ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে
চাকরির সুযোগ
(UniMed UniHealth
Pharmaceuticals Limited – ISO 9001:2015 Certified)
ওয়েবসাইট: www.unimedunihealth.com
ইউনিমেড ইউনিহেলথ
ফার্মাসিউটিক্যালস লিমিটেড তাদের টিমে যোগদানের জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থীদের
কাছ থেকে আবেদন আহ্বান করছে নিচের পদে —
পদের নাম: বিশ্লেষক /
সিনিয়র বিশ্লেষক (Analyst/Sr. Analyst)
প্রধান দায়িত্বসমূহ:
- কাঁচামাল, প্যাকেজিং উপকরণ, সমাপ্ত ও অর্ধসমাপ্ত পণ্যের বিশ্লেষণ কার্য সম্পাদন করা।
- কোয়ালিটি
কন্ট্রোল (QC) যন্ত্রপাতির
পরিচালনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা।
- সকল বিশ্লেষণ
সংক্রান্ত নথিপত্র, সংরক্ষণ
ও রেকর্ড রক্ষণাবেক্ষণ করা।
- ভলিউমেট্রিক
সলিউশন ও সাধারণ রিএজেন্ট সলিউশন প্রস্তুত ও মান নিয়ন্ত্রণ করা।
- স্বাস্থ্য, সুরক্ষা ও পরিবেশগত মানদণ্ড অনুসরণের
বিষয়টি নিশ্চিত করা।
- পরীক্ষাগারে
প্রতিটি ধাপে “গুড ল্যাবরেটরি প্র্যাকটিস (GLP)” নিশ্চিত করা।
আবেদন করার
পূর্বশর্ত:
- রসায়নে স্নাতক
(B.Sc) অথবা
স্নাতকোত্তর (M.Sc) ডিগ্রি।
- বাংলা ও ইংরেজি
ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
- কম্পিউটারে
দক্ষতা থাকতে হবে।
- আবেদনকারীর বয়স
৩৩ বছরের নিচে হতে হবে।
প্রতিষ্ঠান যা প্রদান
করবে:
- আকর্ষণীয় বেতন
কাঠামো।
- বাড়ি ভাড়া
সহায়তা।
- বছরে তিনটি উৎসব
ভাতা।
- কর্মী ও
পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা সুবিধা।
- প্রভিডেন্ট
ফান্ড, গ্র্যাচুইটি
ও মুনাফা অংশগ্রহণ সুবিধা।
- গ্রুপ লাইফ
ইন্স্যুরেন্স সুবিধা।
- দ্রুত পদোন্নতির
সুযোগ ও প্রয়োজনীয় প্রশিক্ষণ।
অতিরিক্ত শর্তাবলি:
নির্বাচিত
প্রার্থীদের প্রতিষ্ঠানটির কারখানা এলাকার পাশেই (বি.কে. বাড়ি, গাজীপুর) অবস্থান করতে হবে এবং ন্যূনতম ৫
বছর কোম্পানির সাথে কাজ করার আগ্রহ থাকতে হবে।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা
আবেদনপত্রসহ বিস্তারিত জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি,
যোগাযোগের নম্বর ও শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি পাঠাতে হবে —
ঠিকানা:
মানবসম্পদ বিভাগ
UniMed UniHealth Pharmaceuticals Limited
660 ওয়াশপুর, পি.ও: শ্যামলাপুর, পি.এস: হাজারীবাগ, ঢাকা-১৩১০, বাংলাদেশ।
অথবা অনলাইনে আবেদন করতে
পারেন নিম্নলিখিত লিংকে:
🔗 https://cutt.ly/ktqeQkET
আবেদনের শেষ তারিখ: ১৬ নভেম্বর ২০২৫।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
ইউনিমেড ইউনিহেলথ
ফার্মাসিউটিক্যালস লিমিটেড- প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে
হবে।
সূত্র: ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড
আবেদন প্রক্রিয়া: আবেদন পাঠানোর ঠিকানা: https://cutt.ly/ktqeQkET
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে,
তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে
যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির
ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
UniMed UniHealth Pharmaceuticals চাকরি,
Analyst Sr. Analyst চাকরি বাংলাদেশ, QC বিশ্লেষক
চাকরি, রসায়ন বিশ্লেষক নিয়োগ, Pharma চাকরি বাংলাদেশ, গাজীপুর চাকরি, B.Sc
Chemistry চাকরি, M.Sc Chemistry চাকরি,
সরকারি বেতনসহ ফার্মাসিউটিক্যাল চাকরি, Fresher ও Experienced Pharma চাকরি, Bangladesh
pharmaceutical company jobs, ইউনিমেড ইউনিহেলথ নিয়োগ, ২০২৫ ফার্মাসিউটিক্যালস চাকরি
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments