বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নিয়োগ বিজ্ঞপ্তি
রেড ক্রস–রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বের সবচেয়ে
বড় স্বেচ্ছাসেবী মানবিক নেটওয়ার্ক। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকররাষ্ট্রীয় আদেশ নং–২৬/১৯৭৩ অনুযায়ী গঠিত একটি
জাতীয় মানবিক সংস্থা। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা,
মানবিক সহায়তা, সক্ষমতা বৃদ্ধি এবং রেড
ক্রস/রেড ক্রিসেন্ট মূলনীতি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
কক্সবাজারে পরিচালিত Population Movement
Operation (PMO)–এর অধীনে নিম্নোক্ত পদে উপযুক্ত বাংলাদেশি নারী প্রার্থীর
আবেদন আহ্বান করা হচ্ছে:
পদের নাম: কমিউনিটি মোবিলাইজার, লাইভলিহুড
পদের ধরণ: চুক্তিভিত্তিক
পদের সংখ্যা: ০১
বিভাগ: ক্যাশ ও লাইভলিহুড সেক্টর (PMO)
কর্মস্থল: বিডিআরসিএস উখিয়া হাব অফিস,
কক্সবাজার
বেতন: মাসিক ৪০,৭২২
টাকা (সর্বসমেত)
চুক্তির মেয়াদ: ০১ জানুয়ারি ২০২৬ – ৩০
সেপ্টেম্বর ২০২৬
পদের মূল দায়িত্বসমূহ
১. কমিউনিটি সম্পৃক্ততা
- FDMN (জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) কমিউনিটিতে
নিয়মিত সভা ও আলোচনার মাধ্যমে livelihood কার্যক্রম
পরিচিত করা ও অংশগ্রহণ উৎসাহিত করা।
- কমিউনিটি লিডার ও সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।
- প্রয়োজন নিরূপণ, পরিকল্পনা ও বাস্তবায়নে কমিউনিটির
সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।
২. সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি
- জীবিকামূলক সুযোগ ও দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ, দিকনির্দেশনা
ও কর্মশালা পরিচালনা।
- সফল উদ্যোগ, সেরা চর্চা ও অনুপ্রেরণাদায়ী গল্প
প্রচার করা।
৩. কর্মসূচি বাস্তবায়ন
- নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সম্ভাব্য উপকারভোগী
শনাক্তকরণে সহায়তা করা।
- উপকারভোগীদের মাঝে নগদ সহায়তা, উপকরণ ও
প্রয়োজনীয় সামগ্রী বিতরণে সহযোগিতা।
- কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ ও সময়মতো প্রতিবেদন
প্রদান।
৪. তথ্য সংগ্রহ ও প্রতিবেদন
- কর্মসূচির অগ্রগতি, উপকারভোগীদের প্রতিক্রিয়া ও
কমিউনিটির প্রয়োজন বিষয়ে নিয়মিত তথ্য সংগ্রহ।
- সিনিয়র ক্যাশ ও লাইভলিহুড অফিসারকে নির্ধারিত সময়মতো
প্রতিবেদন জমা দেওয়া।
৫. সমন্বয় ও সহযোগিতা
- বিডিআরসিএস-এর অন্যান্য টিম ও অংশীদার সংস্থার সঙ্গে
ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখা।
- Livelihood সেক্টরের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও সমন্বয়
সভায় অংশগ্রহণ।
৬. সমস্যা সমাধান ও দ্বন্দ্ব
ব্যবস্থাপনা
- কর্মসূচির বাস্তবায়নের সময় উদ্ভূত সমস্যা বা সংঘাত
দ্রুত সমাধানে উদ্যোগ গ্রহণ।
- উপকারভোগীদের সহায়তা ও উৎসাহ দেওয়া যাতে তারা
কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকতে পারে।
শিক্ষাগত যোগ্যতা
- সমাজকর্ম, কমিউনিটি ডেভেলপমেন্ট বা সংশ্লিষ্ট
বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
অতিরিক্ত যোগ্যতা
- কমিউনিটি মোবিলাইজেশন কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা, বিশেষত livelihood
সংশ্লিষ্ট ক্ষেত্রে।
- বাস্তুচ্যুত জনগোষ্ঠী বা মানবিক কর্মকাণ্ডের সঙ্গে
কাজের পূর্ব অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।
- শক্তিশালী যোগাযোগ দক্ষতা ও কমিউনিটিকে উদ্বুদ্ধ করার
সক্ষমতা।
- কক্সবাজার ও FDMN কমিউনিটিতে প্রচলিত স্থানীয় ভাষায়
দক্ষতা।
- স্বাধীনভাবে এবং দলগতভাবে কাজ করার যোগ্যতা।
- সাংগঠনিক দক্ষতা, তথ্য সংগ্রহ ও রিপোর্ট তৈরিতে
পারদর্শিতা।
- উখিয়া–টেকনাফ এলাকার সামাজিক–সাংস্কৃতিক প্রেক্ষাপট
সম্পর্কে ভালো ধারণা।
পারস্পরিক কাজের সম্পর্ক (Lateral Relationships)
- বিডিআরসিএস PMO টিমের সঙ্গে কার্যকর সমন্বয় বজায়
রাখা।
- IFRC, অংশীদার জাতীয় সোসাইটি (PNSs) এবং জীবিকাসম্পর্কিত সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিত কাজ
নিশ্চিত করা।
আবেদনের নিয়মাবলি
- শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বিভাগীয় ছাড়পত্র
আবশ্যক।
- আগ্রহী ও যোগ্য প্রার্থীদেরকে ২০ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:০০টার
মধ্যে অনলাইনে আবেদন জমা দিতে হবে।
- শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য
যোগাযোগ করা হবে।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট
সোসাইটি,
সিলেট-প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত
যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, bdjobs
আবেদন প্রক্রিয়া: https://hotjobs.bdjobs.com/jobs/bdrcscox/bdrcscox83.htm
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়োগ ২০২৫, রেড
ক্রিসেন্ট জব সার্কুলার, BD Red Crescent job circular, Bangladesh Red
Crescent Society job, রেড ক্রিসেন্টে চাকরি, রেড
ক্রিসেন্ট সোসাইটি নিয়োগ বিজ্ঞপ্তি pdf, বাংলাদেশ রেড
ক্রিসেন্ট নতুন চাকরি, NGO job circular BD, বাংলাদেশ রেড
ক্রিসেন্ট আবেদন শর্ত, রেড ক্রিসেন্ট চাকরির যোগ্যতা,
Red Crescent Society career opportunity, BDRCS job circular update, বাংলাদেশ রেড ক্রিসেন্ট আবেদন ফরম, রেড ক্রিসেন্ট
সরকারি চাকরি, Bangladesh Red Crescent vacancy notice
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments