বাংলাদেশ নৌবাহিনীতে
বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ ২০২৫
পদবী: লেফটেন্যান্ট কমান্ডার (কমিশনড অফিসার)
যোগ্যতা: এফসিপিএস/এফআরসিএস/এমআরসিপি/এমএস/এমডি বা বাংলাদেশ মেডিকেল
অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) কর্তৃক
স্বীকৃত সমমানের ডিগ্রি।
নিয়োগের ক্যাটাগরি
প্রার্থী (পুরুষ ও
মহিলা উভয়) নিম্নোক্ত বিশেষত্বে আবেদন করতে পারবেন –
- কার্ডিওলজি (Cardiology)
 - নেফ্রোলজি (Nephrology)
 - অর্থোপেডিক
     সার্জারি (Orthopedic Surgery)
 - গাইনোকোলজি (Gynecology)
 - রেডিওলজি (Radiology)
 
যোগ্যতার শর্তাবলি
- জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক।
 - বয়স: ১ জানুয়ারি ২০২৬ তারিখে সর্বোচ্চ ৪৫ বছর (এফিডেভিট
     গ্রহণযোগ্য নয়)।
 - বৈবাহিক অবস্থা: বিবাহিত বা অবিবাহিত উভয়ই আবেদন করতে পারবেন।
 - শারীরিক
     যোগ্যতা:
 - পুরুষ: উচ্চতা
      ১.৬২ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি), বুকের
      মাপ ৭৬–৮১ সেন্টিমিটার।
 - মহিলা: উচ্চতা
      ১.৫২ মিটার (৫ ফুট), বুকের
      মাপ ৭১–৭৬ সেন্টিমিটার।
 - ওজন: বয়স ও
      উচ্চতা অনুযায়ী সামরিক মানদণ্ড অনুসারে হতে হবে।
 - দৃষ্টি শক্তি: চশমাসহ স্বাভাবিক দৃষ্টি।
 
অযোগ্যতা
- কোনো সরকারি
     চাকরি বা সশস্ত্র বাহিনী থেকে বরখাস্ত/অপসারিত প্রার্থী।
 - আদালতের মাধ্যমে
     দণ্ডপ্রাপ্ত ব্যক্তি।
 - বিদেশি নাগরিকের
     সাথে বিবাহবন্ধনে আবদ্ধ প্রার্থী।
 - অন্য দেশের
     নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের অনুমতিপ্রাপ্ত প্রার্থী।
 
বাছাই ও পরীক্ষা
- প্রাথমিক লিখিত
     ও মৌখিক পরীক্ষা, স্বাস্থ্য
     পরীক্ষা এবং সাক্ষাৎকার ডিসেম্বর ২০২৫ এর মধ্যে অনুষ্ঠিত হবে।
 - প্রার্থীদেরকে
     সব শিক্ষাগত সনদ ও নম্বরপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
 - মেধা ও যোগ্যতার
     ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে।
 
প্রশিক্ষণ ও কমিশন
- প্রশিক্ষণকাল: ৪ সপ্তাহ বাংলাদেশ নৌবাহিনী একাডেমি (BNA) ও ৪ সপ্তাহ বানৌজা পতেঙ্গা-তে
     ওরিয়েন্টেশন কোর্স।
 - কমিশন: প্রশিক্ষণ শেষে সরাসরি লেফটেন্যান্ট কমান্ডার পদে
     কমিশন প্রদান করা হবে।
 - সিনিয়রিটি: যোগদানের তারিখ থেকে ৮ বছরের পশ্চাৎ প্রবীণতা (Anti-dated Seniority) প্রাপ্ত হবেন।
 
বেতন ও সুবিধা
- সরকারি বেতন
     কাঠামো ও সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা।
 - দেশ-বিদেশে
     উচ্চতর প্রশিক্ষণের সুযোগ।
 - জাতিসংঘ
     শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ।
 - নিজ সন্তানদের
     জন্য ক্যাডেট কলেজ, মিলিটারি
     ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST) ও
     নৌবাহিনীর স্কুল-কলেজে ভর্তি সুবিধা।
 - উন্নতমানের
     চিকিৎসা, আবাসন ও
     ছুটির সুযোগ।
 - নির্ধারিত
     নীতিমালা অনুযায়ী প্রাইভেট প্র্যাকটিসের অনুমতি।
 
অনলাইন আবেদন পদ্ধতি
- আবেদন করতে
     ভিজিট করুন https://joinnavy.navy.mil.bd
 - হোমপেজে “Apply Now” এ ক্লিক করে নির্দেশনা
     অনুসরণ করে আবেদন সম্পন্ন করুন।
 - আবেদন ফি ১,০০০ টাকা অনলাইন ব্যাংকিং বা মোবাইল
     ব্যাংকিং (বিকাশ, রকেট, নগদ
     ইত্যাদি) মাধ্যমে পরিশোধযোগ্য।
 - আবেদন সম্পন্ন
     হওয়ার পর প্রবেশপত্র (Admit Card) ও আবেদন ফর্ম (Form Commission-3A) প্রিন্ট
     করতে হবে।
 
আবেদনের সময়সীমা: ১ নভেম্বর ২০২৫ থেকে ২৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
যোগাযোগ
সহায়তার জন্য কল করুন:
📞 ০৯৬১৩৪৬২২১৫
(সকাল ৮টা–দুপুর ২টা)
📞 ০১৭৬৯৭০২২১৫
(সকাল ৬টা–রাত ৮টা)
অথবা ওয়েবসাইটে দেওয়া “Bulletin” সেকশনে হেল্প
নাম্বার দেখুন।
বার্তা: দেশ সেবার সুযোগ, নেতৃত্বের
চ্যালেঞ্জ এবং রোমাঞ্চকর জীবনের অভিজ্ঞতা — এখনই যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
বাংলাদেশ নৌবাহিনী- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত
যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: বাংলাদেশ নৌবাহিনী, 
- আবেদন প্রক্রিয়া: https://joinnavy.navy.mil.bd
 
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
বাংলাদেশ নৌবাহিনী চিকিৎসক নিয়োগ ২০২৫, বাংলাদেশ
নৌবাহিনী চাকরির খবর, Bangladesh Navy Specialist Doctor Job Circular
2025, Navy Doctor Job Circular Bangladesh, বাংলাদেশ নৌবাহিনী
অফিসার পদে নিয়োগ, নৌবাহিনী লেফটেন্যান্ট কমান্ডার নিয়োগ,
নৌবাহিনীতে ডাক্তার নিয়োগ বিজ্ঞপ্তি, Navy Commissioned
Officer Circular 2025, Join Bangladesh Navy Doctor Post, বাংলাদেশ
নৌবাহিনীতে আবেদন পদ্ধতি, বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল অফিসার
নিয়োগ, Navy Job Circular BD 2025, Bangladesh Navy Medical Recruitment
2025, বাংলাদেশ নৌবাহিনীর চলতি নিয়োগ বিজ্ঞপ্তি,
joinnavy.navy.mil.bd apply online.
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments