Type Here to Get Search Results !

ল্যাবএইড ফার্মায় নিয়োগ বিজ্ঞপ্তি

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN, AB 0



ল্যাবএইড ফার্মানিয়োগ বিজ্ঞপ্তি

 

ল্যাবএইড ফার্মা

Quality First…

আমাদের সাফল্যের অংশীদার হোন

ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ল্যাবএইড গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান, বাংলাদেশের স্বাস্থ্যখাতে একটি সুপরিচিত ও বিশ্বস্ত নাম। বাজারের চাহিদা পূরণের লক্ষ্যে বর্তমানে আমরা উদ্যমী, দক্ষ ও ফলাফলমুখী প্রার্থীদের নিকট থেকে নিম্নোক্ত পদে আবেদন আহ্বান করছি।

 

পদের নাম

মেডিকেল প্রমোশন অফিসার (Medical Promotion Officer – MPO)

 

📅 ওয়াক-ইন ইন্টারভিউ সময়সূচি

তারিখ: ১৪ ও ১৫ জানুয়ারি ২০২৬
সময়: সকাল ১০:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত

 

🎓 যোগ্যতা ও শর্তাবলি

  • যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি (এইচএসসি পর্যন্ত জীববিজ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে)
  • বাংলা ও ইংরেজি ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা
  • স্মার্ট ও প্রফেশনাল ব্যক্তিত্ব
  • বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার এবং ব্যাপক ভ্রমণের মানসিকতা
  • শুধুমাত্র পুরুষ প্রার্থী
  • বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে
  • ফ্রেশ ও অভিজ্ঞ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন

 

💼 বেতন ও সুযোগ-সুবিধা

  • আকর্ষণীয় বেতন কাঠামোসহ TA/DA
  • প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি
  • উৎসব বোনাস
  • কর্মদক্ষতার ভিত্তিতে ইনসেনটিভ
  • উন্নত কর্মপরিবেশ ও দ্রুত ক্যারিয়ার উন্নয়নের সুযোগ
  • সফল প্রশিক্ষণার্থীদের জন্য প্রশিক্ষণ ভাতা
  • দুর্ঘটনাজনিত ক্ষেত্রে কর্মী সহায়তা তহবিল

 

📝 আবেদন ও ইন্টারভিউ নির্দেশনা

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে নিম্নোক্ত কাগজপত্রসহ সরাসরি (Walk-in Interview) উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে—

  • হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV)
  • সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি
  • জাতীয় পরিচয়পত্র (NID)
  • সকল শিক্ষাগত সনদ ও মার্কশিট (মূলকপি ও ফটোকপি)

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ১৭ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া ১ (এক) মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে।

 

🏢 ইন্টারভিউ স্থান

ল্যাবএইড আইকনিক (লেভেল-৬)
বাড়ি নং–৬৬, কলাবাগান, ধানমন্ডি, ঢাকা–১২০৫, বাংলাদেশ

🌐 ওয়েবসাইট: www.labaidpharma.com.bd

LABAID PHARMACEUTICALS LIMITED

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


ল্যাবএইড ফার্মা- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: ল্যাবএইড ফার্মা

 

  • আবেদন প্রক্রিয়া:  আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে নিম্নোক্ত কাগজপত্রসহ সরাসরি (Walk-in Interview) উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।

 

Labaid Pharma jobs Bangladesh, Medical Promotion Officer vacancy, MPO job circular 2026, Labaid Pharmaceuticals career, Walk-in interview Dhaka, Pharma company jobs Bangladesh, MPO recruitment January 2026, Jobs for male under 32 Bangladesh, Pharma sales officer vacancy, Labaid group job opportunity, Career growth in pharmaceutical sector, Freshers jobs in pharma Bangladesh, TA/DA jobs in Bangladesh, MPO training program Dhaka, Apply Labaid Pharma online

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments