বাংলাদেশ রেড ক্রিসেন্ট
সোসাইটির নিয়োগ বিজ্ঞপ্তি
জাতীয় সদর দপ্তর
৬৮৪–৬৮৬, রেড ক্রিসেন্ট সরক, বড়
মগবাজার, ঢাকা–১২১৭
নিয়োগ বিজ্ঞপ্তি
রেড ক্রস–রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বের সর্ববৃহৎ
স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) এই
আন্তর্জাতিক আন্দোলনের একটি জাতীয় সংস্থা, যা ১৯৭৩ সালের ৩১
মার্চ রাষ্ট্রপতির আদেশ নং–২৬ অনুযায়ী গঠিত হয় (কার্যকর ধরা হয় ১৬ ডিসেম্বর
১৯৭১ থেকে)। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ মানবিক সহায়তা প্রদানকারী সংস্থা।
সরকারের সহায়ক সংস্থা হিসেবে বিগত ৫২ বছর ধরে BDRCS দুর্যোগ
ব্যবস্থাপনা, মানবিক সহায়তা, স্বাস্থ্যসেবা,
সক্ষমতা উন্নয়ন এবং রেড ক্রস/রেড ক্রিসেন্টের নীতি ও আদর্শ প্রচারে
সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
জনসংখ্যা স্থানান্তর কার্যক্রম (Population Movement
Operation – PMO) এর আওতায় কক্সবাজারে নিম্নোক্ত পদে বাংলাদেশি
নাগরিকদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে—
পদের নাম: টেকনিক্যাল শেল্টার
সুপারভাইজার
- চাকরির ধরন: চুক্তিভিত্তিক
- পদসংখ্যা: ০১টি
- বিভাগ: শেল্টার ও সেটেলমেন্ট সেক্টর (PMO)
- কর্মস্থল: কক্সবাজার
- রিপোর্ট করবেন: শেল্টার ও কনস্ট্রাকশন
ইঞ্জিনিয়ার, PMO, BDRCS
- মাসিক বেতন: ৪৮,০০০ টাকা
(সমন্বিত)
- চুক্তির মেয়াদ: ০১ জানুয়ারি ২০২৬ থেকে
৩০ জুন ২০২৬ পর্যন্ত
পদের মূল দায়িত্ব:
টেকনিক্যাল শেল্টার সুপারভাইজারের প্রধান কাজ হলো
মাঠ পর্যায়ে শেল্টার ও নির্মাণ কার্যক্রম তদারকি ও সমন্বয় করা। এর মধ্যে নির্মাণ
পরিকল্পনা, সময়সূচি নির্ধারণ, ব্যয় হিসাব, বিলিং প্রক্রিয়া, ঠিকাদার ও অংশীজনদের সাথে সমন্বয়
অন্তর্ভুক্ত।
তিনি/তিনি শেল্টার নির্মাণ প্রকল্পের নকশা, বাস্তবায়ন,
পর্যবেক্ষণ ও গুণগত মান নিশ্চিত করবেন এবং ক্যাম্প ও আশ্রয়দাতা
(হোস্ট) কমিউনিটিতে SRC অর্থায়িত বিভিন্ন শেল্টার
কার্যক্রমে BDRCS টিমকে কারিগরি সহায়তা প্রদান করবেন।
এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক অংশীদার সংস্থা, জাতিসংঘ
সংস্থা, স্থানীয় প্রশাসন এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সাথে
সমন্বয়ের মাধ্যমে কার্যকর শেল্টার কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা পালন করবেন।
দায়িত্ব ও কর্তব্য:
- ক্যাম্প ও হোস্ট কমিউনিটিতে শেল্টার কার্যক্রম তদারকি
ও মনিটরিং
- শেল্টার সংশ্লিষ্ট নকশা, ড্রইং ও BOQ প্রস্তুত করা
- সাইট উন্নয়ন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন
- মাঠ পর্যায়ের কর্মী ও অংশীদারদের সাথে নিয়মিত
সমন্বয়
- দৈনিক ও সাপ্তাহিক অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত
- বয়স, লিঙ্গ ও প্রতিবন্ধিতা বিবেচনায়
অন্তর্ভুক্তিমূলক শেল্টার ডিজাইন নিশ্চিত করা
- শেল্টার ও নির্মাণ বিষয়ক প্রশিক্ষণ ও সচেতনতামূলক
কার্যক্রম পরিচালনা
- দাতা সংস্থার নীতিমালা অনুযায়ী কাজের মান ও অগ্রগতি
নিশ্চিত করা
- নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা
- প্রয়োজনীয় ডকুমেন্টেশন সংরক্ষণ ও হালনাগাদ
- দক্ষ ও অদক্ষ শ্রমিকদের জন্য কারিগরি প্রশিক্ষণ
সহায়তা
- ক্যাম্প প্রশাসন (CiC), ইউএনও ও সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের সাথে সমন্বয়
- SPHERE স্ট্যান্ডার্ড ও শেল্টার ক্লাস্টার গাইডলাইন অনুসরণ
নিশ্চিত করা
- ভবিষ্যৎ প্রকল্পের সম্ভাবনা চিহ্নিত করা
- তদারকি ও মূল্যায়ন কার্যক্রমে অংশগ্রহণ
- প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য
দায়িত্ব পালন
শিক্ষাগত যোগ্যতা:
- সরকার বা সরকার স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা
- সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা
অতিরিক্ত যোগ্যতা ও দক্ষতা:
- ক্যাম্প ও হোস্ট কমিউনিটিতে শেল্টার/নির্মাণ কাজে
ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা
- AutoCAD (2D/3D), MS Word, Excel ও PowerPoint-এ দক্ষতা
- BOQ প্রস্তুত, রেট অ্যানালাইসিস ও
এস্টিমেশন করার সক্ষমতা
- বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা
- চট্টগ্রামি বা রোহিঙ্গা ভাষা জানা থাকলে অগ্রাধিকার
- নির্মাণ সাইট দক্ষতার সাথে পরিচালনার সক্ষমতা
- কাজের পরিকল্পনা ও সময়সূচি প্রণয়নের দক্ষতা
পারস্পরিক সম্পর্ক:
- BDRCS PMO টিমের সাথে কার্যকর কর্মসম্পর্ক বজায় রাখা
- IOM, IFRC এবং সরকারি-বেসরকারি সংস্থার সাথে সমন্বয়
আবেদন নির্দেশনা:
- অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বিভাগীয় ছাড়পত্র
প্রয়োজন
আবেদন জমাদানের শেষ তারিখ:
১৩ জানুয়ারি ২০২৬
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের
জন্য ডাকা হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি সমান সুযোগ প্রদানকারী
নিয়োগকারী প্রতিষ্ঠান।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট
সোসাইটি (BDRCS)- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS), bdjobs
- আবেদন
প্রক্রিয়া: https://hotjobs.bdjobs.com/jobs/bdrcscox/bdrcscox84.htm
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে
আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য
সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
Bangladesh Red Crescent Society job circular 2026, BDRCS
job circular 2026, Red Crescent job Bangladesh, Technical Shelter Supervisor
job, Shelter Supervisor job Coxs Bazar, NGO job in Coxs Bazar, humanitarian
organization job Bangladesh, PMO job BDRCS, shelter and construction job
Bangladesh, diploma civil engineer job NGO, NGO job circular January 2026, Coxs
Bazar NGO job, Red Crescent Society career Bangladesh, contract NGO job
Bangladesh
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments