নারী প্রগতি সংঘের শুধু নারীদের জন্য নিয়োগ
বিজ্ঞপ্তি
বাংলাদেশ নারী প্রগতি সংঘ (BNPS)
পদের নাম: ফিল্ড ফ্যাসিলিটেটর
শূন্যপদ সংখ্যা: ১১টি (শুধু নারীদের
জন্য)
কর্মস্থল: উখিয়া (যেকোনো
শরণার্থী শিবির বা হোস্ট কমিউনিটি)
রিপোর্ট করবে: প্রজেক্ট অফিসার
চুক্তির মেয়াদ: ডিসেম্বর ২০২৬
পর্যন্ত
চাকরির ধরন: পূর্ণকালীন
১. সংক্ষিপ্ত পরিচিতি
বাংলাদেশ নারী প্রগতি সংঘ (BNPS) ১৯৮৬ সাল
থেকে নারী অধিকার, লিঙ্গ সমতা, সামাজিক
ন্যায় ও নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছে। জাতিসংঘের UN Women এর সমর্থিত প্রকল্প “Strengthening the leadership of Rohingya
and host community women peacebuilders to advance social cohesion and
gender-responsive protection in Cox’s Bazar” এর আওতায় BNPS
নওশিখা নারী শান্তি গোষ্ঠী (Women Peacebuilding Groups –
WPGs) এর ১১টি ইউনিটে কাজ করবে।
২. চাকরির সারসংক্ষেপ
নির্ধারিত WPG-এর জন্য প্রাথমিক মাঠ কর্মকর্তা হিসেবে
দায়িত্ব পালন করবে। অংশগ্রহণকারীদের উৎসাহিত করা, মিটিং
আয়োজন, নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করা, তথ্য
সংগ্রহ করা এবং কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করা হবে।
৩. প্রধান দায়িত্বসমূহ
- স্থানীয় নারীদের এবং লক্ষ্যবস্তু অংশগ্রহণকারীদের
অংশগ্রহণ নিশ্চিত করার জন্য উত্সাহিত করা।
- WPG মিটিং, ডেমোনস্ট্রেশন, ট্রেনিং এবং সংলাপ আয়োজন ও পরিচালনায় সহায়তা করা।
- সঠিক উপস্থিতি তালিকা, সুবিধাভোগী রেজিস্টার রাখা
এবং MEAL ডেটা সংগ্রহে সহায়তা করা।
- কমিউনিটি পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং প্রজেক্ট
অফিসার ও প্রোটেকশন/জেন্ডার অফিসারকে রিপোর্ট করা।
- প্রয়োজনীয় ক্ষেত্রে রেফারেল সাপোর্ট এবং
ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইডারের কাছে নিয়ে যাওয়া (সন্তুষ্টি ও নিরাপত্তা
নিশ্চিত করে)।
৪. ডেলিভারেবলস ও কেপিআই (KPIs)
- সাপ্তাহিক কার্যক্রম রিপোর্ট এবং আপডেটকৃত সুবিধাভোগীর
তালিকা।
- নির্ধারিত কার্যক্রম ১০০% ডকুমেন্টেশন (উপস্থিতি +
মিটিং মিনিটস)।
- ঘটনার দ্রুত রিপোর্ট এবং রেফারেল ২৪ ঘন্টার মধ্যে।
৫. শিক্ষাগত যোগ্যতা ও
অভিজ্ঞতা
- ন্যূনতম স্নাতক ডিগ্রি (অগ্রাধিকারপ্রাপ্ত)।
- কমিউনিটি মোবিলাইজেশন বা এনজিও ফিল্ডে ২–৩ বছরের
অভিজ্ঞতা; রোহিঙ্গা সম্প্রদায়ের সাথে পূর্বের কাজ থাকলে অগ্রাধিকার।
৬. দক্ষতা ও সক্ষমতা
- শক্তিশালী আন্তঃব্যক্তিগত দক্ষতা, স্থানীয়
সম্প্রদায়ের জ্ঞান এবং অংশগ্রহণকারীদের কাছে বিশ্বাসযোগ্য।
- সম্পর্ক গঠন ও স্বচ্ছ কমিউনিটি অ্যাক্সেস নিশ্চিত করতে
দক্ষ।
- স্থানীয় ভাষায় (রোহিঙ্গা বা চট্টগ্রামের আঞ্চলিক ভাষা)
সাবলীলতা অত্যন্ত কাম্য।
৭. বেতন ও সুবিধাদি
- মাসিক বেতন: ২৫,০০০ টাকা
(কনসোলিডেটেড)
- অন্যান্য সুবিধা: মোবাইল ভাতা, ভ্রমণ
ব্যয় প্রত্যর্পণ, এবং BNPS এর
এইচআর নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
৮. আবেদন প্রক্রিয়া
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা নিম্নলিখিত কাগজপত্রসহ
আবেদন করবেন:
- সর্বশেষ আপডেট সিভি (সর্বাধিক ৩ পৃষ্ঠা)
- জাতীয় পরিচয়পত্রের কপি
- দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
- শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদের কপি
নিয়োগ
বিজ্ঞপ্তি:
বাংলাদেশ নারী প্রগতি সংঘ (BNPS)- প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: বাংলাদেশ নারী প্রগতি সংঘ (BNPS)
আবেদন
প্রক্রিয়া: আবেদনপত্র পাঠানোর
ঠিকানা:
এক্সিকিউটিভ ডিরেক্টর
বাংলাদেশ নারী প্রগতি সংঘ (BNPS)
Kolpona Sundor, 13/14 Babor Road (১ম তলা), Block-B,
Mohammadpur Housing Estate, Dhaka 1207
আবেদন অবশ্যই ১৮ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে পৌঁছাতে হবে। অনুগ্রহ করে
খামের/ইমেইলের বিষয়ভাগে উল্লেখ করবেন: “Field Facilitator – Social Cohesion”
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
BNPS চাকরি, Field Facilitator চাকরি, উখিয়া নারীদের চাকরি, রোহিঙ্গা
কমিউনিটি চাকরি, মহিলা জন্য ফিল্ড ফ্যাসিলিটেটর, সামাজিক সমন্বয় প্রকল্প, নারীর ক্ষমতায়ন কর্ম,
কক্সবাজার এনজিও চাকরি, BNPS নিয়োগ বিজ্ঞপ্তি
২০২৫, নারী অধিকার কর্ম, কমিউনিটি
মোবিলাইজেশন জব, NGO চাকরি বাংলাদেশ
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments