চট্টগ্রাম প্রকৌশল ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET)–এর নিয়োগ বিজ্ঞপ্তি
চট্টগ্রাম প্রকৌশল ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET)
চট্টগ্রাম–৪৩৪৯, বাংলাদেশ
নিয়োগ বিজ্ঞপ্তি
তারিখ: ২১ ডিসেম্বর ২০২৫ খ্রি.
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (CUET) নিম্নবর্ণিত
স্থায়ী ও অস্থায়ী পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট
থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
পদভিত্তিক বিবরণ (জাতীয় বেতন
স্কেল–২০১৫ অনুযায়ী)
১. অধ্যাপক
- বিভাগ:
- ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং –
১টি
- ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং –
১টি
- গ্রেড: ৩
- বয়সসীমা: সর্বোচ্চ ৫২ বছর
- বেতন স্কেল: ৫৬,৫০০ – ৭৪,৪০০ টাকা
২. প্রশাসনিক/দপ্তর প্রধান পদ
- রেজিস্ট্রার – ১টি
- প্রধান প্রকৌশলী – ১টি
- পরীক্ষা নিয়ন্ত্রক – ১টি
- পরিচালক (IQAC) – ১টি
- গ্রেড: ৩
- বয়সসীমা: সর্বোচ্চ ৫২ বছর
- বেতন স্কেল: ৫৬,৫০০ – ৭৪,৪০০ টাকা
৩. সহযোগী অধ্যাপক
- যন্ত্রকৌশল বিভাগ – ১টি
- গ্রেড: ৮
- বয়সসীমা: সর্বোচ্চ ৪৮ বছর
- বেতন স্কেল: ৫০,০০০ – ৭১,২০০ টাকা
৪. ডেপুটি চিফ মেডিক্যাল
অফিসার
- পদ সংখ্যা: ১টি
- গ্রেড: ৫
- বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
- বেতন স্কেল: ৪৩,০০০ – ৬৯,৮৫০ টাকা
৫. সহকারী অধ্যাপক
- নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং – ১টি
- Institute of Energy Technology (IET) – ১টি (অধ্যাপক পদের
বিপরীতে)
- গ্রেড: ৬
- বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
- বেতন স্কেল: ৩৫,৫০০ – ৬৭,০১০ টাকা
৬. সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক
- পদ সংখ্যা: ১টি
- গ্রেড: ৬
- বেতন স্কেল: ২৯,০০০ – ৬৩,৪১০ টাকা
৭. প্রভাষক
- পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং – ১টি
- গণিত বিভাগ – ১টি
- ডিজাস্টার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট – ১টি
- Institute of Energy Technology (IET) – ১টি
- Institute of Rivers, Harbor and Environmental Science (IRHES) – ১টি
- বয়সসীমা: সর্বোচ্চ ৩৫
বছর (কিছু ক্ষেত্রে ১৮–৩২ বছর)
- বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা
(উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে)
৮. মেডিক্যাল অফিসার
- পদ সংখ্যা: ১টি
- বয়সসীমা: ১৮–৩২ বছর
- বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০ টাকা
৯. হিসাবরক্ষক (আইটি বিজনেস
ইনকিউবেটর)
- পদ সংখ্যা: ১টি
- বয়সসীমা: ১৮–৩২ বছর
- বেতন স্কেল: ১২,৫০০ – ৩০,২৩০ টাকা
১০. টেকনিশিয়ান
- সিএসই বিভাগ – ১টি
- ফটোকপিয়ার/সেন্ট্রাল ইনস্ট্রুমেন্ট ওয়ার্কশপ – ১টি
- ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং –
১টি
- বয়সসীমা: ১৮–৩২ বছর
- বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা
১১. কেয়ারটেকার (মুক্তিযোদ্ধা
হল)
- পদ সংখ্যা: ১টি
- বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা
১২. অটো মেকানিক (যন্ত্রকৌশল
বিভাগ)
- পদ সংখ্যা: ১টি
- বেতন স্কেল: ৯,৭০০ – ২৩,৪৯০ টাকা
১৩. লাইব্রেরি সহকারী /
বাবুর্চি
- পদ সংখ্যা: ২টি
- বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা
১৪. ইলেকট্রিশিয়ান (আইটি
বিজনেস ইনকিউবেটর)
- পদ সংখ্যা: ১টি
- বেতন স্কেল: ৯,০০০ – ২১,৮০০ টাকা
১৫. সহকারী বাবুর্চি
(মুক্তিযোদ্ধা হল)
- পদ সংখ্যা: ১টি
- বেতন স্কেল: ৮,৮০০ – ২১,৩১০ টাকা
১৬. ল্যাব এটেনডেন্ট
- পদ সংখ্যা: ২টি
- বেতন স্কেল: ৮,৫০০ – ২০,৫৭০ টাকা
১৭. অন্যান্য পদ
- নিরাপত্তা প্রহরী – ২টি
- মালী – ২টি
- ডাইনিং বয় – ২টি
- পরিচ্ছন্নতা কর্মী – ১টি
- বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা
আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ
নির্দেশনা
- ১–৮ নং পদের যোগ্যতা, অভিজ্ঞতা ও আবেদন ফরমেট
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cuet.ac.bd
থেকে সংগ্রহ করতে হবে।
- ৯–১৭ নং পদের জন্য আবেদন সাদা কাগজে করতে হবে।
- নির্ধারিত গ্রেড অনুযায়ী আবেদন ফি সোনালী ব্যাংক
লিমিটেড,
CUET শাখা, চট্টগ্রামের মাধ্যমে ব্যাংক
ড্রাফট/পে–অর্ডার আকারে জমা দিতে হবে।
- আবেদনপত্রের প্রয়োজনীয় কপি নির্ধারিত সংখ্যায় প্রস্তুত
করে আগামী ১৩ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে রেজিস্ট্রার কার্যালয়ে জমা
দিতে হবে।
- বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা
প্রযোজ্য নয়।
- শিক্ষক পদের ক্ষেত্রে উচ্চতর ডিগ্রিধারীদের জন্য
বয়সসীমা শিথিলযোগ্য।
- রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও পরিচালক (IQAC)
পদে পূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
চট্টগ্রাম প্রকৌশল ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET)- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET),
আবেদন প্রক্রিয়া: ১–৮ নং পদের যোগ্যতা,
অভিজ্ঞতা ও আবেদন ফরমেট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cuet.ac.bd থেকে
সংগ্রহ করতে হবে।
৯–১৭ নং পদের জন্য
আবেদন সাদা কাগজে করতে হবে।
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, CUET job circular 2025, CUET শিক্ষক নিয়োগ, CUET
officer and staff job, CUET professor associate professor job, CUET lecturer
recruitment, CUET administrative job circular, প্রকৌশল
বিশ্ববিদ্যালয় চাকরি বাংলাদেশ, সরকারি বিশ্ববিদ্যালয় চাকরি
২০২৫, CUET non teaching job, CUET teaching and non teaching job, CUET
job notice Bangladesh, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকরি বিজ্ঞপ্তি,
CUET registrar exam controller job, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং
বিশ্ববিদ্যালয় চাকরি
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments