ওএমআই স্টিল অ্যান্ড করুগেশন ইন্ডাস্ট্রি জরুরি ভিত্তিতে শুধুমাত্র
নারী নিয়োগ দিবে
পদের নাম: ফ্রন্ট ডেস্ক অফিসার
শূন্য পদ: ১০ জন
শিক্ষাগত যোগ্যতা
- ন্যূনতম এইচএসসি অথবা স্নাতক ডিগ্রি
- যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা
শিথিলযোগ্য
অতিরিক্ত যোগ্যতা
- বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে
- স্মার্ট, পরিপাটি, কর্মচঞ্চল
ও দায়িত্বশীল হতে হবে
- টেলিফোনে কথা বলা, মৌখিক যোগাযোগ, উপস্থাপনা ও কাস্টমার সার্ভিসে দক্ষতা থাকতে হবে
- মাইক্রোসফট অফিস (MS Word, Excel ইত্যাদি)
ব্যবহারে পারদর্শী
- সাধারণ আইসিটি জ্ঞান থাকতে হবে
🧾 দায়িত্ব ও
কাজের বিবরণ
- ফোন কল, ই-মেইল ও ডাক গ্রহণ করে সংশ্লিষ্ট
বিভাগ বা ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া
- আগত অতিথি ও গ্রাহকদের সঙ্গে সৌজন্যমূলক ও পেশাদার
আচরণ বজায় রাখা
- অফিসে আগত দর্শনার্থীদের স্বাগত জানানো ও প্রয়োজনীয়
সহায়তা প্রদান
- ফ্যাক্স পাঠানো ও গ্রহণ করা এবং প্রয়োজনীয় ফলোআপ
নিশ্চিত করা
- ফ্রন্ট ডেস্ক ও রিসেপশন সংক্রান্ত সকল রেকর্ড সংরক্ষণ
ও হালনাগাদ রাখা
- অফিসে কর্মীদের আগমন ও প্রস্থানের সঠিক তথ্য সংরক্ষণ
- মিটিং আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা প্রদান
(লজিস্টিকস ও আপ্যায়নসহ)
🕘 চাকরির ধরন
- ফুল টাইম (পূর্ণকালীন)
👩 লিঙ্গ
- শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন
📍 কর্মস্থল
- ঢাকা
💰 বেতন
- আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
📨 আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV) ই-মেইলের
মাধ্যমে পাঠাতে অনুরোধ করা যাচ্ছে:
⏰ আবেদনের শেষ
তারিখ
- ২৯ জানুয়ারি ২০২৬
নিয়োগ
বিজ্ঞপ্তি:
ওএমআই স্টিল অ্যান্ড করুগেশন
ইন্ডাস্ট্রি লিমিটেড- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: ওএমআই স্টিল অ্যান্ড করুগেশন ইন্ডাস্ট্রি লিমিটেড
আবেদন প্রক্রিয়া: sobujsayagroup@gmail.com
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
OMI Steel job circular 2026, OMI Steel & Corrugation
Industry Ltd job, Front Desk Officer job in Dhaka, Front Desk Officer job
circular Bangladesh, Female front desk officer job, Receptionist job in Dhaka
2026, Private company job circular 2026, Office receptionist job Bangladesh,
HSC pass job in Dhaka, Bachelor degree job Dhaka, Full time office job for
female, Front office executive job Bangladesh, Steel company job circular,
Corporate office job Dhaka, Customer service job Bangladesh
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments