চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে শিক্ষক
নিয়োগ বিজ্ঞপ্তি
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত
বিভিন্ন স্থায়ী পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অন-লাইনে
আবেদনপত্র আহ্বান করছে।
পদের বিবরণ:
|
ক্রমিক |
পদের নাম |
পদসংখ্যা |
বেতন স্কেল |
বয়স সীমা |
যোগ্যতা ও অভিজ্ঞতা |
|
১ |
পরিবহন কর্মকর্তা |
২ |
২২,০০০–৫৩,০৬০ (গ্রেড-০৯) |
৩২ বছর |
প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা
দ্বিতীয় শ্রেণীর স্নাতকসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী। |
|
২ |
প্রভাষক
(অর্থনীতি/বাণিজ্যিক ভূগোল) |
১ |
২২,০০০–৫৩,০৬০ (গ্রেড-০৯) |
৩২ বছর |
সংশ্লিষ্ট
বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণীর স্নাতকসহ দ্বিতীয় শ্রেণীর
স্নাতকোত্তর ডিগ্রী। কার্গো হ্যান্ডলিং ও শিপিং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। |
|
৩ |
সহকারী শিক্ষক/শিক্ষিকা
(মানবিক/বিজ্ঞান/বাণিজ্য) |
২ |
১৬,০০০–৩৮,৬৪০ (গ্রেড-১০) |
৩২ বছর |
সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম
দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী; বিএড/এমএড
ডিগ্রী; অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। |
|
৪ |
ক্ল্যাসিক্যাল
শিক্ষক |
১ |
১২,৫০০–৩০,২৩০ (গ্রেড-১১) |
৩২ বছর |
এমএ/কামিল
ডিগ্রী; অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। |
|
৫ |
অংকন শিক্ষক/শিক্ষিকা |
১ |
১১,৩০০–২৭,৩০০ (গ্রেড-১২) |
৩২ বছর |
চারুকলা ডিপ্লোমা সনদসহ উচ্চ
মাধ্যমিক; স্নাতক (চারুকলা) ডিগ্রী;
সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। |
আবেদন প্রক্রিয়া ও শর্তাবলি:
- আবেদনকারীকে cpadigital.gov.bd/jobs ওয়েবসাইটে
গিয়ে অন-লাইনে ফরম পূরণ ও সাবমিট করতে হবে। ফরম ইউনিকোড বাংলায় পূরণ
করতে হবে।
- ৩০০×৩০০ রেজোলিউশনের সর্বোচ্চ ১০০
কিলোবাইটের রঙিন ছবি এবং ৩০০×৮০ রেজোলিউশনের সর্বোচ্চ
৬০ কিলোবাইটের স্বাক্ষর jpg/jpeg ফরম্যাটে আপলোড করতে
হবে।
- ফি অন-লাইনে জমা দিতে হবে: ১, ২ ও ৩
নং পদের জন্য ২০০ টাকা; ৪ ও ৫ নং পদের জন্য ১৫০ টাকা।
- আবেদনপত্রের কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।
- নিয়োগ পরীক্ষার সময়সূচী ওয়েবসাইটে ও মোবাইল SMS-এর
মাধ্যমে জানানো হবে। প্রবেশপত্র/ইন্টারভিউ কার্ড অন-লাইনে ডাউনলোড করতে হবে;
ডাকযোগে পাঠানো হবে না।
- আবেদনপত্র জমা দেওয়া মানে চাকরির নিশ্চয়তা নয়। কোটা
ও অন্যান্য শর্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী প্রযোজ্য।
- ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদন বাতিল হবে। কর্তৃপক্ষ
প্রয়োজনবোধে বিজ্ঞপ্তি বাতিলের অধিকার রাখে।
- অন-লাইনে আবেদন শুরু: ০৭ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০০
- অন-লাইনে আবেদন শেষ: ০৬ জানুয়ারি ২০২৬ রাত ১২:০০
- অন-লাইনে ফি জমাদানের শেষ তারিখ: ০৭ জানুয়ারি ২০২৬
নিয়োগ
বিজ্ঞপ্তি:
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (CPA)-প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (CPA),
আবেদন প্রক্রিয়া: cpadigital.gov.bd/jobs
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি, CPA job circular 2025, চট্টগ্রাম বন্দর চাকরি, CPA online application, চট্টগ্রাম
বন্দর কর্মকর্তার চাকরি, পরিবহন কর্মকর্তা নিয়োগ, প্রভাষক চাকরি চট্টগ্রাম বন্দর, সহকারী শিক্ষক নিয়োগ
২০২৫, ক্ল্যাসিক্যাল শিক্ষক চাকরি, অংকন
শিক্ষক নিয়োগ, বাংলাদেশ সরকারি চাকরি, government job
Bangladesh, CPA recruitment notice, BD jobs 2025, Chittagong Port Authority
jobs।
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments