ব্লেসিং গ্রুপে নিয়োগ
বিজ্ঞপ্তি
পদবী: এক্সিকিউটিভ (ফরেন ট্রেড)
প্রতিষ্ঠান পরিচিতি: ব্লেসিং গ্রুপ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয়
শিল্পগোষ্ঠী, যা কেমিক্যাল,
কৃষি ব্যবসা ও পেইন্ট খাতে সফলভাবে কাজ করছে। মানুষের জীবনমান
উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিত্যনতুন উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করছে।
বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও সুপরিচিত পেইন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান রোক্সি
পেইন্ট লিমিটেড ব্লেসিং গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। এছাড়া ব্লেসিং
এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড কৃষি উন্নয়নে অবদান রেখে চলেছে উন্নত মানের
কৃষি রাসায়নিক ও অ্যাকুয়া মেডিসিন সরবরাহের মাধ্যমে।
পদের নাম: এক্সিকিউটিভ
(ফরেন ট্রেড)
পদসংখ্যা: ০৩ জন
কর্মস্থল: প্রধান কার্যালয়, ধানমন্ডি, ঢাকা
শিক্ষাগত যোগ্যতা:
- ইংরেজিতে স্নাতক
বা স্নাতকোত্তর ডিগ্রি।
- ইংরেজিতে ভালো
দক্ষতা থাকলে যেকোনো বিষয়ে ডিগ্রিধারী আবেদন করতে পারবেন।
অতিরিক্ত যোগ্যতা:
- যেকোনো
স্বনামধন্য প্রতিষ্ঠানে ৩–৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- কেমিক্যাল
ইন্ডাস্ট্রি, এগ্রোভেট
ইন্ডাস্ট্রি বা ট্রেডিং ব্যবসায় কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার
পাবেন।
- প্রার্থীকে
অবশ্যই ঢাকায় পরিবারের সঙ্গে বসবাসকারী হতে হবে।
- ইংরেজি ভাষায়
(লিখিত ও মৌখিক) চমৎকার দক্ষতা থাকতে হবে।
- IELTS স্কোর
ভালো হলে বিশেষ সুবিধা দেওয়া হবে।
- H.S কোড ও
কাস্টমস নিয়মাবলী সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে।
দায়িত্ব ও কর্তব্য:
- বিদ্যমান বিদেশি
সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ রাখা ও নতুন উৎস অনুসন্ধান করা।
- এলসি (L/C) সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন
করা।
- এলসি শিপিং
ডকুমেন্ট যাচাই করা।
- ব্যাংকের সঙ্গে
যোগাযোগ রক্ষা ও এলসি হিসাব হালনাগাদ রাখা।
- সিএনএফ (C&F) এজেন্টের সঙ্গে সমন্বয় রেখে
জাহাজ ও কাস্টমস সংক্রান্ত তথ্য হালনাগাদ রাখা।
- আন্তর্জাতিক ও
স্থানীয় বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে ব্যবস্থাপনাকে অবহিত করা।
- মার্কেটিং টিমের
সঙ্গে কাজ করে নতুন পণ্যের উন্নয়ন করা।
- আমদানির জন্য
প্রয়োজনীয় পণ্যের তালিকা প্রস্তুত করা।
- কাস্টমস ও
আমদানি সম্পর্কিত সর্বশেষ নিয়ম ও তথ্য সম্পর্কে অবহিত থাকা।
- ব্যবস্থাপনার
নির্দেশ অনুসারে অন্যান্য সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করা।
⏰ চাকরির ধরন: ফুল
টাইম
💰 বেতন: আলোচনা সাপেক্ষে
🎁 সুবিধাসমূহ: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রযোজ্য সকল সুবিধা প্রদান
করা হবে।
আবেদনের নিয়মাবলি: যোগ্য ও আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা ছবিসহ বিস্তারিত
জীবনবৃত্তান্ত (CV) নিচের
ঠিকানায় সরাসরি পাঠানোর অনুরোধ করা হচ্ছে।
আবেদনের শেষ তারিখ: ০৭ ডিসেম্বর ২০২৫
ওয়েবসাইট: www.blessinggroup.net
নিয়োগ
বিজ্ঞপ্তি:
ব্লেসিং গ্রুপ- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত
যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: ব্লেসিং গ্রুপ, bdjobs
আবেদন প্রক্রিয়া: আবেদন পাঠানোর ঠিকানা: https://hotjobs.bdjobs.com/jobs/blessing/blessing52.htm
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে,
তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে
যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির
ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
Blessing Group Job Circular 2025, Blessing Group
Bangladesh Job, Blessing Group Career, Blessing Group Executive Job, Blessing
Group Foreign Trade Executive, Blessing Group Dhanmondi Job, Blessing Group
Latest Job Circular, Blessing Group চাকরির খবর, ব্লেসিং গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, ব্লেসিং গ্রুপ
চাকরি, Blessing Group Apply Online, Blessing Agrovet Job Circular,
Blessing Chemical Company Job, Roxy Paint Job Circular, Blessing Group Head
Office Job, Blessing Group Vacancy, Blessing Group Application Deadline,
Blessing Group CV Drop, Blessing Group Dhaka Office Job, Blessing Group Job
Update 2025
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments