Type Here to Get Search Results !

বস্ত্র অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত

0



বস্ত্র অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত

স্থান: বিটিএমসি ভবন (১০ম তলা), ৭-৯ কাওরান বাজার, ঢাকা-১২১৫
ওয়েবসাইট: www.dot.gov.bd
তারিখ: ২৪ জুলাই ২০২৫ | ০৯ শ্রাবণ ১৪৩২
বিজ্ঞপ্তি নম্বর: ২৪.০২.০০০০.০০০.০০১.১১.০০০১.২৫-৮৭০

 

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ বস্ত্র অধিদপ্তর এবং এর বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এসব পদে নিয়োগ দেয়া হবে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৩তম থেকে ২০তম গ্রেডভুক্ত বেতনক্রমে।

 

আবেদনের পদ্ধতি:
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটে:
http://dotr.teletalk.com.bd

 

আবেদন শুরুর তারিখ: ০৪ আগস্ট ২০২৫ সকাল ১০:০০টা
আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৫ বিকাল ৫:০০টা

ফি পরিশোধের সময়সীমা: আবেদন সাবমিটের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে

 

উল্লেখযোগ্য কিছু পদ:

  • কম্পিউটার অপারেটরগ্রেড-১৩, পদসংখ্যা: ৬
  • টেইলার মাস্টারগ্রেড-১৩, পদসংখ্যা: ৬
  • উচ্চমান সহকারী গ্রেড-১৪, পদসংখ্যা: ৯
  • আর্টিস্ট ডিজাইনারগ্রেড-১৪, পদসংখ্যা: ৩
  • অফিস সহায়কগ্রেড-২০, পদসংখ্যা: ৬৭
  • নিরাপত্তা প্রহরী, বাবুর্চি, মালি সহ অন্যান্য পদও রয়েছে

 

যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রতিটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা ও বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। এসএসসি/এইচএসসি/ডিপ্লোমা/স্নাতক সহ টেকনিক্যাল ডিগ্রি এবং নির্দিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

 

বিশেষ শর্তাবলী:

  • বয়সসীমা ১৮-৩২ বছর (০৪ আগস্ট ২০২৫ অনুযায়ী)
  • মুক্তিযোদ্ধা/প্রতিবন্ধী/ক্ষুদ্র নৃগোষ্ঠী/তৃতীয় লিঙ্গসহ সকল সরকারি কোটা সংরক্ষিত
  • লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে
  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না
  • সব যোগাযোগ হবে প্রার্থীর দেয়া মোবাইল নম্বর ও SMS এর মাধ্যমে

 

SMS নির্দেশনা (টেলিটক প্রিপেইড নম্বর ব্যবহার করে):
প্রথমে: DOTR USERID পাঠাতে হবে 16222 নম্বরে
উত্তরে পাওয়া PIN দিয়ে: DOTR YES PIN পাঠাতে হবে 16222 নম্বরে

 

বিশেষ দ্রষ্টব্য: প্রার্থীর আবেদনপত্রে প্রদত্ত তথ্য যদি ভুল, জাল বা অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হয়, তাহলে আবেদন বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

বিস্তারিত তথ্য, পদসমূহের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও আবেদন সংক্রান্ত নির্দেশনা জানতে ভিজিট করুন: www.dot.gov.bd অথবা http://dotr.teletalk.com.bd

 

নিয়োগ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


বস্ত্র অধিদপ্তর -নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 



বস্ত্র অধিদপ্তর -নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।



বস্ত্র অধিদপ্তর -নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।



বস্ত্র অধিদপ্তর -নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।



সূত্র: বস্ত্র অধিদপ্তর, Teletalak jobs

 

আবেদন করুন: http://dotr.teletalk.com.bd

 

বস্ত্র ও পাট মন্ত্রণালয়

উৎপত্তি ও ইতিহাস:  বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বস্ত্র ও পাট খাত দেশীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একসময় বাংলাদেশ ছিল বিশ্বের শীর্ষ পাট উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ। ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয়করণের মাধ্যমে পাট শিল্পকে পুনর্গঠন করেন এবং এর উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।

২০০২ সালে পৃথকভাবে বস্ত্র ও পাট মন্ত্রণালয় গঠন করা হয়। এর আগে এই মন্ত্রণালয়ের কার্যক্রম শিল্প মন্ত্রণালয়ের অধীন ছিল। স্বাধীন মন্ত্রণালয় গঠনের মূল উদ্দেশ্য ছিল বস্ত্র ও পাট খাতের টেকসই উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি এবং দেশীয় শিল্পকে সমর্থন দেওয়া।

 

প্রতিষ্ঠানের আইন:

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হয় বিভিন্ন আইনের আওতায়। এর মধ্যে প্রধান আইনসমূহ হলো:

  • পাট আইন, ২০১৭ (The Jute Act, 2017)
  • বাংলাদেশ টেক্সটাইল বোর্ড আইন, ২০১৮
  • বস্ত্র শিক্ষা বোর্ড আইন, ২০১৮
  • বিভিন্ন বিধিমালা ও নীতিমালা যেমন:
    • পাট বীজ আমদানি-রপ্তানি নীতিমালা
    • টেক্সটাইল মিলস রেজিস্ট্রেশন বিধিমালা
    • পরিবেশবান্ধব পাট পণ্য উৎপাদন ও ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা

 

সদর দপ্তর ও শাখা অফিসসমূহ:

  • সদর দপ্তর:
    বস্ত্র ও পাট মন্ত্রণালয়
    বাংলাদেশ সচিবালয়, ভবন নং-৭
    ঢাকাঃ ১০০০
    ফোন: +8802-9545248
    ওয়েবসাইট: www.motj.gov.bd
  • অধীনস্থ সংস্থা ও শাখা প্রতিষ্ঠানসমূহ:
    • বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (BJRI)
    • বাংলাদেশ পাটকল কর্পোরেশন (BJMC)
    • বাংলাদেশ টেক্সটাইল বোর্ড (BTB)
    • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহ
    • জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (JDPC)
    • বস্ত্র শিক্ষা বোর্ড
    • বস্ত্র অধিদপ্তর (Department of Textiles)

 

প্রতিষ্ঠানের কার্যক্রম ও বৈশিষ্ট্য:

  1. নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন: বস্ত্র ও পাট খাত সংশ্লিষ্ট নীতি, আইন ও বিধিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব পালন করে।
  2. পাট শিল্পের উন্নয়ন ও পুনরুজ্জীবন: পরিবেশবান্ধব এবং বহুমুখী পাটপণ্যের প্রচার ও ব্যবহার বৃদ্ধি, অভ্যন্তরীণ বাজার সুরক্ষা এবং রপ্তানি বৃদ্ধিতে ভূমিকা রাখে।
  3. শিল্প শিক্ষা ও প্রশিক্ষণ: বস্ত্র ও পাট খাতে মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন টেক্সটাইল কলেজ ও প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করে।
  4. গবেষণা ও উদ্ভাবন: BJRI-এর মাধ্যমে উচ্চমানের পাটজাত পণ্য উদ্ভাবন, উন্নত জাতের পাট বীজ উদ্ভাবন এবং চাষাবাদের মানোন্নয়ন সাধন করে।
  5. উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়ন: পাটের বহুমুখী ব্যবহারে উদ্ভাবনী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়, যেমন – জুট পলিমার, পাট দিয়ে সোনালি ব্যাগ, জুট টেক্সটাইল ইত্যাদি।
  6. অর্থনৈতিক অবদান: এই মন্ত্রণালয়ের কার্যক্রম দেশের জিডিপি, কর্মসংস্থান, কৃষিখাত এবং বৈদেশিক মুদ্রা অর্জনে সরাসরি অবদান রাখে।

 

ভবিষ্যৎ পরিকল্পনা:

  • পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিতকরণ
  • জৈব ও টেকসই বস্ত্রপণ্য উৎপাদনে গবেষণা বাড়ানো
  • আধুনিক টেক্সটাইল প্রযুক্তি ও কারিগরি শিক্ষা সম্প্রসারণ
  • বস্ত্র শিল্পে গার্মেন্টস বহির্ভূত রপ্তানি বৃদ্ধি
  • গ্রিন ইন্ডাস্ট্রি মডেলে পাট ও টেক্সটাইল শিল্পের উন্নয়ন
  • সোনালী ব্যাগ’ এবং জৈব প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটপণ্যকে সার্বজনীন করা

 

যোগাযোগের ঠিকানা:

বস্ত্র ও পাট মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ভবন-৭
ঢাকা-১০০০
ফোন: +৮৮-০২-৯৫৪৫২৪৮
ফ্যাক্স: +৮৮-০২-৯৫৪০৩৯৫
ইমেইল: secretary@motj.gov.bd
ওয়েবসাইট: www.motj.gov.bd

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

সার্চ কী: বস্ত্র অধিদপ্তর নিয়োগ ২০২৫, textile department job circular 2025, বস্ত্র মন্ত্রণালয় চাকরির বিজ্ঞপ্তি, সরকারি চাকরি ২০২৫, govt job circular Bangladesh, বস্ত্র অধিদপ্তর চাকরি আবেদন, bd govt textile job, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, চাকরির খবর ২০২৫, সরকারি চাকরির সার্কুলার, চাকরির আবেদন অনলাইন, job circular today, job circular bd, govt job apply, textile job circular bd, বস্ত্র অধিদপ্তর নিয়োগ আবেদনের শর্তাবলি, সরকারি চাকরির ফরম পূরণ, চাকরি আবেদন ফরম, bcs related job circular, বিসিএস প্রস্তুতি চাকরি

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments