Type Here to Get Search Results !

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN 0



চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

 

নিয়োগ বিজ্ঞপ্তি

ভূমি মন্ত্রণালয়ের অনুমোদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুরের রাজস্ব প্রশাসনের আওতাভুক্ত কিছু শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য চাঁদপুর জেলার স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। আবেদন শুধুমাত্র https://dechandpur.teletalk.com.bd ওয়েবসাইটে করতে হবে।

 

শূন্য পদ ও যোগ্যতা

১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদসংখ্যা: ১৮টি
  • বেতনস্কেল: গ্রেড ১৬ (৯৩০০-২২,৪৯০ টাকা)
  • যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমান পাশ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ টাইপের গতি।

২. সার্টিফিকেট সহকারী

  • পদসংখ্যা: ২টি
  • বেতনস্কেল: গ্রেড ১৬
  • যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাশ, কম্পিউটার ও টাইপিংয়ে দক্ষতা।

৩. নাজির কাম ক্যাশিয়ার

  • পদসংখ্যা: ২টি
  • বেতনস্কেল: গ্রেড ১৬
  • যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাশ, হিসাবরক্ষণে জ্ঞানসম্পন্ন।

৪. ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী

  • পদসংখ্যা: ২টি
  • বেতনস্কেল: গ্রেড ১৬

৫. ট্রেসার

  • পদসংখ্যা: ২টি
  • যোগ্যতা: ড্রয়িং বিষয়ে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ, কম্পিউটার দক্ষতা ও টাইপিং স্পিড।

 

আবেদন সংক্রান্ত তথ্য

  • আবেদন শুরু: ১৬ নভেম্বর ২০২৫ সকাল ১০:০০ টা
  • শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ৫:০০ টা
  • আবেদন ফি: সাধারণ প্রার্থীদের জন্য ১১২ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা (Teletalk প্রি-পেইড নম্বরের মাধ্যমে)।

 

গুরুত্বপূর্ণ নির্দেশনা

১. প্রার্থীর বয়স ১৫ নভেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
২. আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে পূরণ করতে হবে। হাতে লেখা বা ডাকযোগে আবেদন গ্রহণযোগ্য নয়।
৩. লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় সফল প্রার্থীকেই চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।
৪. চাকরিতে নিয়োজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র দাখিল করতে হবে।
৫. অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
৬. কোনো প্রকার ঘুষ, সুপারিশ বা প্রতারণা প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল করা হবে।
৭. নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

 

অনলাইন আবেদন নির্দেশনা

  • আবেদন করতে হবে https://dechandpur.teletalk.com.bd ওয়েবসাইটে।
  • ছবির আকার: ৩০০×৩০০ পিক্সেল (সর্বোচ্চ ১০০KB)
  • স্বাক্ষরের আকার: ৩০০×৬০ পিক্সেল (সর্বোচ্চ ৬০KB)
  • আবেদন জমার পর প্রাপ্ত User ID PIN ব্যবহার করে SMS এর মাধ্যমে ফি প্রদান করতে হবে।
  • প্রবেশপত্র (Admit Card) ওয়েবসাইট ও SMS এর মাধ্যমে জানানো হবে।

 

যোগাযোগ

মোহাম্মদ মোহসীন উদ্দিন
জেলা প্রশাসক, চাঁদপুর
ফোন: ০২৩৩৪৪৮৫৬১১ / ০১৭৩০০৬৭০৫০
ই-মেইল:
dcchandpur@mopa.gov.bd

 

সংক্ষেপে: এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল পদ, শর্তাবলি, আবেদন পদ্ধতি এবং ফি প্রদানের নির্দেশনা বিস্তারিতভাবে www.chandpur.gov.bd ও টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়, দৈনিক সমকাল (Thursday, October 30, 2025)

 

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, chandpur dc office job circular 2025, chandpur job circular, chandpur district job, chandpur govt job 2025, জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর চাকরির খবর, chandpur teletalk apply, chandpur gov bd job circular, bd govt job circular 2025, dc office job chandpur, চাঁদপুর সরকারি চাকরি ২০২৫, teletalk chandpur apply, বাংলাদেশ সরকারি চাকরি, govt job circular today, chandpur job news, dc chandpur circular, chandpur new job notice, chandpur district administration job, chandpur govt job apply online, bd job portal chandpur.

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments