ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নির্ধারিত কিছু পদে সরাসরি
নিয়োগের জন্য যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।
প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলী সংশ্লিষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
উল্লেখযোগ্য
বিষয়:
- শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণযোগ্য।
- প্রতিটি পদের পাশে নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা
উল্লেখ করা থাকবে।
- আবেদন করতে ওয়েবসাইট ভিজিট করতে হবে।
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে
নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য আগ্রহী প্রার্থীদের অনুরোধ করা
যাচ্ছে।
বিজ্ঞপ্তি প্রকাশ: ৩০ জুলাই ২০২৫
আবেদন শুরু: ০৭ আগস্ট ২০২৫
আবেদনের শেষ: ০৭ সেপ্টম্বর ২০২৫
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড:
একটি প্রামাণ্য পরিচিতি
উৎপত্তি ও ইতিহাস
- WEWB প্রতিষ্ঠা: ১৯৯০ সালে, বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
মন্ত্রণালয়ের অধীনে “Wage Earners’ Welfare Board” নামে গঠিত হয়, যেখানে সঙ্গে চালু হয় “Wage Earners’ Welfare
Fund” ।
- আইনি স্বীকৃতি: ২০১৬ সালে বোর্ডকে আইনগত স্ব স্বায়ত্তশাসিত
শাসন কাঠামোয় রূপান্তর করা হয় "Wage Earners’ Welfare Board Act, 2018" দ্বারা এবং
পরবর্তীতে ২০১৭ সালে সংশোধন করা হয় “Expatriate Welfare Board Act”-এর মাধ্যমে ।
প্রতিষ্ঠানের আইন ও কাঠামো
- WEWB একটি বৈধ সাংবিধানিক সংস্থা হিসেবে ২০১৮ সালের আইন অনুযায়ী পরিচালিত হয়।
- বোর্ড পরিচালনা: এটি পরিচালিত হয় মন্ত্রনালয়ের অধীন একটি
বোর্ড দ্বারা, যার চেয়ারম্যান হিসেবে মন্ত্রণালয়ের সচিব থাকেন এবং অন্যান্য মন্ত্রণালয়
থেকে প্রতিনিধিরা সদস্য হিসেবে যুক্ত থাকেন ।
সদর দপ্তর ও শাখা
- সদর দপ্তর: ঢাকা শহরে “Probashi Kallyan Bhaban”, ৭১–৭২, Eskaton Garden Road–এ অবস্থিত।
- জেলা পর্যায়ে ওয়েলফেয়ার সেন্টার: বাংলাদেশে প্রায় ৩০টি
নির্বাচিত জেলায় Migrant Workers Welfare Centre (MWWC) পরিচালনা করে, যা প্রবাসী কর্মীদের
সেবা দেয় এবং কল্যাণ কার্যক্রম স্থানীয় পর্যায়ে পৌঁছে দেয়
পদের সংখ্যা: ১৫ টি
লোকবল নেবে: ৭৩ জন
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড -নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে
হবে।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড -নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড -নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড
আবেদন
করুন: https://wewb.teletalk.com.bd
আবেদনের
প্রক্রিয়া:
১। চাকরির প্রার্থীরা ০৭/০৮/২০২৫ তারিখ সকাল
১০:০০ থেকে ০৭/০৯/২০২৫ তারিখ বিকাল ৫:০০ পর্যন্ত অনলাইনে (http://wewb.teletalk.com.bd) আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন
গ্রহণযোগ্য হবে না এবং এসব আবেদন বাতিল ধরা হবে।
২। আবেদনকারীর বয়স ০১/০৮/২০২৫ তারিখে সর্বনিম্ন
১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা
সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স নির্ধারণে এসএসসি সনদ গ্রহণযোগ্য হবে; এফিডেভিট
গ্রহণযোগ্য নয়।
৩। বাংলাদেশের নাগরিক নন এমন ব্যক্তি, বাংলাদেশি
নাগরিক নয় এমন ব্যক্তিকে বিয়ে করেছেন বা করার প্রতিশ্রুতি দিয়েছেন, ফৌজদারি আদালতে দণ্ডিত, সরকারি বা স্বায়ত্তশাসিত
প্রতিষ্ঠানের চাকরি থেকে বরখাস্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
৪। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে
কর্মরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। মৌখিক
পরীক্ষায় চাকরিজীবীদের সংশ্লিষ্ট অনাপত্তি পত্র জমা দিতে হবে।
৫। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক
পরীক্ষায় নিম্নলিখিত কাগজপত্র প্রদর্শন ও সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে:
(ক) সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, আবেদন
ফরম, বাসস্থানের প্রমাণপত্র ইত্যাদি;
(খ) মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের সংশ্লিষ্ট সনদপত্র।
৬। প্রার্থী নির্বাচন সরকারি বিধি অনুযায়ী কোটা
প্রণালী অনুসরণ করে হবে এবং ভবিষ্যতে সংশোধন হলে তা প্রযোজ্য হবে। কর্তৃপক্ষের
সিদ্ধান্তই চূড়ান্ত।
৭। বিজ্ঞপ্তি সংশোধন বা সংযোজন থাকলে তা বোর্ডের
ওয়েবসাইট (www.wewb.gov.bd) ও আবেদন সাইটে
(http://wewb.teletalk.com.bd)
প্রকাশিত হবে।
৮। নির্বাচিত প্রার্থীদের লিখিত, ব্যবহারিক
(যেখানে প্রযোজ্য) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। লিখিত ও ব্যবহারিক
পরীক্ষায় উত্তীর্ণদেরই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। পরীক্ষায়
অংশগ্রহণের জন্য কোন ভাতা প্রদান হবে না।
৯। তথ্য গোপন বা ভুয়া তথ্য প্রদান করলে নিয়োগ
বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১০। কর্তৃপক্ষ যেকোনো সময় পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি বা
বিজ্ঞপ্তি বাতিলের অধিকার সংরক্ষণ করেন।
১১। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা, এতিম,
প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, তৃতীয় লিঙ্গ, আনসার ও ভিডিপি কোটায় আবেদন না করলে
পরবর্তীতে কোন কোটায় আবেদন গ্রহণযোগ্য হবে না।
১২। আবেদনপত্রে নাম, জন্মতারিখ বা
অন্যান্য গুরুত্বপূর্ণ ভুল থাকলে সংশোধনের সুযোগ থাকবে না এবং প্রার্থিতা বাতিল
হবে।
১৩। একজন প্রার্থী শুধুমাত্র একটিই পদে আবেদন
করতে পারবেন; একাধিক পদে আবেদন করলে বাতিল হবে।
১৪। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচী
বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে; আলাদা কোন সাক্ষাৎকারপত্র
পাঠানো হবে না।
ওয়েজ আর্নার্স কল্যাণ
বোর্ড - প্রতিষ্ঠানের কার্যক্রম ও বৈশিষ্ট্য:
কার্যক্রম ও
বৈশিষ্ট্য
WEWB-এর প্রধান
কার্যক্রমসমূহ নিম্নরূপ:
- প্রবাসী কর্মীদের সেবা: প্রস্থানের
আগে বিস্তারিত ব্রিফিং, ও বিমানবন্দরে Probashi
Kallyan Help Desks পরিচালনা করা হয় ।
- আর্থিক সহায়তা: মৃত্যুবরণকারী
কর্মীর পরিবারের জন্য ৩ লাখ টাকা, আহত বা অসুস্থ
কর্মীদের জন্য ১.৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় ।
- স্কলারশিপ ও লোন: যোগ্য
সন্তানদের জন্য স্কলারশিপ এবং প্রবাসী কর্মীদের জন্য প্রোবাসী কল্যাণ
ব্যাংকের মাধ্যমে ঋণ ব্যবস্থা দেওয়া হয় ।
- স্মার্ট কার্ড: প্রবাসী
কর্মীদের উদ্দেশ্যে ইমিগ্রেশন তথ্যসহ স্মার্ট কার্ড ইস্যু করা হয়, যা ভ্রমণ ও তথ্য যাচাইয়ে সহায়ক।
- ডাটাবেজ ম্যানেজমেন্ট: প্রবাসীদের
নিবন্ধন, ফিঙ্গারপ্রিন্টিং ও তথ্য ব্যবস্থাপনা করে Welfare
Fund পরিচালনা করা হয়।
৫. ভবিষ্যৎ পরিকল্পনা
ও উন্নয়ন
- ডিজিটালাইজেশন: Welfare Desk-গুলোর কার্যক্রম ডিজিটালাইজ করে দ্রুত সেবা নিশ্চিত করা ও তথ্য
প্রযুক্তির উন্নয়ন।
- অন্তর্ভুক্তিমূলক সেবা: কবল,
নির্যাতন বা প্রতারণার শিকার কর্মীদের সহিত অভিযোগ মেটানোর
প্ল্যাটফর্ম প্রদান এবং তাদের সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ।
- আন্তর্জাতিক সহযোগিতা: UNDP, ILO, JICA ইত্যাদি সংস্থাগুলোর সঙ্গে একত্রীতভাবে প্রবাসী কল্যাণ সেবা প্রসারণ।
যোগাযোগের তথ্য
- ঠিকানা: Wage Earners’ Welfare Board, Probashi
Kallyan Bhaban, 71–72 Eskaton Garden Road, Dhaka-1000, বাংলাদেশ
- ওয়েবসাইট: www.wewb.gov.bd
- হেল্পলাইন নম্বর: Toll-Free: ০৮০০০‑১০২০৩০; মোবাইল: 0174‑333‑333৩, ০৯৬১০‑১০২০৩০
সংক্ষিপ্ত রূপে: WEWB ১৯৯০ সালে
প্রতিষ্ঠিত একটি সরকারি সংস্থা, যা “Wages Earners’
Welfare Fund” পরিচালনা করে। এটি প্রবাসী কর্মীদের সহায়তায় অর্থ
সাহায্য, ভ্রমণ সুবিধা, শিক্ষায় অবদান
ও প্রাথমিক সেবা প্রদান করে। সদর দপ্তর ঢাকায় হলেও দেশজুড়ে কল্যাণ সেন্টার রয়েছে
যারা প্রবাসী ও তাদের পরিবারকে সহায়তা করে।
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য
সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর
প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময়
পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত
প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
সার্চ কী: ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড চাকরির
সার্কুলার, WEWB job circular 2025, প্রবাসী কল্যাণ
মন্ত্রণালয়ে চাকরি, সরকারি চাকরির সার্কুলার ২০২৫,
wewb.teletalk.com.bd আবেদন, ওয়েজ আর্নার্স
কল্যাণ বোর্ডে নতুন চাকরি, সরকারি চাকরির আবেদন পদ্ধতি,
প্রবাসী কল্যাণ চাকরি, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি
আগস্ট ২০২৫, চাকরি খোঁজার ওয়েবসাইট বাংলাদেশ,
Teletalk আবেদন নির্দেশিকা, latest bd govt job circular, প্রবাসী মন্ত্রণালয়ের চাকরি, সরকারি চাকরির খবর
আজকের, চাকরি সংবাদ সরকারি, সরকারি
প্রতিষ্ঠান নিয়োগ ২০২৫, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীন
চাকরি, wewb job notice, wewb circular download.
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments