আরপিসিএল-নরিনকো
ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল) - ক্যারিয়ার সুযোগ
গ্রামীণ বিদ্যুৎ
কোম্পানি লিমিটেড (RPCL), বাংলাদেশ
এবং নরিনকো ইন্টারন্যাশনাল কোঅপারেশন লিমিটেড, চীনের যৌথ
উদ্যোগে প্রতিষ্ঠিত RPCL-NORINCO Intl Power Limited (RNPL) বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমে নিয়োজিত। কোম্পানির ঢাকাস্থ কর্পোরেট প্রধান
কার্যালয়ে নিম্নবর্ণিত পদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা
যাচ্ছে।
১. পদ: মহাব্যবস্থাপক
(হিসাব ও অর্থ)
- গ্রেড: ০৩
- মূল বেতন: ১,২২,০০০/- টাকা
- গৃহ ভাড়া ভাতা: মূল বেতনের ৬০%
- চিকিৎসা ভাতা: মূল বেতনের ১০%
- যাতায়াত সুবিধা: পূর্ণকালীন গাড়ি
- উৎসব ভাতা: বছরে ২টি মূল বেতন সমপরিমাণ
- অবসরকালীন
সুবিধা: প্রভিডেন্ট
ফান্ড, গ্র্যাচুইটি
ও গ্রুপ ইন্স্যুরেন্স (কোম্পানির নীতিমালা অনুযায়ী)
আবশ্যক যোগ্যতা
- যেকোনো স্বীকৃত
বিশ্ববিদ্যালয় থেকে কমার্স/ফাইন্যান্স/অ্যাকাউন্টিং বিষয়ে মাস্টার্স ডিগ্রি
বা এমবিএ (ফাইন্যান্স/অ্যাকাউন্টিং) থাকতে হবে। পেশাগত যোগ্যতা (CA/CMA) থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- শিক্ষাজীবনের
কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। GPA/CGPA অন্তত ৫.০-এর মধ্যে ৩.০ এবং
৪.০-এর মধ্যে ২.৫০ থাকতে হবে।
- অন্তত ১৫ বছরের
প্রাসঙ্গিক কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে ন্যূনতম ৫ বছর উপ-মহাব্যবস্থাপক (DGM) বা সমমানের পদে থাকতে হবে।
- সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/জাতীয়
বা বহুজাতিক প্রতিষ্ঠানে অভিজ্ঞতা থাকতে হবে।
- বিদ্যুৎ উৎপাদন
খাতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- নেতৃত্বদানের
সক্ষমতা ও দলে কাজ করার দক্ষতা থাকতে হবে।
- ইংরেজিতে (লিখিত
ও মৌখিক) সাবলীল যোগাযোগ দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারে পারদর্শিতা থাকতে
হবে।
- বয়সসীমা:
২৬.০৮.২০২৫ তারিখে ন্যূনতম ৫০ বছর এবং সর্বোচ্চ ৫৭ বছর।
আবেদনপত্র জমাদানের
শর্তাবলী
- আগ্রহী
প্রার্থীগণ নির্ধারিত আবেদন ফরম (ওয়েবসাইট: www.rnpl.com.bd) পূরণ
করে ব্যবস্থাপনা পরিচালক, RPCL-NORINCO Intl Power Ltd., এশিয়ান টাওয়ার (১০ম তলা), হাউস-৫২, রোড-২১, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯ ঠিকানায় ডাকযোগে/সরাসরি জমা দিতে হবে।
- আবেদনপত্রের
সঙ্গে জীবনবৃত্তান্ত, কভার
লেটার এবং ৫০০/- টাকা (অফেরতযোগ্য) মূল্যের পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
- আবেদনপত্র
জমাদানের শেষ তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৫ (বিকাল ৫:০০টা পর্যন্ত)।
- বয়স গণনার
সর্বশেষ তারিখ: ২৬ আগস্ট ২০২৫।
- সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত
প্রতিষ্ঠান বা সরকারি মালিকানাধীন কোম্পানিতে কর্মরত প্রার্থীদের অবশ্যই
যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
- বিদেশি
বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ প্রার্থীদের সমমানের সনদপত্র দাখিল করতে হবে।
- যে কোনো ধরনের
অনুরোধ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
- কেবলমাত্র
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের লিখিত/সাক্ষাৎকার পরীক্ষার জন্য ডাকা
হবে।
- কর্তৃপক্ষ
পদসংখ্যা বৃদ্ধি/হ্রাস বা বিজ্ঞপ্তি আংশিক/সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা
সংরক্ষণ করে।
- আবেদনপত্রে কোনো
ভুয়া তথ্য প্রমাণিত হলে প্রার্থীর আবেদন বাতিল বলে গণ্য হবে।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
আরপিসিএল-নরিনকো
ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল) -প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত
যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড
(আরএনপিএল)
- আবেদন করুন: আগ্রহী প্রার্থীগণ
নির্ধারিত আবেদন ফরম (ওয়েবসাইট: www.rnpl.com.bd)
পূরণ করে ব্যবস্থাপনা পরিচালক, RPCL-NORINCO
Intl Power Ltd., এশিয়ান টাওয়ার (১০ম তলা), হাউস-৫২, রোড-২১, নিকুঞ্জ-২,
ঢাকা-১২২৯ ঠিকানায় ডাকযোগে/সরাসরি
জমা দিতে হবে।
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
rpcl norinco intl power limited job circular 2025, rnpl
job circular 2025, rpcl norinco job apply, power company job circular 2025,
rpcl job circular 2025, rnpl career opportunity, government power company job
circular, bd power sector jobs 2025, accounts and finance job circular dhaka,
general manager job circular 2025, mba finance jobs in bangladesh, ca cma
preferred jobs bd, rpcl norinco application form, rnpl job apply online, latest
job circular in dhaka 2025, power generation company job circular, reputed
company finance job circular, govt joint venture company jobs, rpcl norinco job
vacancy, corporate head office jobs dhaka
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments