রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় প্ল্যান
ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিয়োগ দিচ্ছে
সংক্ষিপ্ত বিবরণ: প্ল্যান
ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় পরিচালিত খাদ্য নিরাপত্তা
ও শিশু সুরক্ষা প্রকল্পের জন্য প্রকল্প ব্যবস্থাপক পদে নিয়োগ দেবে। নির্বাচিত
প্রার্থী স্থানীয় বাস্তবায়নকারী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে প্রকল্প কার্যক্রম
পরিচালনা করবেন এবং দাতাসংস্থার নীতিমালার ভিত্তিতে প্রকল্পের বাজেট ব্যবস্থাপনা ও
মনিটরিং নিশ্চিত করবেন।
সকল পদের বিবরণ নিচে পর্যায়ক্রমে তুলে ধরা হলো:
১. পদ: প্রকল্প ব্যবস্থাপক (Project Manager-GFFO)
অবস্থান: উখিয়া অফিস, কক্সবাজার
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- সমাজবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন বা সংশ্লিষ্ট বিষয়ে
স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
- শিশুসুরক্ষা খাতে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা (৩ বছর
ব্যবস্থাপনায়)।
- CPiE (Child Protection in Emergencies), খাদ্য নিরাপত্তা
ও জীবিকা খাতে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- দল পরিচালনা, বাজেট ব্যবস্থাপনা, বিশ্লেষণ, রিপোর্ট তৈরি ও মনিটরিং বিষয়ে দক্ষতা
থাকতে হবে।
- অংশীদার প্রতিষ্ঠান পরিচালনা ও প্রশিক্ষণ প্রদানে দক্ষ
হতে হবে।
- ইংরেজি ও বাংলায় যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
- চট্টগ্রাম অঞ্চলে কাজের অভিজ্ঞতা থাকতে হবে; চট্টগ্রামের
আঞ্চলিক ভাষা বা রোহিঙ্গা ভাষা জানা থাকলে অগ্রাধিকার।
বেতন ও সুযোগ-সুবিধা:
- মাসিক নির্ধারিত বেতন ১,৪৭,১০৬
টাকা।
- উৎসব বোনাস, অবসরকালীন সুবিধা, মেডিকেল সুবিধা, সঞ্চয়ী তহবিল, গ্রুপ ইনস্যুরেন্স ইত্যাদি প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ জুলাই ২০২৫
কিভাবে আবেদন করবেন: পদসংক্রান্ত
বিস্তারিত জানতে এবং আবেদন করতে ভিজিট করুন: Plan
International Bangladesh Career Page
বিশেষ দ্রষ্টব্য:
- শুধুমাত্র বাংলাদেশি নাগরিক আবেদন করতে পারবেন।
- নারী এবং প্রতিবন্ধী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত
করা হচ্ছে।
- প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কখনো কোনো প্রকার
আবেদন ফি গ্রহণ করে না।
সংগঠন সম্পর্কে সংক্ষেপে: প্ল্যান
ইন্টারন্যাশনাল একটি স্বাধীন উন্নয়ন ও মানবিক সহায়তা প্রদানকারী সংস্থা, যারা শিশু
অধিকার ও লিঙ্গ সমতার পক্ষে কাজ করে। সংগঠনটি ১০০টির বেশি দেশে কাজ করছে।
সতর্কবার্তা: ভুয়া চাকরির
বিজ্ঞপ্তি ও অর্থ দাবি সংক্রান্ত প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে সচেতন থাকুন।
সূত্র: www.plan-international.org
২. পদ: প্রোগ্রাম ম্যানেজার –
জলবায়ু পরিবর্তন ও সহনশীলতা (পোর্টফোলিও লিড)
অবস্থান: ঢাকা (বাংলাদেশ
কান্ট্রি অফিস),
৫০% সময় ভ্রমণ প্রয়োজন।
পদের দায়িত্ব ও পরিধি: এই পদে কর্মরত
ব্যক্তিকে দুর্যোগ ঝুঁকি হ্রাস (DRR) ও জলবায়ু পরিবর্তন অভিযোজন (CCA)
বিষয়ক প্রকল্পসমূহের নেতৃত্ব দিতে হবে। মেয়েদের নেতৃত্বাধীন DRR
ও CCA কার্যক্রম পরিচালনা, সম্প্রসারণ, তহবিল সংগ্রহ, নীতি
পর্যায়ে সহযোগিতা এবং নেটওয়ার্কিং ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ বিজ্ঞান, ভূগোল, উন্নয়ন অধ্যয়ন বা সংশ্লিষ্ট বিষয়ে
স্নাতক ডিগ্রি।
- DRR ও CCA ক্ষেত্রে ৭–১০ বছরের
অভিজ্ঞতা, যার মধ্যে কমপক্ষে ৫ বছর আন্তর্জাতিক এনজিওতে
কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- ন্যূনতম ৩ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের প্রকল্প
পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
- বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে পরিষ্কার
ধারণা।
- সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে কাজের অভিজ্ঞতা (MoDMR, DDM, CCP, FFWC,
BMD ইত্যাদি) থাকলে অগ্রাধিকার পাবেন।
- ইংরেজি ও বাংলায় সাবলীলভাবে কথা বলা ও লেখার দক্ষতা।
- নারী, শিশু ও তরুণদের অধিকার প্রতিষ্ঠা,
লিঙ্গ সমতা ও জলবায়ু কার্যক্রমে নেতৃত্ব প্রদানের দক্ষতা।
অতিরিক্ত যোগ্যতা (ঐচ্ছিক):
- PMP সার্টিফিকেশন বা সমমানের প্রকল্প ব্যবস্থাপনা
প্রশিক্ষণ।
- USAID/EU/Global Affairs Canada/FCDO প্রকল্পে কাজের
অভিজ্ঞতা।
- DRR ও CCA বিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক
ফোরামে প্রতিনিধিত্বের অভিজ্ঞতা।
বেতন ও সুযোগ-সুবিধা:
- মাসিক সম্মিলিত বেতন: ২,০৩,৭১২/-
থেকে ২,৫৪,৬৪০/- টাকা (অভিজ্ঞতার
ভিত্তিতে নির্ধারিত হবে)।
- প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, জীবন বীমা, স্বাস্থ্য
বীমা, আউটডোর ট্রিটমেন্ট সুবিধাসহ অন্যান্য সুবিধা।
আবেদনের পদ্ধতি:
- আবেদন করার শেষ তারিখ: ২৮ জুলাই ২০২৫।
- বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন: Plan International
Official Website
বিশেষ নির্দেশনা:
- আবেদনকারী নির্বাচনের পূর্বপর্যায়িক নিরাপত্তা যাচাই
প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন।
- কোনো ধরনের ফি প্রদান বা আর্থিক লেনদেনের মাধ্যমে
আবেদন করার প্রয়োজন নেই।
- পূর্বতন নিয়োগকর্তার নিকট হতে দুর্নীতি বা যৌন হয়রানির কোনো অভিযোগের তথ্য যাচাই করা হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি:
প্ল্যান ইন্টারন্যাশনাল
বাংলাদেশ
- নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: প্ল্যান
ইন্টারন্যাশনাল বাংলাদেশ, bdjobs
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য
সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর
প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ
পরামর্শ: অনলাইনে আবেদন ও
আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম
সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে
বঞ্চিত না হন।
সার্চ কী: রোহিঙ্গা নিয়োগ
বিজ্ঞপ্তি, প্ল্যান
ইন্টারন্যাশনাল চাকরি, প্ল্যান ইন্টারন্যাশনাল নিয়োগ
বিজ্ঞপ্তি ২০২৫, এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, কক্সবাজার এনজিও চাকরি, রোহিঙ্গা রিলিফ প্রকল্প
চাকরি, রোহিঙ্গা ক্যাম্প চাকরি, এনজিও
ফিল্ড অফিসার নিয়োগ, আন্তর্জাতিক এনজিওতে চাকরি, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ চাকরি, রোহিঙ্গা
রেসপন্স প্রজেক্ট চাকরি, কোএক্সবাজার এনজিও ভ্যাকান্সি,
ইমারজেন্সি রেসপন্স এনজিও চাকরি, কোএক্সবাজার
এনজিও ফিল্ড চাকরি, কক্সবাজার প্রজেক্ট ম্যানেজার নিয়োগ,
এনজিওতে অফিসার পদে নিয়োগ, রোহিঙ্গা সঙ্কট
প্রকল্প নিয়োগ, বাংলাদেশ এনজিও নিয়োগ, নতুন এনজিও চাকরি, প্ল্যান ইন্টারন্যাশনাল রোহিঙ্গা
প্রকল্প চাকরি।
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments