Type Here to Get Search Results !

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-এ জনবল নিয়োগ বিজ্ঞপ্তি

0



বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-এ জনবল নিয়োগ বিজ্ঞপ্তি

 

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কোটবাড়ী, কুমিল্লায় বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের যোগ্য ও প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীগণ ওয়েবসাইটে নির্ধারিত ফরমে আবেদনপত্র পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। অনুগ্রহ করে লক্ষ্য করুন, আবেদন শুধুমাত্র অনলাইনেই গ্রহণযোগ্য হবে—অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য নয়।

 

উল্লেখযোগ্য বিষয়:

  • শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণযোগ্য।
  • প্রতিটি পদের পাশে নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করা থাকবে।
  • আবেদন করতে ওয়েবসাইট ভিজিট করতে হবে।

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য আগ্রহী প্রার্থীদের অনুরোধ করা যাচ্ছে।

 

বিজ্ঞপ্তি প্রকাশ:  ০১ আগস্ট ২০২৫

 

আবেদন শুরু:  ০৬ আগস্ট ২০২৫

 

আবেদনের শেষ: ৩১ আগস্ট ২০২৫

 

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি: একটি প্রামাণ্য পরিচিতি

উৎপত্তি ও ইতিহাস

  • বিজ্ঞানভিত্তিক হাতেখড়ি: ডঃ আকরাম হায়দার খানের নেতৃত্বে ১৯৫৯ সালে এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় “Pakistan Academy for Rural Development” (PARD) নামে, পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার পর এটি “Bangladesh Academy for Rural Development (BARD)” নামে উন্নীত হয়
  • কুমিল্লা মডেল: গ্রামীন সমনিবেশ ও সমবায় ভিত্তিক উন্নয়ন পদ্ধতি তৈরি হয়, যা আন্তর্জাতিকভাবে “Comilla Model” নামে স্বীকৃতি পায়
  • পুরস্কার লাভ: ১৯৮৬ সালে “স্বাধীনতা পদক” পান BARD তার গ্রামীণ উন্নয়ন অবদানের জন্য

 

 

আইনি কাঠামো

  • BARD একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা “Academy for Rural Development Ordinance, 1986 (Ordinance No. LXIV of 1986)” দ্বারা পরিচালিত
  • বোর্ড অব গভর্নরস: ২১ সদস্যের বোর্ডের চেয়ারম্যান হন গণপ্রজাতন্ত্র সরকারের স্থানীয় সরকারের মন্ত্রী; পরিচালক হিসেবে প্রিন্সিপাল নির্বাহী কর্মকর্তা নিয়োজিত থাকেন

 

সদর দপ্তর ও শাখা

  • অবস্থান: কুমিল্লা শহরের কাছাকাছি, কোটবাড়ী এলাকায় (প্রায় ১০ কিমি দূরে) অবস্থিত প্রায় ১৫৬ একর ভিস্তৃত ক্যাম্পাসে BARD স্থাপিত
  • উপকাঠামো: প্রশাসনিক ভবন, ৫ হোস্টেল, কনফারেন্স হলে, পাঠাগার, স্বাস্থ্য ক্লিনিক, মসজিদ, খেলার মাঠ, ক্যাফেটেরিয়া, প্রাথমিক বিদ্যালয় সেখা􏰀ভেন রয়েছে
  • বিভাগসমূহ: ৯টি বিভাগে কাজ চলে; ৬৩ জন ফ্যাকাল্টি ও ৩৬৫ জন কর্মীর (অফিসার এবং স্টাফ) সমন্বয়ে পরিচালিত হয়

 

 

পদের সংখ্যা:  ২৭ টি

 

লোকবল নেবে: ৫৩ জন

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি -নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 


সূত্র: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, দৈনিক আমার দেশ

 

আবেদন করুন: https://bard.teletalk.com.bd  

 

আবেদনের প্রক্রিয়া:

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কোটবাড়ী, কুমিল্লা-তে জনবল নিয়োগ সংক্রান্ত সাধারণ তথ্যাবলী

১। বয়সসীমা: ০১ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে পদসংখ্যা ১৪ ও ২৬-এ সংশ্লিষ্ট বাহিনীর (সেনা, পুলিশ, আনসার, ভিডিপি) অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

 

২। আবেদনের সময়সীমা: আবেদন শুরু: ০৬ আগস্ট ২০২৫ সকাল ১০:০০ টা শেষ সময়: ৩১ আগস্ট ২০২৫ বিকেল ৫:০০ টা শুধুমাত্র অনলাইনে (http://bard.teletalk.com.bd) আবেদন গ্রহণযোগ্য।

 

৩। চাকরিরত প্রার্থীদের জন্য: সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের অনুমতিসহ আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় মূল অনাপত্তিপত্র জমা দিতে হবে।

 

৪। বিদ্যমান কর্মচারী: বার্ড-এ পূর্বে লিখিত নিয়োগপত্রের ভিত্তিতে কর্মরত ব্যক্তিরা বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন এবং বয়সসীমা শিথিলযোগ্য হবে, তবে অবশ্যই অবসর গ্রহণের বয়সের নিচে হতে হবে।

 

৫। শিক্ষাগত যোগ্যতা: আবেদন ফরমে সব শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। পরবর্তীতে নতুন কোনো যোগ্যতা সংযুক্তির সুযোগ নেই।

 

৬। কোটা এবং বিধি অনুসরণ: নিয়োগে সরকারের প্রচলিত কোটা ও নিয়মাবলী অনুসরণ করা হবে। কোনো সংশোধন হলে তাও মান্য হবে।

 

৭। মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র:

  • সকল সনদ ও প্রশিক্ষণ সনদ
  • জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ
  • রঙিন ছবি (৪ কপি)
  • Application Form Admit Card
  • প্রযোজ্য কোটা সনদ যেমন মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, তৃতীয় লিঙ্গ ইত্যাদি

 

৮। কোটা সংক্রান্ত নিয়ম: অনলাইনে নির্ধারিত কোটার আবেদন না করলে পরে তা পরিবর্তন বা সংযুক্তি করা যাবে না।

 

৯। দণ্ড বা চাকরি থেকে বরখাস্ত: ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত বা চাকরি থেকে বরখাস্ত হলে এবং দুই বছর না পেরুলে আবেদন করা যাবে না।

 

১০। তথ্য যাচাই ও বাতিলের ক্ষমতা: যেকোনো ভুয়া তথ্য বা অসঙ্গতি প্রমাণিত হলে আবেদন বাতিল হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

১১। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ভাতা প্রদান করা হবে না।

 

১২। আবেদনপত্র গৃহীত বা বাতিলের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত।

 

১৩। পদের সংখ্যা, শর্তাবলী ও বিজ্ঞপ্তি সংশোধন বা বাতিলের অধিকার কর্তৃপক্ষের থাকবে।

 

১৪। এখানে অনুল্লিখিত যেকোনো বিষয়ে সরকারি বিধি-বিধান প্রযোজ্য হবে।

 

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি - প্রতিষ্ঠানের কার্যক্রম ও বৈশিষ্ট্য:

মূল কার্যক্রমসমূহ:

  • রিসার্চ ও একশন রিসার্চ
  • সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের ট্রেনিং
  • পাইলট উন্নয়ন প্রোজেক্ট ও পরীক্ষামূলক কর্মসূচি
  • পরামর্শ ও পরিকল্পনায় সহায়তা
  • জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, ওয়ার্কশপ আয়োজন

 

বৈশিষ্ট্য ও শক্তি:

  • “Comilla Model” এর অবদান গ্রামীণ উন্নয়ন ধারণা বৈশিষ্ট্যপূর্ণ করেছে
  • ১৯৫৯ থেকে ১৯৮৮ পর্যন্ত প্রায় ১১৮,০০০ জন ট্রেনিং প্রাপ্ত, যাদের মধ্যে সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধি অন্তর্ভুক্ত
  • সেতুবন্ধনকারীরূপে কাজ করে গ্রামীণ নীতিনির্মাতা ও প্রকল্প বাস্তবায়নে

 

ভবিষ্যৎ পরিকল্পনা

  • সংরক্ষণযোগ্য কৃষি, নারীর শক্তিশালীকরণ ও ডিজিটাল গভর্ন্যান্সে গবেষণা ও প্রশিক্ষণ সম্প্রসারণ
  • একাডেমির ভবিষ্যৎ কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি (যেমন: CIRDAP, JICA, UNDP)
  • অন্তর্ভুক্তমূলক পল্লী উন্নয়ন ও প্রযুক্তির প্রসার ঠিকে রাখা

 

যোগাযোগের তথ্য

  • ঠিকানা: Bangladesh Academy for Rural Development (BARD), Kotbari, Comilla–3503, বাংলাদেশ
  • ওয়েবসাইট: www.bard.gov.bd
  • যোগাযোগ: যোগাযোগের বিস্তারিত (ফোন, ই-মেইল) সরাসরি ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

সংক্ষিপ্তসার: BARD ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত একটি স্বনিঃশাসিত জাতীয় গ্রামীণ উন্নয়ন সংস্থা, যার মূল অবদান ১৯৬০-এর দশকে “Comilla Model” মডেল স্থাপন। এটি প্রশিক্ষণ, গবেষণা ও কর্মসূচির মাধ্যমে গ্রামীণ অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন এবং ভবিষ্যতেও একাডেমি উন্নয়ন ও উদ্ভাবনে অগ্রণী ভূমিকা রাখছে।

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

সার্চ কী: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি নিয়োগ ২০২৫, বার্ড কুমিল্লা চাকরি, BARD job circular 2025, bard.teletalk.com.bd apply, baridteletalk com bd, বাংলাদেশ সরকারী চাকরি, বার্ডে চাকরি আবেদনের নিয়ম, কুমিল্লা সরকারি চাকরি, BARD comilla job notice, পল্লী উন্নয়ন একাডেমি নিয়োগ, সরকারি চাকরির সার্কুলার ২০২৫, bard job application form, bard job apply online, bard job circular pdf, bard gov bd, bard চাকরির ফরম পূরণ, bard circular 2025, bard নিয়োগ বিজ্ঞপ্তি, bard চাকরি ২০২৫, bard job bd, bard teletalk apply, bard comilla career opportunity, bard job portal, bard official job site

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments