যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
Sub-Project Manager (SPM) Office
Project: Adopting and Implementing Hybrid-Blended Teaching-Learning
Method: Transforming Academic Practices
PIN: 12084
Department of Accounting and Information Systems
Jashore University of Science and Technology (JUST), Jashore–7408
Memo No.: JUST/AIS/HEAT-W2-12084/Recruitment/02/2025-01
Date: 02/12/2025
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা
মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের
তত্ত্বাবধানে বাস্তবায়িত Higher Education Acceleration and
Transformation (HEAT) প্রকল্পের Window–2 এর আওতাভুক্ত উপ-প্রকল্প “Adopting and Implementing
Hybrid-Blended Teaching-Learning Method: Transforming Academic Practices” বাস্তবায়নের জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং
অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে প্রকল্পটির মেয়াদকাল পর্যন্ত নিম্নোক্ত পদে
অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে।
পদ ও যোগ্যতা
১. কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যা: ০১
- মাসিক সম্মানী: ২৫,০০০ টাকা
(সর্বসাকূল্যে)
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান
থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি
২. এমএলএসএস
- পদ সংখ্যা: ০১
- মাসিক সম্মানী: ১৮,০০০ টাকা
(সর্বসাকূল্যে)
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের
পরীক্ষায় উত্তীর্ণ
আবেদনের নিয়মাবলি
পদের বিস্তারিত তথ্য, আবেদনের
শর্তাবলি এবং প্রয়োজনীয় নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে:
🔗 www.just.edu.bd/career
🔗 www.ais.just.edu.bd/noticeboard
আবেদন করার শেষ তারিখ: ২০
ডিসেম্বর ২০২৫
নিয়োগ
বিজ্ঞপ্তি:
Jashore University of Science and Technology (JUST),
Jashore–7408-প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: Jashore University of Science and Technology (JUST),
Jashore–7408,
আবেদন প্রক্রিয়া: 🔗
www.just.edu.bd/career
🔗
www.ais.just.edu.bd/noticeboard
আবেদন করার শেষ তারিখ: ২০ ডিসেম্বর ২০২৫
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
JUST job circular 2025, Jashore University of Science and
Technology job circular, HEAT project job circular Bangladesh, AIS department
job circular 2025, JUST HEAT Project recruitment, computer operator job
circular 2025, MLSS job circular 2025 Bangladesh, university project job
Bangladesh, hybrid blended teaching learning project job, JUST career notice,
higher education acceleration and transformation project job, govt university
job circular 2025, bangladesh project job notice, accounting and information
systems job circular, UGC project job circular Bangladesh.
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments