সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসে (এসএসএস) বিশাল
নিয়োগ বিজ্ঞপ্তি
আপনি কি সততা ও দায়িত্বশীলতার
সঙ্গে একটি সম্মানজনক পেশা গড়তে আগ্রহী?
সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) বাংলাদেশের
একটি জাতীয় পর্যায়ের স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম,
সিলেট, ময়মনসিংহ, রাজশাহী,
খুলনা ও রংপুর বিভাগের মোট ৫৬টি জেলায় প্রায় ১২ লক্ষাধিক পরিবারের
আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। সংস্থার কার্যক্রমের মধ্যে রয়েছে ক্ষুদ্র অর্থায়ন,
উদ্যোক্তা উন্নয়ন, প্রশিক্ষণ, স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা ও শিশু উন্নয়ন, কৃষি-মৎস্য-প্রাণিসম্পদ সম্প্রসারণ, পলিটেকনিক ও
ভোকেশনাল শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন
সংক্রান্ত প্রকল্পসমূহ।
এসএসএস-এর ক্ষুদ্র অর্থায়ন, শিক্ষা ও
কৃষি সম্প্রসারণ কর্মসূচিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট
থেকে নিম্নোক্ত পদসমূহে আবেদন আহ্বান করা হচ্ছে।
উল্লেখযোগ্য পদসমূহ (সংক্ষিপ্তভাবে)
সহকারী পরিচালক (অর্থ ও হিসাব – সর্বোচ্চ ব্যবস্থাপনা)
– বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর
– বেতন: শিক্ষানবিসকালে ন্যূনতম ১,০৮,৫৬০ টাকা, নিয়মিতকরণের পর ১,৩৫,৭০০ টাকা
– যোগ্যতা ও অভিজ্ঞতা: ফাইন্যান্স/অ্যাকাউন্টিং সংশ্লিষ্ট বিষয়ে
স্নাতকোত্তর, সিএ (পার্টলি/কোর্স কমপ্লিট), কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা
হাসপাতাল প্রশাসক
– এমবিবিএস ডিগ্রি, হাসপাতাল ব্যবস্থাপনায়
ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা
– বেতন ও পদবি আলোচনাসাপেক্ষ
হেড অব কোর সফটওয়্যার অপারেশন
– কম্পিউটার সায়েন্স/আইটি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর
– আইটি ক্ষেত্রে ১০ বছর ও নেতৃত্বমূলক কাজে ৫ বছরের অভিজ্ঞতা
হেড অব আইটি ইনোভেশন অ্যান্ড টেকনোলজি
– আইটি/ফিনটেক/ডিজিটাল ফাইন্যান্সে অভিজ্ঞতা
– Cloud, API, Cybersecurity, DevOps বিষয়ে দক্ষতা
ডাটা অ্যানালিস্ট (এমএফআই অ্যানালিটিক্স)
– ডাটা সায়েন্স/পরিসংখ্যান/কম্পিউটার সায়েন্স
– SQL, Power BI/Tableau ও MIS-এ দক্ষতা
স্বাস্থ্য সমন্বয়কারী (পিএইচসিপি প্রকল্প)
– এমবিবিএস ও এমপিএইচ/পোস্ট গ্র্যাজুয়েশন অগ্রাধিকার
নির্মাণ প্রকৌশলী (সেকশন প্রধান)
– সিভিল/স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং
– কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা
জোনাল ম্যানেজার / এরিয়া ম্যানেজার / শাখা ব্যবস্থাপক
– ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনায় উল্লেখযোগ্য অভিজ্ঞতা
– পিকেএসএফ সহযোগী প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
অডিট কর্মকর্তা / জোনাল হিসাব কর্মকর্তা
– ফাইন্যান্স/অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর
– সিএ (পার্টলি/কোর্স কমপ্লিট)
অফিসার, সহকারী শাখা ব্যবস্থাপক, এ্যাসিস্ট্যান্ট
অফিসার (ক্রেডিট)
– স্নাতক/স্নাতকোত্তর
– মোটরসাইকেল চালনায় পারদর্শিতা আবশ্যক (নির্দিষ্ট পদের ক্ষেত্রে)
সুযোগ-সুবিধা
✔ শিক্ষানবিসকাল
শেষে স্থায়ী নিয়োগ
✔ প্রভিডেন্ট ফান্ড ও পেনশন সুবিধা
✔ গ্র্যাচুয়িটি, উৎসব ও
পারফরমেন্স বোনাস
✔ বার্ষিক ইনক্রিমেন্ট ও ছুটির সুবিধা
✔ সুদমুক্ত মোটরসাইকেল ও ট্যাব ঋণ
✔ মোবাইল বিল, যাতায়াত
ভাতা
✔ দুর্ঘটনা ও মৃত্যুজনিত আর্থিক সুরক্ষা
✔ যোগ্যতার ভিত্তিতে বিদেশ প্রশিক্ষণ/ভ্রমণের
সুযোগ
আবেদন পদ্ধতি
আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং
২০০ টাকা (অফেরতযোগ্য) নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দিয়ে রসিদ সংযুক্ত করে
আবেদন করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
উপ-নির্বাহী পরিচালক
সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)
এসএসএস ভবন, ফাউন্ডেশন অফিস
ময়মনসিংহ রোড, টাঙ্গাইল
📅 আবেদনের
শেষ তারিখ: ২৬ জানুয়ারি ২০২৬
গুরুত্বপূর্ণ নির্দেশনা
– সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
– বয়স গণনা হবে ২৬/০১/২০২৬ অনুযায়ী
– পরীক্ষার তথ্য এসএমএসের মাধ্যমে জানানো হবে
– অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে
– কোনো প্রকার সুপারিশ বা অর্থ লেনদেন অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে
নিয়োগ
বিজ্ঞপ্তি:
সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস
(এসএসএস) - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)
আবেদন প্রক্রিয়া: আবেদন পাঠানোর ঠিকানা:
উপ-নির্বাহী
পরিচালক
সোসাইটি
ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)
এসএসএস
ভবন, ফাউন্ডেশন অফিস
ময়মনসিংহ
রোড, টাঙ্গাইল
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, SSS Bangladesh Job
Circular 2026, SSS NGO Job Circular, এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬,
এসএসএস চাকরি খবর, NGO Job in Bangladesh 2026, Microfinance
NGO Job Circular, Development Organization Job Bangladesh, বেসরকারি
উন্নয়ন সংস্থা নিয়োগ, SSS Tangail Job Circular, NGO চাকরি
আবেদন ২০২৬, বাংলাদেশ এনজিও চাকরি, NGO Career
Bangladesh, Social Development Organization Job, SSS Hospital Job Circular, SSS
Microfinance Job, NGO Finance Job Bangladesh, NGO IT Job Circular Bangladesh, এনজিও অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)

Post a Comment
0 Comments