Type Here to Get Search Results !

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN 0



সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি

 

নিয়োগ বিজ্ঞপ্তি

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থায়ী শূন্য পদ পূরণের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে নিম্নোক্ত শর্তে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

 

১. উপ-পরীক্ষা নিয়ন্ত্রক

  • পদের সংখ্যা: ০১ (একটি)
  • বেতন স্কেল: ৪৩,০০০–৬৯,৮৫০ টাকা (গ্রেড-০৫)
  • বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর (০৫.১১.২০২৫ তারিখে গণ্য)

 

শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ বা বিদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪/৫ বছরের স্নাতক অথবা ৩ বছরের সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এমবিবিএস ব্যতীত অন্যান্য বিষয়ে শিক্ষাজীবনের সকল স্তরে ন্যূনতম ২য় বিভাগ বা সিজিপিএ ২.৫০ থাকতে হবে।

 

অভিজ্ঞতা: জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৭ম গ্রেডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পদে অন্তত ৫ বছর এবং ৯ম গ্রেড বা তদূর্ধ্ব পদে মোট ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। দপ্তর সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে। কম্পিউটার ও অফিস ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।

 

২. সহকারী রেজিস্ট্রার

  • পদের সংখ্যা: ০১ (একটি)
  • বেতন স্কেল: ৫৬,৫০০–৭৪,৪০০ টাকা (গ্রেড-০৩)
  • বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর

 

শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ বা বিদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪/৫ বছরের স্নাতক অথবা ৩ বছরের সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এমবিবিএস ব্যতীত অন্যান্য বিষয়ে শিক্ষাজীবনের প্রতিটি পর্যায়ে কমপক্ষে ২য় বিভাগ বা সমমানের সিজিপিএ (ন্যূনতম ২.৫০) থাকতে হবে।

 

অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৪র্থ গ্রেডের অতিরিক্ত রেজিস্ট্রার পদে অন্তত ২ বছর অথবা ৫ম গ্রেডের উপ-রেজিস্ট্রার পদে ৫ বছরসহ ৯ম গ্রেড ও তদূর্ধ্ব পদে মোট ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট দপ্তরে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শিতা অপরিহার্য।

 

৩. পিএস টু ভিসি (Vice Chancellor’s PS)

  • পদের সংখ্যা: ০১ (একটি)
  • বেতন স্কেল: ২৯,০০০–৬৩,৪১০ টাকা (গ্রেড-০৭)
  • বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর

 

শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ বা বিদেশের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪/৫ বছরের স্নাতক অথবা ৩ বছরের সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এমবিবিএস ছাড়া অন্যান্য বিষয়ে ন্যূনতম ২য় বিভাগ বা সিজিপিএ ২.৫০ থাকতে হবে।

অভিজ্ঞতা: জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৯ম গ্রেডের সেকশন অফিসার/প্রকিউরমেন্ট অফিসার/নিরাপত্তা কর্মকর্তা/স্টোর অফিসার বা সমমানের পদে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস ব্যবস্থাপনা ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা অপরিহার্য।

 

আবেদন সংক্রান্ত নির্দেশনা

১. সকল জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২. বয়সসীমা নির্ধারণ করা হবে আবেদন জমাদানের শেষ তারিখ অনুযায়ী।
৩. সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৪. মৌখিক পরীক্ষার সময় মূল সনদপত্র প্রদর্শন বাধ্যতামূলক।
৫. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
৬. কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
৭. কোটা সংক্রান্ত সরকারি বিধান নিয়োগ প্রক্রিয়ায় প্রযোজ্য হবে।

 

অনলাইন আবেদন পদ্ধতি

প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে https://smu.teletalk.com.bd ওয়েবসাইটে।

  • আবেদন শুরু: ১০ নভেম্বর ২০২৫, সকাল ১০:০০টা
  • আবেদন শেষ: ২৫ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:০০টা

 

ছবি ও স্বাক্ষর আপলোডের নির্দেশনা:

  • ছবি: ৩০০×৩০০ পিক্সেল (সর্বোচ্চ 100 KB)
  • স্বাক্ষর: ৩০০×৮০ পিক্সেল (সর্বোচ্চ 60 KB)

 

ফি জমাদানের নিয়ম: প্রতিটি পদের জন্য আবেদন ফি ২০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

 

SMS নির্দেশনা:

1️ প্রথম SMS: SMU <space> User ID পাঠাতে হবে 16222 নম্বরে।
উত্তর হিসেবে পাওয়া PIN ব্যবহার করে –

2️ দ্বিতীয় SMS: SMU <space> YES <space> PIN পাঠাতে হবে 16222 নম্বরে।

প্রবেশপত্র ডাউনলোড: যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও পরীক্ষার সময়সূচি https://smu.teletalk.com.bd ওয়েবসাইটে এবং SMS এর মাধ্যমে জানানো হবে।

 

যোগাযোগ:
অনলাইনে আবেদন সংক্রান্ত সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১-এ কল করতে পারেন অথবা

ই-মেইল করুন: alljobs.query@teletalk.com.bd

ফেসবুক পেজ: https://facebook.com/alljobsbdteletalk

 

বিঃদ্রঃ শেষ মুহূর্তে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন ও ফি জমা সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়োগ সংক্রান্ত কোনো প্রতারক চক্রের সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন।

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, দৈনিক যুগান্তর (Sunday, November 9, 2025)

 

আবেদন প্রক্রিয়া: আবেদন পাঠানোর ঠিকানা: https://smu.teletalk.com.bd

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।

 

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, Sylhet Medical University job circular 2025, SMU job circular 2025, সিলেট মেডিকেল ইউনিভার্সিটি চাকরির বিজ্ঞপ্তি, সিলেট মেডিকেল ইউনিভার্সিটিতে নিয়োগ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় চাকরি আবেদন, SMU teletalk com bd apply, SMU teletalk job circular, medical university job Bangladesh, সরকারি বিশ্ববিদ্যালয় চাকরির বিজ্ঞপ্তি, university job circular 2025 Bangladesh, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় অনলাইন আবেদন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ পরীক্ষা, SMU job application form, BD govt university job circular, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ তথ্য, SMU admission and job update, Sylhet medical university bd job notice, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ভিসি অফিস পিএস পদ, সরকারি চাকরি ২০২৫

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments