সেন্ট্রি সিকিউরিটি
সার্ভিসে মহিলা অফিসার নিয়োগ দেবে
কাস্টমার রিলেশনশিপ
অফিসার (মহিলা)
সেন্ট্রি সিকিউরিটি
সার্ভিসেস লিমিটেড (সেন্ট্রি
গ্রুপের একটি সহায়ক প্রতিষ্ঠান)
শূন্যপদ: ০৩
চাকরির প্রেক্ষাপট: সেন্ট্রি সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডে CRM এক্সিকিউটিভ হিসেবে, আপনি গ্রাহকের সাথে যোগাযোগের ফ্রন্টলাইনে থাকবেন এবং গ্রাহকের সঙ্গে দৃঢ়
সম্পর্ক গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। এই পদটি গ্র্যাজুয়েট বা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপযুক্ত, যাদের গ্রাহক
সম্পর্ক ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের চাকরির অভিজ্ঞতা
রয়েছে।
চাকরির দায়িত্বসমূহ:
- ফোন, ইমেল বা মেসেজিং প্ল্যাটফর্মের
মাধ্যমে গ্রাহকের জিজ্ঞাসার প্রম্পট এবং প্রফেশনাল সাড়া দেওয়া।
- গ্রাহকের তথ্য
আপডেট রাখা এবং CRM সফটওয়্যারের
মাধ্যমে ডাটাবেস পরিচালনা।
- গ্রাহক সেবা
সংক্রান্ত সমস্যাগুলো ট্র্যাক করা এবং প্রয়োজন হলে উচ্চতর কর্তৃপক্ষের কাছে
রিপোর্ট করা।
- গ্রাহক
অনবোর্ডিং প্রক্রিয়ায় সহায়তা প্রদান এবং প্রাসঙ্গিক নির্দেশনা দেওয়া।
- অভিযোগ, মতামত ও পরামর্শ রেকর্ড করা এবং
সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করা।
- অভ্যন্তরীণ
টিমের সঙ্গে সহযোগিতা (অপারেশন, অ্যাকাউন্টস
ও ফাইন্যান্স, প্রশাসন) করে সুষ্ঠু গ্রাহক সেবা নিশ্চিত
করা।
- গ্রাহক যোগাযোগ
এবং সমস্যার সমাধানের অবস্থা সম্পর্কিত দৈনিক/সাপ্তাহিক/মাসিক রিপোর্ট
প্রস্তুত করা।
- সকল গ্রাহক
যোগাযোগে উচ্চমানের গোপনীয়তা ও পেশাদারিত্ব বজায় রাখা।
- দ্রুত
গতিসম্পন্ন পরিবেশে একাধিক কাজের অগ্রাধিকার ঠিকভাবে পরিচালনা করা।
- কাজের সময়: সকাল
১০টা – সন্ধ্যা ৭টা।
চাকরির ধরন: ফুল-টাইম
শিক্ষাগত যোগ্যতা:
- যেকোনো বিষয়ে
স্নাতক ডিগ্রি। BBA, মার্কেটিং
বা কমার্সে বিশেষ প্রাধান্য দেওয়া হবে।
অভিজ্ঞতা:
- ন্যূনতম ১ বছরের
অভিজ্ঞতা প্রয়োজন।
অতিরিক্ত যোগ্যতা:
- শুধুমাত্র মহিলা
প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- যোগাযোগ দক্ষতা
- কম্পিউটার ও
প্রযুক্তিগত দক্ষতা
- টাইপিং এবং ডেটা
ব্যবস্থাপনা
- সমস্যা সমাধান
এবং বিশ্লেষণাত্মক দক্ষতা
- নরম দক্ষতা:
টিমওয়ার্ক, সময়
ব্যবস্থাপনা, কঠোর পরিশ্রম এবং চাপের মধ্যে কাজ করার
ক্ষমতা
চাকরির স্থান: ধানমণ্ডি, ঢাকা,
বাংলাদেশ
বেতন: মাসিক ১৫,০০০ টাকা
আবেদনের শেষ তারিখ: ৬ ডিসেম্বর ২০২৫
কোম্পানি তথ্য:
সেন্ট্রি সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড (SSSL) বাংলাদেশে
২৮ বছর ধরে কার্যকর এবং পূর্ণ ডিজিটাইজড নিরাপত্তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
দেশের ৬৪ জেলায় প্রায় ৫০০০ প্রশিক্ষিত নিরাপত্তা কর্মী বিভিন্ন আন্তর্জাতিক ও
স্থানীয় কোম্পানি, দূতাবাস, ব্যাংক
এবং আর্থিক প্রতিষ্ঠানে নিয়োজিত। SSSL নগদ পরিবহন (CIT)
সেবা, এবং সম্পূর্ণ নিরাপত্তা সমাধান প্রদান
করে। কোম্পানির সদর দপ্তর: হাউস # 9/A, রোড # 01 (বসা শোণিক ডঃ গোলাম মৌলা সড়ক), ধানমণ্ডি, ঢাকা-1205। ওয়েবসাইট: www.sentrysecuritybd.com
নিয়োগ
বিজ্ঞপ্তি:
সেন্ট্রি সিকিউরিটি
সার্ভিসেস লিমিটেড - প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে
হবে।
সূত্র: সেন্ট্রি সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড, bdjobs
আবেদন প্রক্রিয়া: আবেদন পাঠানোর ঠিকানা: https://hotjobs.bdjobs.com/jobs/sssl/sssl153.htm
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে,
তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে
যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির
ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
Sentry Security Services চাকরি,
Customer Relationship Officer Dhaka, CRM Officer Female Bangladesh, ধানমণ্ডি চাকরি, Sentry Group নিয়োগ, বাংলাদেশ সিকিউরিটি চাকরি, মহিলা অফিসার নিয়োগ,
সিকিউরিটি কোম্পানি চাকরি, গ্রাহক সেবা চাকরি,
২০২৫ চাকরির বিজ্ঞপ্তি, পূর্ণকালীন চাকরি
ধানমণ্ডি, CRM এক্সিকিউটিভ বাংলাদেশ, Sentry Security
নতুন নিয়োগ,
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments