রাহুল গ্রুপ - নিয়োগ বিজ্ঞপ্তি
রাহুল গ্রুপ উত্তরবঙ্গের এফএমসিজি (FMCG) খাতে একটি শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান, যা গত ২৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের বাজারে উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে।
সকল পদের বিবরণ নিচে পর্যায়ক্রমে তুলে ধরা হলো:
১. পরিবহন অফিসার (Transport Officer)
- পদ সংখ্যা: ০১
- কর্মস্থল: রাহুল গ্রুপ, রাহুল সেন্টার, বগুড়া
- যোগ্যতা: অটোমোবাইল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি, ২-৫ বছরের পরিবহন ব্যবস্থাপনা, রুট প্ল্যানিং, যানবাহন রক্ষণাবেক্ষণ এবং ড্রাইভার তত্ত্বাবধানে অভিজ্ঞতা থাকতে হবে। পরিবহন আইন ও ট্রাফিক বিধি সম্পর্কে ধারণা আবশ্যক।
- দায়িত্বসমূহ: যানবাহন ব্যবস্থাপনা, ড্রাইভার তত্ত্বাবধান, রুট নির্ধারণ, রক্ষণাবেক্ষণ সমন্বয়, ফুয়েল ও খরচ নিয়ন্ত্রণ, নিয়মিত রিপোর্ট প্রস্তুত করা।
- বেতন ও সুবিধা: আলোচনা সাপেক্ষ, বার্ষিক ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস।
- আবেদনের শেষ তারিখ: ১০ আগস্ট ২০২৫
২. টেরিটরি সেলস অফিসার (Territory Sales Officer)
- পদ সংখ্যা: ০৫
- কর্মস্থল: রাহুল গ্রুপ, রাহুল সেন্টার, বগুড়া
- যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক (বিশেষত বিবিএ), ৩-৪ বছরের FMCG বিক্রয় অভিজ্ঞতা, টিম ম্যানেজমেন্ট ও লক্ষ্য অর্জনের দক্ষতা থাকতে হবে।
- দায়িত্বসমূহ: সেলস টার্গেট নির্ধারণ ও বাস্তবায়ন, টিম সুপারভিশন, মার্কেট তথ্য সংগ্রহ ও রিপোর্টিং।
- বেতন ও সুবিধা: আলোচনা সাপেক্ষ, বার্ষিক ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস।
- আবেদনের শেষ তারিখ: ১০ আগস্ট ২০২৫
৩. এরিয়া সেলস ম্যানেজার (Area Sales Manager)
- পদ সংখ্যা: ০৫
- কর্মস্থল: রাহুল গ্রুপ, রাহুল সেন্টার, বগুড়া
- যোগ্যতা: স্নাতক ডিগ্রি, কমপক্ষে ৬-৭ বছরের FMCG সেলস অভিজ্ঞতা, এর মধ্যে ১-২ বছর ASM পদে কাজের অভিজ্ঞতা, টিম পরিচালনা ও মার্কেট স্ট্র্যাটেজি তৈরির সক্ষমতা থাকতে হবে।
- দায়িত্বসমূহ: সেলস প্ল্যান তৈরি ও বাস্তবায়ন, মার্কেট রিসার্চ, টিম মটিভেশন, বিক্রয় কার্যক্রম বিশ্লেষণ ও উন্নয়ন।
- বেতন ও সুবিধা: আলোচনা সাপেক্ষ, বার্ষিক ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস।
- আবেদনের শেষ তারিখ: ১০ আগস্ট ২০২৫
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের HTTPS://RAHULGROUP.COM.BD/CAREER/ ওয়েবসাইটে আবেদন করতে হবে অথবা career@rahulgroup.com.bd ইমেইলে সিভি পাঠাতে হবে। লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার কেবল বাছাইকৃত প্রার্থীদের জানানো হবে।
রাহুল গ্রুপ ঠিকানা: রাহুল সেন্টার, বগুড়া পৌরসভা সংলগ্ন, জেল রোড, জালেশ্বরীতলা, বগুড়া।
সংস্থা: রাহুল গ্রুপ (২৫ বছরের সফলতার প্রতীক)
(উল্লেখ্য: এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো পর্যায়ে কোনো ধরনের আর্থিক লেনদেনের প্রয়োজন নেই।)
নিয়োগ বিজ্ঞপ্তি:
রাহুল গ্রুপ - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: রাহুল গ্রুপ
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
সার্চ কী: রাহুল গ্রুপ নিয়োগ, রাহুল গ্রুপ নতুন চাকরি, রাহুল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, রাহুল গ্রুপ চাকরি, রাহুল গ্রুপে চাকরির সুযোগ, Rahul Group job circular, Rahul Group new job, Rahul Group career, উত্তরবঙ্গে চাকরি, বগুড়ায় চাকরি, FMCG কোম্পানিতে চাকরি, বগুড়ায় সেলস অফিসার নিয়োগ, বগুড়ায় মার্কেটিং চাকরি, রাহুল গ্রুপে সেলস অফিসার নিয়োগ, রাহুল গ্রুপে মার্কেটিং অফিসার চাকরি, বগুড়া জেলায় নতুন চাকরি, বগুড়ায় চাকরির খবর, বগুড়া ফ্যাক্টরিতে নিয়োগ, রাহুল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, ফ্যাক্টরিতে চাকরি, কোম্পানিতে সেলস অফিসার নিয়োগ, রাহুল গ্রুপে টেরিটরি সেলস অফিসার, রাহুল গ্রুপে এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ, উত্তরবঙ্গে FMCG চাকরি, বগুড়ায় FMCG কোম্পানিতে চাকরি, রাহুল গ্রুপের নতুন নিয়োগ ২০২৫, বগুড়ায় বেসরকারি চাকরি
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments