বাংলাদেশ ইসলামী
বিশ্ববিদ্যালয় (BIU) নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (BIU) একটি
সরকার অনুমোদিত স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়, যা ২০০৫
সালে প্রতিষ্ঠিত। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিম্নোক্ত পদসমূহে নিয়োগের
জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
১. প্রভাষক / সহকারী অধ্যাপক
বিষয়: ফাইন্যান্স ও
অ্যাকাউন্টিং
বিভাগ: ব্যবসায় প্রশাসন
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে
হবে।
- সম্পূর্ণ শিক্ষাজীবনে কমপক্ষে ৩টি প্রথম
শ্রেণি/বিভাগ/এ গ্রেড থাকতে হবে।
- স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে CGPA কমপক্ষে
৩.৫০ হতে হবে।
- এম.ফিল বা পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া
হবে।
- আন্তর্জাতিক মানের রিভিউকৃত জার্নালে গবেষণা ও
প্রকাশনার প্রমাণ থাকতে হবে।
২. প্রভাষক
বিভাগ: ইংরেজি
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- শিক্ষাজীবনে ন্যূনতম ২টি প্রথম শ্রেণি/বিভাগ/এ গ্রেড
থাকতে হবে।
- প্রাসঙ্গিক শিক্ষণ অভিজ্ঞতা থাকতে হবে।
- ELT/TESOL বিষয়ে এমএ ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।
- গবেষণা ও প্রকাশনার প্রমাণ থাকলে অতিরিক্ত সুবিধা
দেওয়া হবে।
৩. সহকারী অধ্যাপক / সহযোগী
অধ্যাপক
বিভাগ: ইংরেজি
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি আবশ্যক।
- কমপক্ষে ২টি প্রথম শ্রেণি/বিভাগ/এ গ্রেড থাকতে হবে।
- পর্যাপ্ত শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।
- ELT/TESOL বিষয়ে বিশেষায়িত ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া
হবে।
- স্বীকৃত জার্নালে প্রকাশনা থাকতে হবে।
৪. ব্র্যান্ড ম্যানেজার
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা
- স্নাতক ডিগ্রিসহ কোনো সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয়
বা সমমানের প্রতিষ্ঠানে সহকারী কর্মকর্তা (পাবলিক রিলেশন) হিসেবে কমপক্ষে ৩
বছরের অভিজ্ঞতা।
- ইংরেজি ভাষায় দক্ষতা ও কম্পিউটার ব্যবহারে পারদর্শিতা
থাকতে হবে।
- পাবলিক রিলেশন, মিডিয়া ও ইনফরমেশন বা সাংবাদিকতায়
মাস্টার্স ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- নেতৃত্ব ও আন্তঃব্যক্তিক যোগাযোগ দক্ষতা থাকা
বাঞ্ছনীয়।
৫. পাবলিক রিলেশন অফিসার (PRO)
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা
- স্নাতক ডিগ্রিসহ পাবলিক রিলেশন সংশ্লিষ্ট ক্ষেত্রে
কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।
- ইংরেজি ভাষায় দক্ষতা ও কম্পিউটার জ্ঞান আবশ্যক।
- পাবলিক রিলেশন/মিডিয়া/সাংবাদিকতায় মাস্টার্স
ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৬. প্রশাসনিক কর্মকর্তা /
পরীক্ষা কর্মকর্তা
যোগ্যতা:
- স্নাতকোত্তর / কামিল বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
- ইংরেজি ভাষা ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা প্রয়োজন।
৭. নিরাপত্তা প্রহরী
যোগ্যতা:
- ন্যূনতম অষ্টম শ্রেণি পাস এবং সশস্ত্র বাহিনী/আনসার ও
ভিডিপি/পুলিশে ২–৩ বছরের অভিজ্ঞতা।
- বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম এসএসসি বা
সমমানের সনদ থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীদের বেতন ও সুযোগ-সুবিধা
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের বিস্তারিত জীবনবৃত্তান্ত (CV), সদ্য তোলা
২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার
সত্যায়িত অনুলিপি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন পাঠাতে হবে—
আবেদনের শেষ তারিখ: ৩০ ডিসেম্বর ২০২৫
নিয়োগ
বিজ্ঞপ্তি:
বাংলাদেশ ইসলামী
বিশ্ববিদ্যালয় (BIU) - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (BIU)
আবেদন প্রক্রিয়া: আবেদনপত্র রেজিস্ট্রার
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়
গ্রিন মডেল টাউন, মান্ডা, মুগদা
ঢাকা–১২১৪ বরাবর পৌঁছাতে হবে।
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
Bangladesh Islami University job circular 2025, BIU job
circular 2025, Bangladesh Islami University recruitment, BIU lecturer job, BIU
assistant professor job, private university job in Bangladesh, university
lecturer job circular 2025, English department job Bangladesh, business
administration faculty job, finance accounting lecturer job, BIU admin officer
job, BIU exam officer job, BIU PRO job, brand manager university job, security
guard job university, Dhaka private university job, latest university job
circular Bangladesh
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments