক্ষাগত যোগ্যতা
- ব্যবসায়
প্রশাসনে স্নাতক (BBA) / প্রকৌশল
(BEngg) / কলা (BA) / বাণিজ্য (BBS)
- পরিকল্পনা, সমন্বয়, যোগাযোগ,
সমস্যা সমাধান, ভেন্ডর ম্যানেজমেন্ট ও
দরকষাকষিতে দক্ষ হতে হবে।
অভিজ্ঞতা
- ৮ থেকে ১৫ বছরের
অভিজ্ঞতা থাকতে হবে।
- রিয়েল এস্টেট
বা ডেভেলপার প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অতিরিক্ত যোগ্যতা
- বয়সসীমা:
সর্বোচ্চ ৪৫ বছর
- নারী ও পুরুষ
উভয়েই আবেদন করতে পারবেন।
- সূক্ষ্ম
বিশ্লেষণ ক্ষমতা, নেতৃত্বদানের
দক্ষতা ও আন্তঃব্যক্তিক সম্পর্ক গঠনে পারদর্শী হতে হবে।
💰 বেতন: আলোচনাসাপেক্ষ
📍 কর্মস্থল: SEL Centre, 29, West Panthapath, Dhaka
🌐 ওয়েবসাইট: www.sel.com.bd
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা hr@sel.com.bd ঠিকানায়
আপডেটেড সিভি ইমেইল করুন।
বিষয় লাইনে লিখতে
হবে: Admin Manager (Facility Management)
আবেদন করার আগে
নিশ্চিত হয়ে নিন যে আপনি সত্যিই চাকরি পরিবর্তনে আগ্রহী। শর্টলিস্টেড হওয়ার পর
সাক্ষাৎকারে অনুপস্থিত থাকলে ভবিষ্যতে বিবেচনা করা নাও হতে পারে।
আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২৫
সংক্ষেপে: SEL তাদের প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর
করতে অভিজ্ঞ ও দক্ষ একজন Admin Manager (Facility Management) খুঁজছে। ভবন রক্ষণাবেক্ষণ, যানবাহন ব্যবস্থাপনা,
হাউজকিপিং, ক্যান্টিন অপারেশন ও ইউটিলিটি
সার্ভিসে দক্ষতা থাকলে এটি হতে পারে আপনার পরবর্তী ক্যারিয়ার পদক্ষেপ।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
দ্য স্ট্রাকচারাল
ইঞ্জিনিয়ার্স লিমিটেড - প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে
হবে।
সূত্র: দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড
আবেদন প্রক্রিয়া: আবেদন পাঠানোর ঠিকানা: hr@sel.com.bd
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে,
তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে
যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির
ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
Structural Engineers Ltd Job Circular, SEL Job Circular
2025, The Structural Engineers Ltd Admin Manager Job, SEL চাকরির
বিজ্ঞপ্তি, Structural Engineers চাকরি, প্রশাসন ব্যবস্থাপক নিয়োগ বিজ্ঞপ্তি, SEL এ চাকরি
২০২৫, Facility Management চাকরি, Admin Manager পদে চাকরি, রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি, ঢাকায় চাকরির খবর, অফিস ম্যানেজমেন্ট চাকরি,
Building maintenance চাকরি বাংলাদেশ, Vendor Management চাকরি, SEL Centre Panthapath Job Circular, hr@sel.com.bd job
apply, বাংলাদেশে অ্যাডমিন ম্যানেজার নিয়োগ বিজ্ঞপ্তি, রিয়েল এস্টেট সেক্টরে চাকরির খবর, Business Administration চাকরি, Admin Division চাকরির সুযোগ।
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments