Type Here to Get Search Results !

আশার আলো সোসাইটিতে (AAS) জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN, AB 0



আশার আলো সোসাইটিতে (AAS) জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি

 

আশার আলো সোসাইটি (AAS) একটি অলাভজনক উন্নয়ন সংস্থা, যা বাংলাদেশে গত দুই দশকেরও বেশি সময় ধরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। বিশেষ করে এইচআইভি আক্রান্ত ব্যক্তি (PLHIV) এবং বিভিন্ন কী পপুলেশন (KP) জনগোষ্ঠীর জন্য সংস্থাটি স্বাস্থ্য, চিকিৎসা, এইচআইভি/এইডস প্রতিরোধ, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR), পুষ্টি, নারী ক্ষমতায়ন, নাগরিক সমাজ শক্তিশালীকরণ এবং নীতিগত অ্যাডভোকেসি কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

 

আশার আলো সোসাইটি জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, কমিউনিটি-ভিত্তিক সংগঠন এবং সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে থাকে।

 

বর্তমানে Global Fund–এর GC7 গ্রান্টের আওতায়, Principal Recipient (PR) হিসেবে Save the Childrenএর সহযোগী সংস্থা হিসেবে নির্বাচিত কিছু এলাকায় Community-Led Monitoring (CLM) কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছে আশার আলো সোসাইটি।

 

এই CLM প্রকল্প বাস্তবায়নের জন্য সংস্থাটি নিচে উল্লেখিত পদসমূহে পূর্ণকালীন জনবল নিয়োগ দিতে আগ্রহী।

 

উল্লেখ্য, প্রকল্পটির মেয়াদ প্রাথমিকভাবে এক বছরের জন্য নির্ধারিত হলেও প্রকল্পের বাস্তব অবস্থার ওপর ভিত্তি করে মেয়াদ বৃদ্ধি বা হ্রাস পেতে পারে।

 

📅 আবেদন জমাদানের শেষ তারিখ

১০ জানুয়ারি ২০২৬

 

শূন্য পদসমূহের বিবরণ

১. টেকনিক্যাল অফিসার – ডাটা ম্যানেজমেন্ট

Community-Led Monitoring (CLM) প্রকল্প বাস্তবায়নের জন্য আশার আলো সোসাইটি একজন দক্ষ ও অভিজ্ঞ টেকনিক্যাল অফিসার (ডাটা ম্যানেজমেন্ট) নিয়োগ দিতে ইচ্ছুক। এই পদে কর্মরত ব্যক্তি CLM কার্যক্রমের ডাটা সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও প্রতিবেদন প্রস্তুতের সার্বিক তদারকি করবেন এবং কী পপুলেশন (KP)–এর সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশ নিশ্চিত করবেন।

পদের নাম: টেকনিক্যাল অফিসার – ডাটা ম্যানেজমেন্ট
পদের সংখ্যা: ০১টি
মাসিক বেতন: ৪২,৬৫৯ টাকা

উৎসব ভাতা: বছরে দুইবার (ঈদুল ফিতর ও ঈদুল আজহা অথবা সংশ্লিষ্ট ধর্মীয় উৎসবে) মাসিক বেতনের ৫০% হারে প্রদান করা হবে।

কর্মস্থল: ঢাকা (প্রয়োজনে মাঠ পর্যায়ে ভ্রমণ করতে হবে)

 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি
  • উন্নয়ন বা এনজিও খাতে ন্যূনতম ৪ বছরের কাজের অভিজ্ঞতা
  • Global Fund–সমর্থিত প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ডাটা সংগ্রহ টুল তৈরি, ট্যাবের মাধ্যমে ডাটা এন্ট্রি, ডাটা সংরক্ষণ ও ব্যবস্থাপনায় দক্ষতা

 

প্রধান দায়িত্বসমূহ:

  • CLM টিমের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনা প্রদান
  • মাঠপর্যায়ের টিমের জন্য প্রশিক্ষণ আয়োজন ও সহায়তা
  • ডাটা সংগ্রহ, সম্পাদনা, বিশ্লেষণ ও প্রতিবেদন প্রণয়ন নিশ্চিত করা
  • ব্যবহারবান্ধব ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়নে সহায়তা
  • মাঠপর্যায়ে SCI কার্যক্রমের সঙ্গে সমন্বয় সাধন
  • মাঠপর্যায়ের সমস্যা সমাধান ও কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করা

 

২. ফাইন্যান্স ও অ্যাডমিন অফিসার

CLM প্রকল্পের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য আশার আলো সোসাইটি একজন যোগ্য ফাইন্যান্স ও অ্যাডমিন অফিসার নিয়োগ দিতে আগ্রহী।

পদের নাম: ফাইন্যান্স ও অ্যাডমিন অফিসার
পদের সংখ্যা: ০১টি
মাসিক বেতন: ৩৯,২৯১ টাকা

উৎসব ভাতা: বছরে দুইবার মাসিক বেতনের ৫০% হারে প্রদান করা হবে।

কর্মস্থল: ঢাকা

 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • ফাইন্যান্স বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর
  • উন্নয়ন/এনজিও খাতে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা
  • Global Fund–সমর্থিত প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার

 

প্রধান দায়িত্বসমূহ:

  • CLM প্রকল্পের আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা
  • কর্মীদের আর্থিক ডকুমেন্টেশন ও রিপোর্টিং বিষয়ে দক্ষতা বৃদ্ধি
  • মাসিক ও ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত
  • লজিস্টিক ও প্রশাসনিক সহায়তা প্রদান
  • অভ্যন্তরীণ ও বহিঃনিরীক্ষায় সহযোগিতা
  • SCI Global Fund–এর আর্থিক নীতিমালা অনুসরণ নিশ্চিত করা

 

৩. ডাটা কালেকশন সুপারভাইজার

CLM প্রকল্পের মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম তদারকির জন্য একজন ডাটা কালেকশন সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: ডাটা কালেকশন সুপারভাইজার
পদের সংখ্যা: ০১টি
মাসিক বেতন: ২২,৭৪১ টাকা

উৎসব ভাতা: বছরে দুইবার মাসিক বেতনের ৫০% হারে প্রদানযোগ্য।

কর্মস্থল: মাঠভিত্তিক (ঢাকা সমন্বয়সহ)

 

যোগ্যতা:

  • যেকোনো বিষয়ে স্নাতক
  • এনজিও/উন্নয়ন খাতে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা
  • সংশ্লিষ্ট কী পপুলেশন (PWID/FSW/PLHIV) সম্প্রদায় থেকে হতে হবে
  • অভিজ্ঞ কমিউনিটি সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা HSC পর্যন্ত শিথিলযোগ্য

 

প্রধান দায়িত্বসমূহ:

  • ডাটা কালেক্টরদের কাজ বণ্টন
  • তথ্য সংগ্রহের উপকরণ প্রস্তুত রাখা
  • মাঠ ও ভার্চুয়ালি তথ্য সংগ্রহ তদারকি
  • ডাটা সম্পাদনা করে টেকনিক্যাল অফিসারের কাছে হস্তান্তর
  • সার্ভিস সেন্টারগুলোর সঙ্গে সমন্বয়
  • জেলা পর্যায়ের সমন্বয় সভা আয়োজন সহায়তা
  • কমিউনিটি CLM কমিটির সঙ্গে কাজ করা

 

৪. কমিউনিটি ডাটা কালেক্টর

CLM কার্যক্রমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কী পপুলেশন সম্প্রদায় থেকে কমিউনিটি ডাটা কালেক্টর নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: কমিউনিটি ডাটা কালেক্টর
পদের সংখ্যা: ০৪টি
মাসিক বেতন: ১৫,১৫৬ টাকা

উৎসব ভাতা: বছরে দুইবার মাসিক বেতনের ৫০% হারে প্রদানযোগ্য।

কর্মস্থল: মাঠপর্যায় (ঢাকা ও জেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি সেবা কেন্দ্র)

 

যোগ্যতা:

  • ন্যূনতম SSC/HSC (প্রয়োজনে শিথিলযোগ্য)
  • তথ্য সংগ্রহে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • অবশ্যই সংশ্লিষ্ট কী পপুলেশন সম্প্রদায়ের সদস্য হতে হবে

 

প্রধান দায়িত্বসমূহ:

  • সাক্ষাৎকার ও পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ
  • গোপনীয়তা ও নিরপেক্ষতা বজায় রাখা
  • সম্পাদিত প্রশ্নপত্র সুপারভাইজারের কাছে জমা দেওয়া
  • জেলা পর্যায়ের সমন্বয় সভায় অংশগ্রহণ

 

আবেদন পদ্ধতি

  • শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে
  • কী পপুলেশন সম্প্রদায়ের সদস্য ও নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে
  • নির্বাচিত প্রার্থীদের সংস্থার নীতিমালা (PSEA, Child Safeguarding ইত্যাদি) মেনে কাজ করতে হবে

আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV) ও কভার লেটার ই-মেইলের মাধ্যমে পাঠাতে অনুরোধ করা হচ্ছে

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


আশার আলো সোসাইটি (AAS) - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: আশার আলো সোসাইটি (AAS)

 

আবেদন প্রক্রিয়া: jobs.asharalo@gmail.com
📧 (CC) asharalosociety@gmail.com

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।

 

Ashar Alo Society job circular 2026, AAS NGO job Bangladesh, NGO job circular January 2026, Community Led Monitoring CLM job, Global Fund project job Bangladesh, Save the Children partner NGO job, Technical Officer Data Management job, Finance and Admin Officer NGO job, Data Collection Supervisor job Bangladesh, Community Data Collector job Dhaka, HIV AIDS project NGO job, PLHIV KP community job, NGO development sector job Bangladesh, urgent NGO job circular 2026, NGO job apply email Bangladesh

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments