Type Here to Get Search Results !

নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN, AB 0



নুভিস্তা ফার্মা মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ

(Nuvista Pharma PLC)

আমরা নিয়োগ দিচ্ছি
পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার, সেলস
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
চাকরির ধরন: ফুল-টাইম

 

নুভিস্তা ফার্মা পিএলসি দেশের প্রথম বিশেষায়িত হরমোন ও স্টেরয়েড বাজারভিত্তিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি। কোম্পানি বিভিন্ন থেরাপিউটিক মার্কেটে নেতৃত্ব প্রতিষ্ঠা করেছে। পূর্বে এটি Organon (Bangladesh) নামে পরিচিত ছিল। প্রতিষ্ঠানটি Traxyl, Marvelon, Ovostat Gold, Visceralgine ইত্যাদি বহুজাতিক ব্র্যান্ডের জন্য সুপরিচিত। সম্প্রসারণ ও ব্যবসায়িক কৌশলের অংশ হিসেবে, নিউভিস্তা ফার্মা নতুন, উদ্যমী ও শিক্ষিত গ্র্যাজুয়েটদের মেডিকেল প্রমোশন অফিসার (সেলস) হিসেবে নিয়োগের জন্য আহ্বান করছে।

 

প্রধান দায়িত্বসমূহ

  • চিকিৎসকদের কাছে পণ্যের তথ্য উপস্থাপন এবং প্রেসক্রিপশন জেনারেট করা
  • কেমিস্ট শপ পরিদর্শন করে বিক্রয় লক্ষ্য অর্জন করা

 

প্রয়োজনীয় যোগ্যতা

  • যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (বিজ্ঞান বিভাগ পর্যন্ত এসএসসি)
  • এসএসসি, এইচএসসি ও স্নাতক পর্যায়ে ন্যূনতম GPA ২.৫ (কোনো তৃতীয় বিভাগ বা সমতুল্য গ্রহণযোগ্য নয়)
  • ইংরেজি ও বাংলায় চমৎকার যোগাযোগ দক্ষতা
  • বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা
  • বয়স সর্বোচ্চ ৩৩ বছর

 

সুযোগ-সুবিধা

  • আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতন কাঠামো
  • দীর্ঘমেয়াদী সুবিধাসহ
  • বছরে ২টি উৎসব বোনাস এবং ১টি শীতকালীন বোনাস
  • প্রভিডেন্ট ফান্ড, মুনাফা ভাগাভাগি, গ্র্যাচুইটি
  • গ্রুপ লাইফ ইনস্যুরেন্স
  • ত্রৈমাসিক ও বার্ষিক ইনসেনটিভ বোনাস
  • কর্মদক্ষতার উপর ভিত্তি করে বিদেশ ভ্রমণের সুযোগ
  • মোটরসাইকেল ও স্মার্টফোন

 

আবেদন প্রক্রিয়া

যদি আপনি মনে করেন যে আপনি বিজয়ী দলের জন্য উপযুক্ত প্রার্থী, তবে ২৩ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে অনলাইনে আবেদন করুন। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদেরই পরবর্তী নির্বাচনী প্রক্রিয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে।

নিউভিস্তা ফার্মা লিমিটেড সমান সুযোগের নিয়োগকর্তা। যেকোনো লিঙ্গ, জাতি বা বর্ণের প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

🌐 আরও তথ্যের জন্য: www.nuvistapharma.com

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


নুভিস্তা ফার্মা পিএলসি- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: নুভিস্তা ফার্মা পিএলসি

 

আবেদন প্রক্রিয়া: https://hotjobs.bdjobs.com/jobs/nuvista/nuvista137a.htm

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।

 

Nuvista Pharma job circular 2025, Medical Promotion Officer job Bangladesh, pharmaceutical sales job BD, Nuvista Pharma careers, hormone & steroid pharma job, graduate sales job Bangladesh, entry level pharma job, sales officer vacancy BD, doctor promotion job, full time pharma job Bangladesh, latest medical sales job circular, young graduate job in pharma, sales team job Bangladesh

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments